সেঁ বার্তেলেমি জাতীয় ফুটবল দল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সেঁ বার্তেলেমি
অ্যাসোসিয়েশনসেঁ বার্তেলেমি ফুটবল অ্যাসোসিয়েশন
মাঠসেঁ-জঁ স্টেডিয়াম
ফিফা কোডBLM
প্রথম জার্সি
দ্বিতীয় জার্সি
ফিফা র‌্যাঙ্কিং
বর্তমাননেই (২১ ডিসেম্বর ২০২৩)[১]
এলো র‌্যাঙ্কিং
বর্তমান ২১৫ বৃদ্ধি ১ (১২ জানুয়ারি ২০২৪)[২]
সর্বোচ্চ২১৫ (২০১৮)
সর্বনিম্ন২২০ (২০১৮)
প্রথম আন্তর্জাতিক খেলা
 সেন্ট মার্টিন ৩–০ সেঁ বার্তেলেমি 
(সেন্ট মার্টিন; ৩ জুলাই ২০১০)
বৃহত্তম জয়
 সেঁ বার্তেলেমি ৩–১ সেন্ট মার্টিন 
(সেঁ বার্তেলেমি; ২৯ এপ্রিল ২০১৮)
 সেঁ বার্তেলেমি ৫–৩ সিন্ট মার্টেন 
(সেঁ বার্তেলেমি; ২৬ মে ২০১৮)
বৃহত্তম পরাজয়
 সেঁ বার্তেলেমি ১–৮ গুয়াদলুপ 
(সেঁ বার্তেলেমি; ৮ সেপ্টেম্বর ২০১২)

সেঁ বার্তেলেমি জাতীয় ফুটবল দল (ইংরেজি: Saint Barthélemy national football team) হচ্ছে আন্তর্জাতিক ফুটবলে সেঁ বার্তেলেমির প্রতিনিধিত্বকারী পুরুষদের জাতীয় দল, যার সকল কার্যক্রম সেঁ বার্তেলেমির ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা সেঁ বার্তেলেমি ফুটবল অ্যাসোসিয়েশন দ্বারা নিয়ন্ত্রিত হয়। এই দলটি এখন পর্যন্ত ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফার এবং তাদের আঞ্চলিক সংস্থা কনকাকাফের সদস্য হিসেবে রয়েছে। ২০১০ সালের ৩রা জুলাই তারিখে, সেঁ বার্তেলেমি প্রথমবারের মতো আন্তর্জাতিক খেলায় অংশগ্রহণ করেছে; সেন্ট মার্টিনে অনুষ্ঠিত উক্ত ম্যাচে সেঁ বার্তেলেমি সেন্ট মার্টিনের কাছে ৩ –০ গোলের ব্যবধানে পরাজিত হয়েছে। সেঁ-জঁ স্টেডিয়ামে এই দলটি তাদের সকল হোম ম্যাচ আয়োজন করে থাকে।

ফিফা এবং কনকাকাফের সদস্যপদ না থাকার ফলে সেঁ বার্তেলেমি এপর্যন্ত একবারও ফিফা বিশ্বকাপ এবং কনকাকাফ গোল্ড কাপে অংশগ্রহণ করতে পারেনি।

র‌্যাঙ্কিং[সম্পাদনা]

ফিফার সদস্যপদ না থাকার ফলে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিংয়ে সেঁ বার্তেলেমির কোন স্থান নেই। অন্যদিকে, বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে সেঁ বার্তেলেমির সর্বোচ্চ অবস্থান হচ্ছে ২১৫তম (যা তারা ২০১৮ সালে অর্জন করেছিল) এবং সর্বনিম্ন অবস্থান হচ্ছে ২২০। নিম্নে বর্তমানে বিশ্ব ফুটবল এলো রেটিংয়ে অবস্থান উল্লেখ করা হলো:

বিশ্ব ফুটবল এলো রেটিং
১২ জানুয়ারি ২০২৪ অনুযায়ী বিশ্ব ফুটবল এলো রেটিং[২]
অবস্থান পরিবর্তন দল পয়েন্ট
২১৩ অপরিবর্তিত  সিন্ট এউস্তাতিউস ৭৫৭
২১৪ অপরিবর্তিত  টুভালু ৭৫৬
২১৫ বৃদ্ধি  সেঁ বার্তেলেমি ৭২৫
২১৬ হ্রাস  টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ ৭০৫
২১৭ বৃদ্ধি  ওয়ালিস এবং ফুতুনা ৭০১

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "ফিফা/কোকা-কোলা বিশ্ব র‍্যাঙ্কিং"ফিফা। ২১ ডিসেম্বর ২০২৩। সংগ্রহের তারিখ ২১ ডিসেম্বর ২০২৩ 
  2. গত এক বছরে এলো রেটিং পরিবর্তন "বিশ্ব ফুটবল এলো রেটিং"eloratings.net। ১২ জানুয়ারি ২০২৪। সংগ্রহের তারিখ ১২ জানুয়ারি ২০২৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]