সুমিতা সান্যাল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সুমিতা সান্যাল হলেন একজন ভারতীয় অভিনেত্রী যিনি বাংলা এবং হিন্দি সিনেমায় তার কাজের জন্য পরিচিত।[১] তিনি বিভূতি লাহার খোকাবাবুর প্রত্যবর্তন ছবিতে উত্তম কুমারের বিপরীতে আত্মপ্রকাশ করেন।[১] পরবর্তীকালে তিনি ১৯৬০ এবং ১৯৭০ এর দশকে পরপর কিছু বাংলা চলচ্চিত্রে উপস্থিত হন।

জীবনের প্রথমার্ধ[সম্পাদনা]

তিনি ব্রিটিশ ভারতের বেঙ্গল প্রেসিডেন্সির দার্জিলিংয়ে মঞ্জুলা সান্যাল নামে জন্মগ্রহণ করেন।[তথ্যসূত্র প্রয়োজন]</link>[ উদ্ধৃতি প্রয়োজন ] তার পিতা ছিলেন গিরিজা গোলকুণ্ডা সান্যাল।

কর্মজীবন[সম্পাদনা]

পরিচালক বিভূতি লাহা খোকাবাবুর প্রত্যবর্তন চলচ্চিত্রের জন্য তার নাম রেখেছিলেন সুচরিতা। এর পরে পরিচালক কনক মুখোপাধ্যায় সুমিতা নাম রাখার সিদ্ধান্ত নেন। বিখ্যাত অভিনেত্রী লীলা দেশাই সুমিতার খুব পরিচিত ছিলেন। লীলা তাকে অগ্রদূতের সাথে পরিচয় করিয়ে দিয়েছিলেন। খোকাবাবুর প্রত্যবর্তন- এ সুযোগ পাওয়ার পর, তিনি দিলীপ কুমারের বিপরীতে সগিনা মাহাতো এবং বিশ্বজিৎ এবং সন্ধ্যা রায়ের পাশাপাশি কুহেলিতে প্রধান চরিত্রে অভিনয় করেন।[২] তিনি বেশ কয়েকটি হিন্দি ছবিতেও অভিনয় করেছেন, যার মধ্যে সবচেয়ে উল্লেখযোগ্য ছিল ১৯৭০ সালের আনন্দ। এ ছবিটিতে অমিতাভ বচ্চনের বিপরীতে তিনি অভিনয় করেছেন। তিনি টেলিভিশন সিরিয়াল, পেশাদার মঞ্চ এবং গ্রুপ থিয়েটার "রাঙা সভা"-এ অভিনয় করেছিলেন। তিনি হৃষিকেশ মুখোপাধ্যায়ের গুড্ডি, আনন্দ এবং আশীর্বাদের মতো অনেক চলচ্চিত্রের অংশ ছিলেন।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তিনি চলচ্চিত্র সম্পাদক সুবোধ রায়কে বিয়ে করেছিলেন। তাদের একটি ছেলে আছে।[৩][৪]

চলচ্চিত্র[সম্পাদনা]

বাংলা চলচ্চিত্র[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা.
১৯৬০ খোকাবুর প্রত্যবর্তন রায়চরণের স্ত্রী
১৯৬৩ আকাশপ্রদীপ
কাঞ্চনকন্য
দেয়া নেয়া সুচরিতার বন্ধু
১৯৬৪ কালশর্ত
স্বর্গ হতে বিদায়
গোধুলি বেলা
অনুষ্টুপ ছন্দ
১৯৬৫ দিনান্তের আলো
প্রথম প্রেম
একই অঙ্গে এত রূপ
সুরের আগুন
কাল তুমি আলেয়া
তৃষ্ণা
১৯৬৬ নায়ক
শেষ তিন দিন
নূতন জীবন
অশ্রু দিয়ে লেখা
হারানো প্রেম
১৯৬৭ হঠাৎ দেখা
১৯৬৮ পঞ্চসার
আপনজন
১৯৬৯ চিরদিনের
চেনা অচেনা
তিন ভূবনের পারে
মায়া
১৯৭০ সাগিনা মাহাতো
১৯৭১ নিশাচর
অন্য মাটি অন্য রং
কুহেলি
১৯৭৪ নতুন সূর্য
১৯৭৬ জীবন নিয়ে
১৯৮৭ জবাব
১৯৯৩ শ্রীমতী

হিন্দি চলচ্চিত্র[সম্পাদনা]

বছর শিরোনাম ভূমিকা
১৯৬৮ আশির্বাদ
১৯৭১ আনন্দ রেণু ভাস্কর ব্যানার্জী
গুড্ডি
মেরে আপনে
১৯৯৬ ময়ূর বসন্ত

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Veteran actor Sumita Sanyal passes away, Tollywood bids adieu"The Times of India। ১০ জুলাই ২০১৭। সংগ্রহের তারিখ ৮ মে ২০২১ 
  2. Valecha, Rohan (৯ জুলাই ২০১৭)। "Veteran actress Sumita Sanyal passes away at the age of 71 due to post-heart complications"The Times of India। সংগ্রহের তারিখ ১০ জুলাই ২০১৭ 
  3. "Sumita Sanyal Biography"। Yahoo!। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০০৮ 
  4. "SUMITA SANYAL: Film Database - CITWF"। citwf.com। সংগ্রহের তারিখ ২৩ অক্টোবর ২০০৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]