সৈয়দ আমিরুল ইসলাম

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সৈয়দ আমিরুল ইসলাম
সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম
জন্ম১৩ জানুয়ারি ১৯৪০
মৃত্যু৭ সেপ্টেম্বর ২০২২(2022-09-07) (বয়স ৮২)
জাতীয়তাবাংলাদেশী
শিক্ষাএমএ, বার এট ল’
মাতৃশিক্ষায়তনঢাকা বিশ্ববিদ্যালয়
লিংকনস্‌ ইন, লন্ডন
পেশাআইনজীবী, বিচারপতি

সৈয়দ আমিরুল ইসলাম (১৩ জানুয়ারি ১৯৪০ – ৭ সেপ্টেম্বর ২০২২) বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের একজন সাবেক বিচারপতি। ২০১৩ সালে আপিল বিভাগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনা করার জন্য সাবেক এই বিচারপতি অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তার দায়িত্ব পালন করেন।[১]

জন্ম[সম্পাদনা]

আমিরুল ইসলাম ১৯৪০ সালের ১৩ জানুয়ারি কুমিল্লায় জন্মগ্রহণ করেন।[২]

শিক্ষাজীবন[সম্পাদনা]

তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ১৯৬২ সালে অর্থনীতিতে এমএ এবং ১৯৬৪ সালে ব্যাচেলর অব ল’ ডিগ্রি লাভ করেন। ১৯৭২ সালে তিনি লন্ডনের লিংকনস্‌ ইন থেকে বার এট ল’ ডিগ্রি অর্জন করেন।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

সৈয়দ আমিরুল ইসলাম ১৯৬৫ সালে আইনজীবী হিসেবে অন্তর্ভুক্ত হন। ১৯৯৪ সালে ১৪ ফেব্রুয়ারি তিনি বাংলাদেশ সুপ্রীম কোর্টের হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন। ১৯৯৬ সালে তিনি হাইকোর্ট বিভাগে স্থায়ী বিচারপতি হিসেবে শপথ নেন। ২০০৭ সালের ১২ জানুয়ারি তিনি হাইকোর্ট বিভাগের বিচারকের পদ থেকে অবসর লাভ করেন।[৩] অবসরের পরও তিনি আপিল বিভাগে আইন পেশায় যুক্ত ছিলেন। ২০১৩ সালে আপিল বিভাগে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের মামলা পরিচালনার জন্য সরকার অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামকে অ্যাটর্নি জেনারেল পদমর্যাদায় রাষ্ট্রপক্ষের আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেয়।[১]

মৃত্যু[সম্পাদনা]

তিনি ২০২২ সালের ৭ সেপ্টেম্বর ঢাকায় শেষনিঃশ্বাস ত্যাগ করেন।[৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিচারপতি আমিরুল ইসলাম আর নেই"যুগান্তর। ৭ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২ 
  2. "অবসরপ্রাপ্ত বিচারপতি সৈয়দ আমিরুল ইসলাম মারা গেছেন"জাগোনিউজ। ৭ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২ 
  3. "বিচারপতি আমিরুল ইসলামের মৃত্যুতে প্রধান বিচারপতির শোক"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ৭ সেপ্টেম্বর ২০২২। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২ 
  4. "সাবেক বিচারপতি সৈয়দ আমিরুল ইসলামের ইন্তেকাল"বাংলা ট্রিবিউন। ৭ সেপ্টেম্বর ২০২২। ৭ সেপ্টেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৭ সেপ্টেম্বর ২০২২