সোহরাব কত্রক পারসি কলোনি

স্থানাঙ্ক: ২৪°৫১′ উত্তর ৬৭°০৩′ পূর্ব / ২৪.৮৫০° উত্তর ৬৭.০৫০° পূর্ব / 24.850; 67.050
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সোহরাব কত্রক পার্সি কলোনি ১৯২০ সালের স্থাপিত পাকিস্তানের সিন্ধু প্রদেশের রাজধানী করাচির জামশেদ টাউনে অবস্থিত জিন্নাহ সড়ক ও সৈনিক বাজার সড়কের মধ্যস্থিত পারসি সম্প্রদায়ের একটি আবাসিক এলাকা।[১][২]

ইতিহাস[সম্পাদনা]

১৯২০ সালের ২৯ মে কলোনিটির গোড়াপত্তন হয়। করাচির জরথুষ্ট্রিয়ানরা নিজেদের বসবাসের জন্য একটি জরথুষ্ট্রীয় বা পারসি এলাকা গড়ে তোলার জন্য ৯৬ হাজার বর্গ গজ জমি কিনেছিল। স্যার কাওয়াসজি হরমাসজি কত্রকের নামানুসারে এর নামকরণ করা হয়।এলাকাটির পরিকল্পনায় প্রায় ১ হাজার বর্গগজের ৫৮টি একক প্লট, প্রশস্ত রাস্তা এবং একটি কেন্দ্রীয় বাগান এবং একটি পাঠাগার ছিল। ১৯২৬ সালে এলাকাটির প্রথম বাড়ি নির্মিত হয়। ১৯৩০ সাল নাগাদ এলাকাটির আশেপাশের সমস্ত জমি পারসি সম্প্রদায়ের লোকদের দ্বারা নির্মিত হয়েছিল।[২] ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতার পর, অনেক মুসলিম অভিগমন করে। স্বাধীনতা পরবর্তী সময়ে সোহরাব কত্রক পারসি কলোনির জনসংখ্যা বেড়েছে হয়েছে। বর্তমানে এলাকাটিতে বসবাসের ক্ষেত্রে মুসলিমরা সংখ্যাগরিষ্ঠ। মুসলিম ছাড়াও কলোনিতে মুহাজির, পাঞ্জাবি, সিন্ধি, কাশ্মীরি, সরাইকি, পাখতুন, বেলুচি, মেমন, বোহরা ইসমাইলি এবং খ্রিস্টান সম্প্রদায়ের বসতি আছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Jamshed Town - Government of Karachi ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০০৬-০৬-১৩ তারিখে
  2. "Karachi's Katrak Parsi Colony"www.zoroastrian.org.uk। সংগ্রহের তারিখ ২০২২-০৪-২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]