স্পোর্টস ক্লাব স্টুর্ম গ্রাৎস
![]() | ||||
পূর্ণ নাম | স্পোর্টক্লুব পুন্টিগামার স্টুর্ম গ্রাৎস | |||
---|---|---|---|---|
ডাকনাম | ডি শাভোয়াজেন, দ্য ব্ল্যাকিস | |||
প্রতিষ্ঠিত | ১ মে ১৯০৯ | |||
মাঠ | মার্কুর এরিনা | |||
ধারণক্ষমতা | ১৬,৩৬৪ | |||
সভাপতি | ![]() | |||
ম্যানেজার | খালি | |||
লীগ | অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা | |||
২০১৯–২০ | ৬ষ্ঠ | |||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | |||
|
স্পোর্টক্লুব পুন্টিগামার স্টুর্ম গ্রাৎস (জার্মান: Sportklub Sturm Graz, ইংরেজি: SK Sturm Graz; এছাড়াও স্পোর্টস ক্লাব স্টুর্ম গ্রাৎস অথবা শুধুমাত্র এসসি স্টুর্ম গ্রাৎস নামে পরিচিত) হচ্ছে ভিয়েনা ভিত্তিক একটি অস্ট্রীয় পেশাদার ফুটবল ক্লাব। এই ক্লাবটি বর্তমানে অস্ট্রিয়ার শীর্ষ স্তরের ফুটবল লীগ অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯০৯ সালের ১লা মে তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এসসি স্টুর্ম গ্রাৎস তাদের সকল হোম ম্যাচ গ্রাৎসের মার্কুর এরিনায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ১৬,৩৬৪। বর্তমানে এই ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন ক্রিস্টিয়ান জাউক। অস্ট্রীয় মধ্যমাঠের খেলোয়াড় স্টেফান হিয়েরলেন্ডার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[১][২]
ঘরোয়া ফুটবলে, এসসি স্টুর্ম গ্রাৎস এপর্যন্ত ১১টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ৩টি অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা, ৫টি অস্ট্রীয় কাপ এবং ৩টি অস্ট্রীয় সুপার কাপ রয়েছে।
অর্জন[সম্পাদনা]
- বিজয়ী (৩): ১৯৯৬, ১৯৯৮, ১৯৯৯
- রানার-আপ (২): ১৯৯৭, ২০০২
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "স্পোর্টস ক্লাব স্টুর্ম গ্রাৎস: বর্তমান দল"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০।
- ↑ "বর্তমান দল"। উয়েফা। সংগ্রহের তারিখ ৮ জুলাই ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে স্পোর্টস ক্লাব স্টুর্ম গ্রাৎস সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (জার্মান)
টেমপ্লেট:ফুটবল ক্লাব স্টুর্ম গ্রাৎস টেমপ্লেট:অস্ট্রীয় ফুটবল বুন্দেসলিগা