সুমেরু বৃত্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মানচিত্রে সুমেরু এলাকা; নীল বর্ণের সুমেরু বৃত্তে এবং জুলাই ১০ °সে. তাপমাত্র দ্বারা সমোষ্ণ রেখা লাল বর্ণে।

সুমেরু বৃত্ত হচ্ছে পৃথিবীর মানচিত্রে প্রদর্শণকৃত প্রধান পাঁচটি বৃত্তের একটি যার অবস্থান সর্ব-উত্তরে।

সুমেরু বৃত্তের অবস্থান সুনির্দিষ্ট নয় যেমন, ১০ জুন ২০১৮, এটি নিরক্ষরেখার উত্তরে মেরুর দিকে ৬৬°৩৩′৪৭.২ সরে গিয়েছে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Obliquity of the Ecliptic (Eps Mean)"। Neoprogrammics.com। সংগ্রহের তারিখ ২০১৪-০৫-১৩ 

বহিঃসংযোগ[সম্পাদনা]