সেল্লাপান রামানাথান
অবয়ব
সেল্লাপান রামানাথান செல்லப்பன் ராமநாதன் | |
---|---|
![]() | |
৬ষ্ঠ সিঙ্গাপুরের রাষ্ট্রপতি | |
কাজের মেয়াদ ১ সেপ্টেম্বর, ১৯৯৯ – ৩১ আগস্ট, ২০১১ | |
প্রধানমন্ত্রী | গোহ চক তং লি সিয়েন লুং |
পূর্বসূরী | ওং তিং ছয়ং |
উত্তরসূরী | টনি তান |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | সিঙ্গাপুর | ৩ জুলাই ১৯২৪
জাতীয়তা | সিঙ্গাপুরী |
দাম্পত্য সঙ্গী | ঊর্মিলা উমি নন্দী |
সন্তান | ২ |
প্রাক্তন শিক্ষার্থী | মালয় বিশ্ববিদ্যালয় |
ধর্ম | হিন্দু |
সেল্লাপান রামানাথান[১] (তামিল: செல்லப்பன் ராமநாதன்; জন্ম ৩রা জুলাই, ১৯২৪) হচ্ছেন ষষ্ঠ প্রজাতন্ত্র সিঙ্গাপুরের রাষ্ট্রপতি। ১৯৯৯ সালের ১লা সেপ্টেম্বরে তিনি তার জীবনে প্রথম রাষ্ট্রপতি ছিলেন। এরপর ২০০৫ সালে দ্বিতীয়বারের মতো সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
জীবনতথ্য
[সম্পাদনা]- ১৯২৪ সালের ৩রা জুলাই সিঙ্গাপুরে জন্মগ্রহণ করেন।
- ১৯৫৪ সালে ন্যাশনাল ইউনিভার্সিটি অব সিঙ্গাপুর তে সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতকোত্তর ডিগ্রী প্রাপ্ত হন।
- ১৯৫৫ সালে সিঙ্গাপুর সরকারি বিভাগে চিকিৎসালয় সমাজকর্মী হিসেবে যোগদান করেন।
- ১৯৫৬ সালে নৌকর্মী কল্যাণ কর্মকর্তা হিসেবে নিযুক্ত হন।
- ১৯৬২ সালে শ্রমশিক্ষা প্রতিষ্ঠানের সহকারী পরিচালক ও পরে পরিচালক হিসেবে নিযুক্ত হন।
- ১৯৬৬ সালের ফেব্রুয়ারি মাসে সিঙ্গাপুর পররাষ্ট্র মন্ত্রণালয়ে সেক্রেটারি ও ডেপুটি সেক্রেটারির সহকারী সেক্রেটারি হিসেবে কাজ করেন।
- ১৯৭১ সালের আগস্ট মাসে গোয়েন্দা সেনানি পদে নিযুক্ত হন। তিনি সিঙ্গাপুরের অভ্যন্তরে জাপানি লাল সেনাবাহিনীর ১৯৭৪ সালের ৩১শে জানুয়ারি থেকে আক্রমণ করা সন্ত্রাসী দমন করেন।
- ১৯৭৯ সালে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ফিরে আসেন এবং পররাষ্ট্র বিভাগের প্রথম সেক্রেটারির পদে নিযুক্ত হন।
- ১৯৯৯ সালের ১লা সেপ্টেম্বর সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
- ২০০৫ সালের ১লা সেপ্টেম্বর দ্বিতীয়বারের মতো সিঙ্গাপুরের রাষ্ট্রপতি নির্বাচিত হন।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ Yap, Sonny; Lim, Richard; Leong, Weng Kam (2009). Men In White - The Untold Story of Singapore's Ruling Political Party, p.145. Singapore Press Holdings Ltd., Singapore, আইএসবিএন ৯৭৮-৯৮১-৪২৬৬-২৪-৬
বহিঃসংযোগ
[সম্পাদনা]রাজনৈতিক দপ্তর | ||
---|---|---|
পূর্বসূরী ওং তিংছয়ং |
সিঙ্গাপুরের রাষ্ট্রপতি ১৯৯৯ – ২০১১ |
উত্তরসূরী টনি তান কেং ইয়াম |
পার্টির রাজনৈতিক কার্যালয় | ||
পূর্বসূরী ওং তিংছয়ং |
সিঙ্গাপুরের নন-পার্টিসান রাষ্ট্রপতি প্রার্থী ১৯৯৯ (ব্যালটবিহীন) ২০০৫ (ব্যালটবিহীন) |
উত্তরসূরী টনি তান কেং ইয়াম |
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |