সোকোল্লু মেহমেদ পাশা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সোকোল্লু মেহমেদ
৩৫তম উজিরে আজম উসমানীয় সাম্রাজ্য
কাজের মেয়াদ
২৮ জুন ১৫৬৫ – ১১ অক্টোবর ১৫৭৪
সুলতানপ্রথম সুলাইমান
দ্বিতীয় সেলিম
তৃতীয় মুরাদ
পূর্বসূরীসেমিজ আলী পাশা
উত্তরসূরীসেমসি পাশা
ব্যক্তিগত বিবরণ
জন্মবাজিকা নেনাদিক
১৫০৬
রুডো, হার্জেগোভিনা সানজাক, উসমানীয় সাম্রাজ্য
মৃত্যু১১ অক্টোবর ১৫৭৪ (বয়স ৭২-৭৩)
ইস্তাম্বুল , উসমানীয় সাম্রাজ্য
জাতীয়তাউসমানীয়
দাম্পত্য সঙ্গীইসমেহান সুলতান
সন্তানসুলতানজাদে ইবরাহিম
প্রাক্তন শিক্ষার্থীএন্দেরুন বিদ্যালয়
ধর্মইসলাম (prev. ইস্টার্ন অর্থোডক্স)
জাতীয়তাসার্ব
সামরিক পরিষেবা
আনুগত্য উসমানীয় সাম্রাজ্য
শাখা উসমানীয় সাম্রাজ্য সেনাবাহিনী
 উসমানীয় নৌবাহিনী
কাজের মেয়াদ১৫৪৩-১৫৭৮
পদরাজপ্রাসাদ রক্ষীদের প্রধান (বোস্তানজী প্রধান) (১৫৪৩-৪৬)
কাপুদান পাশা (নৌবাহিনী প্রধান,১৫৪৬-৫১)

বেলারবে, রুমেলিয়া (১৫৫১-৫৫)
উজিের সালিসি (তৃতীয় উজির, ১৫৫৫-৬১)
উজিরে সানি(দ্বিতীয় উজির, ১৫৬১-৬৫ )

উজিরে আজম (১৫৬৫-১৫৭৯)

সোকোল্লু মেহমেদ পাশা (উসমানীয় তুর্কি: سوکلو محمد پاشا, তুর্কি: Sokollu Mehmet Paşa; সার্বীয় সিরিলীয়: Мехмед-паша Соколовић, Arebica: صوقللو محمد باشاউচ্চারিত [měxmet pâʃa sokǒːloʋitɕ];[১] )(১৫০৬-১৫৭৪) ছিলেন একজন উসমানীয় রাষ্ট্রনায়ক। তিনি ১৫৬৫-১৫৭৪ সাল পর্যন্ত টানা ৯ বছর তিনজন সুলতানের (প্রথম সুলাইমান, দ্বিতীয় সেলিম, তৃতীয় মুরাদ) অধীনে উসমানীয় সাম্রাজ্যের উজিরে আজম হিসেবে দায়িত্ব পালন করেন, যা ছিল উসমানী প্রশাসনের সর্বোচ্চ পদ। তাঁকে উসমানীয় সাম্রাজ্যের ইতিহাসে শ্রেষ্ঠ উজিরে আযমদের একজন গণ্য করা হয়।[২] তৃতীয় মুরাদ সোকোল্লু মেহমেদ পাশাকে মৃত্যুদণ্ড দেন, পাশা তার বাবা শাহজাদা মুস্তাফা ও চাচা শাহজাদা বায়েজিদ হত্যার ষড়যন্ত্রের পিছনে হাত ছিল বলে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Mehmed/Мехмед in isolation: [měxmed].
  2. Imamović, Mustafa (1996). Historija Bošnjaka. Sarajevo: BZK Preporod. আইএসবিএন ৯৯৫৮-৮১৫-০০-১