সুলতান বিন খলিফা আল নাহিয়ান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুলতান বিন খলিফা আল নাহিয়ান
শেখ
জন্ম১৯৬৫ (বয়স ৫৮–৫৯)
আল আইন, আবুধাবি আমিরাত
রাজবংশআল নাহিয়ান পরিবার
পিতাখলিফা বিন জায়েদ আল নাহিয়ান
মাতাশামসা বিনতে সুহাইল আল মাযরুয়ী
ধর্মইসলাম

সুলতান বিন খলিফা আল নাহিয়ান (জন্ম ১৯৬৫) হলেন সংযুক্ত আরব আমিরাতের একজন আর্মি অফিসার, ব্যবসায়ী এবং আবুধাবীর শাসক পরিবার আল নাহিয়ানের সদস্য।

প্রথমিক জীবন ও শিক্ষা[সম্পাদনা]

সুলতান ১১৯৫ খ্রিষ্টাব্দে আল আইনে জন্মগ্রহণ করেন।[১] তিনি হলেন সংযুক্ত আরব আমিরাতের সাবেক রাষ্ট্রপ্রধান ও আবুধাবীর প্রশাসক খলিফা বিন জায়েদ আল নাহিয়ানের ছেলে।[২]

আমিরাত বিশ্ববিদ্যালয় হতে পলিটিক্যাল এন্ড এ্যাডমিনিষ্ট্রেটিভ সায়েন্সে (রাজনৈতিক ও প্রশাসনিক বিজ্ঞান) স্নাতক ডিগ্রী অর্জন করেন। পাশাপাশি তিনি ১৯৮৮ সালে জায়েদ বিন সুলতান মিলিটারী একাডেমী হতেও শিক্ষা লাভ করেন। অতপর তিনি সান্দুরাষ্ট রয়েল মিলিটারী একাডেমী হতে ১৯৮৯ সালে গ্রেজুয়েশান অর্জন করেন। সালফোর্ড বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৮ সালে পলিটিক্যাল সায়েন্সে স্নাতকোত্তর ডিগ্রী লাভ করেন। এছাড়াও লন্ডরেনর লিম্যারিক বিশ্ববিদ্যালয় হতে ১৯৯৪ সালের নভেম্বরে ইন্টারন্যাশনাল ষ্ট্যাডিজ বিষয়ে এবং মিশরের নাছের হা্য়্যার মিলিটারী একাডেমী হতে ১৯৯৯ সালের এপ্রিলে সমরিক শিক্ষায় তিনি দুইটি পিএইচডি ডিগ্রী লাভ করেন।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Board members" (ইংরেজি ভাষায়)। Emirates Equestrian Federation। ৫ এপ্রিল ২০১২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৩ 
  2. Mazneva, Yelena (১৪ মে ২০১০)। "Sheiks aids Abramovich, Berezovsky"St. Petersburg Times (ইংরেজি ভাষায়)। মস্কো। ২ মার্চ ২০১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ এপ্রিল ২০১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]