সুজিত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সুজিত রেড্ডি
জন্ম (1990-10-29) ২৯ অক্টোবর ১৯৯০ (বয়স ৩৩)
দাবুরুবাড়ি পল্লি, কোন্ডাকমরলা, ওবুলা দেবারা চেভুড়ু (ও.ডি.সি), অনন্তপুর, অন্ধ্রপ্রদেশ, ভারত
জাতীয়তাভারতীয়
শিক্ষাস্নাতক (অর্থনীতি)[১]
মাতৃশিক্ষায়তনএলআরজি উচ্চ বিদ্যালয় (অনন্তপুর)

গৌতমী বিদ্যা ক্রেস্ট্র (হায়দ্রাবাদ)

এলভি প্রসাদ ফিল্ম অ্যান্ড টিভি একাডেমি (হায়দ্রাবাদ) (ফিল্ম ডিগ্রি)
পেশাচলচ্চিত্র, চিত্রনাট্যকার
কর্মজীবন২০১৪

সুজিত রেড্ডি হচ্ছেন একজন ভারতীয় তেলুগু চলচ্চিত্র পরিচালকচিত্রনাট্যকার। তিনি ২৩ বছর বয়সে প্রণয়ধর্মী নাট্য থ্রিলার রান রাজা রান চলচ্চিত্র পরিচালনার মাধ্যমে তেলুগু চলচ্চিত্র শিল্পে তার অভিষেক ঘটান।[২] তিনি তেলুগু চলচ্চিত্রে প্রবেশের আগে ৩৮টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র পরিচালনা করেন। চলচ্চিত্রে কাজের আগে, সুজিথ চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হবার জন্য পড়াশোনা শুরু করেছিলেন, তবে শেষ পর্যন্ত চলচ্চিত্র নির্মাণের প্রতি তার অনুরাগকে অনুসরণ করেন।[৩]

চলচ্চিত্র[সম্পাদনা]

বছর শিরোনাম ভাষা মুক্তির তারিখ টীকা
২০১৪ রান রাজা রান তেলুগু ১ আগস্ট ২০১৪ পরিচালক হিসাবে অভিষেক চলচ্চিত্র
২০১৯ সাহো তেলুগু
হিন্দি
তামিল
৩০ আগস্ট ২০১৯
২০২০ নেনু ইনতে তেলুগু ৪ ডিসেম্বর ২০২০ কোন আনুষ্ঠানিক সূত্র থেকে নিশ্চিত করা হয়নি

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sujeeth (Director) Height, Weight, Age, Wiki, Biography, Girlfriend, Family"। ১৮ এপ্রিল ২০১৮। ১৮ এপ্রিল ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৯ 
  2. "Age was never a concern to enter filmdom: 'Run Raja Run' director"The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৭-২৯। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 
  3. "At 24, Sujeeth has a hit"ডেকান ক্রনিকল (ইংরেজি ভাষায়)। ২০১৪-০৮-০৫। সংগ্রহের তারিখ ২০১৭-০৫-০৪ 

বহিঃসংযোগ[সম্পাদনা]