সীতাকুণ্ড কনটেইনার ডিপো অগ্নিকাণ্ড
![]() | |
তারিখ | ৪ জুন ২০২২ |
---|---|
সময় | আগুন লাগার সময়: ~রাত ৯:০০ বিএসটি (১৫:০০ ইউটিসি)[১] প্রথম বিস্ফোরণ: ~২৩:৪৫ বিএসটি (১৭:৪৫ ইউটিসি)[১] |
অবস্থান | শীতলপুর, সোনাইছড়ি, সীতাকুণ্ড, চট্টগ্রাম, বাংলাদেশ |
স্থানাঙ্ক | ২২°২৭′২০″ উত্তর ৯১°৪৪′১৪″ পূর্ব / ২২.৪৫৫৫° উত্তর ৯১.৭৩৭৩° পূর্ব |
মৃত | ৪১ |
আহত | ৪০০ |
২০২২ সালের ৪ জুন শনিবার রাতে বাংলাদেশের চট্টগ্রাম জেলার সীতাকুণ্ড উপজেলার একটি কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে। আগুনের ফলে পরবর্তীতে বিস্ফোরণ ঘটে। এই ঘটনায় কমপক্ষে ৪১ জন[২] নিহত এবং ৪৫০ জনেরও বেশি আহত হয়েছেন।
সীতাকুণ্ড উপজেলার কদমরাসুল এলাকায় অবস্থিত একটি বেসরকারি বিএম কনটেইনার ডিপোতে এ ঘটনা ঘটে। বাংলাদেশের দমকল বাহিনীর প্রধান জানিয়েছেন যে, ডিপোতে হাইড্রোজেন পারক্সাইড ছিল এবং তা আগুন নিয়ন্ত্রণে আসতে সমস্যার সৃষ্টি করে। রবিবার দুপুর অনুযায়ী তখনও আগুন জ্বলছিল। বাংলাদেশ সেনাবাহিনীও অগ্নি নির্বাপণ প্রচেষ্টায় যোগ দিয়েছে।[তথ্যসূত্র প্রয়োজন]
ঘটনার পর তদন্তের জন্য দুটি কমিটি গঠিত হয়।[৩]
অগ্নিকাণ্ড[সম্পাদনা]
কারণ[সম্পাদনা]
ডিপোতে আগুন লাগার সময় প্রায় ৫০ হাজার কনটেইনার ছিল। অগ্নিনির্বাপক কর্মীরা আগুনের উৎস এবং কী ধরনের রাসায়নিক পদার্থ আছে, সে সম্পর্কে আগাম কোন তথ্য পাননি। কিন্তু রপ্তানির জন্য হাটহাজারীর ঠাণ্ডাছড়ির আল-রাজী কেমিক্যাল কমপ্লেক্সে উৎপাদন করা হাইড্রোজেন পারক্সাইড কন্টেইনারে করে এনে এই ডিপোতে মজুদ করে রাখা হয়েছিলো। হাইড্রোজেন পারক্সাইড একটি দাহ্য রাসায়নিক পদার্থ যেটিকে উত্তপ্ত করলে বিস্ফোরণ ঘটে। রাত প্রায় ৯টার দিকে কন্টেইনারগুলোয় আগুন লেগে যায় আর কনটেইনারে থাকা হাইড্রোজেন পারক্সাইড উত্তপ্ত হয়ে বিস্ফোরণ ঘটে। এতে শিল্প পুলিশ, অগ্নিনির্বাপক কর্মী ও ডিপোর কর্মীসহ আশেপাশের অনেক মানুষ আহত ও নিহত হন।[৪]
ঘটনাক্রম[সম্পাদনা]
- ৪ জুন রাত ৯টায় ডিপোতে আগুন লাগে।[৫]
- রাত ১১টায় আগুনের কারণে এলাকায় বিস্ফোরণ হয়। বিস্ফোরণে এলাকা কেঁপে উঠে।[৬]
- রাত ৩টায় আগুন ডিপোর ৪০০-এর বেশি কন্টেইনারে ছড়িয়ে পড়ে।[৫]
- সকাল ১০টায় বিস্ফোরণ অব্যাহত ছিলো।[৭]
হতাহত[সম্পাদনা]
এতে ৪৯ জন নিহত এবং ৪ শতাধিক আহত হয়েছে।[৮][৯] এদের মধ্যে অন্তত ৯ জন পুলিশ সদস্য আহত হয়েছে।[১০] বেশ কিছু ফায়ার সার্ভিসের সদস্যও আহত হয়, ৩ জন নিখোঁজ এবং ৯ জন নিহত হয়েছেন।[১১] বেশ কিছু ফায়ার সার্ভিসের সদস্যও আহত হয়, ৩ জন নিখোঁজ এবং ৯ জন নিহত হয়েছে। [১২][৬][১৩] ৮ই জুন সন্ধ্যায় আগুন নেভানোর পর ধ্বংসাবশেষ অপসারণের সময় অজ্ঞাত একটি পোড়া লাশের মাথার খুলি ও হাড় উদ্ধার করে ফায়ার সার্ভিস।[১৪]
অলিউর রহমান নয়ন নামে বিএম কন্টেইনার ডিপোর ২০ বছর বয়সী কর্মী ফেসবুকে লাইভ দেখানোর সময় মারা যান। তিনি শনিবার রাতে অগ্নিকাণ্ডের ঘটনা সম্প্রচার শুরু করেছিলেন কিন্তু বেশিক্ষণ চালিয়ে যেতে পারেননি কারণ সেখানে একটি বিস্ফোরণ ঘটে যা তার ইন্টারনেট সংযোগ বিচ্ছিন্ন করে এবং সম্প্রচার শেষ করে।[১৫]
ক্ষয়ক্ষতি[সম্পাদনা]
প্রতিক্রিয়া[সম্পাদনা]
৫ জুন অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে হতাহতের ঘটনায় বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা শোক প্রকাশ করেন।[১৬] ৭ জুন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেন।[১৭] ডিপোতে আগুন ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।[১৮]
আরও দেখুন[সম্পাদনা]
- সীতাকুণ্ড অক্সিজেন প্ল্যান্ট বিস্ফোরণ
- নিমতলি অগ্নিকাণ্ড
- তাজরীন ফ্যাশন অগ্নিকাণ্ড
- এফআর টাওয়ার অগ্নিকাণ্ড
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ "বিস্ফোরণের শব্দ শোনা গেছে ৪ কিলোমিটার দূরেও"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২।
- ↑ প্রতিবেদক, নিজস্ব। "সীতাকুণ্ডে বিস্ফোরণ: আগেরটা ভুল ছিল, নিহতের সংখ্যা এখন ৪১: প্রশাসন"। Prothomalo। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৬।
- ↑ "সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোর ঘটনা তদন্তে কমিটি"। banglanews24.com। ৫ জুন ২০২২।
- ↑ "সীতাকুণ্ডের ডিপোতে বিপুল দাহ্য রাসায়নিক"। প্রথম আলো। ঢাকা, বাংলাদেশ। ৫ জুন ২০২২। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২।
- ↑ ক খ "সীতাকুণ্ড বিস্ফোরণ, এখনো ৪ শতাধিক কনটেইনারে জ্বলছে আগুন"। The Daily Star। ৫ জুন ২০২২।
- ↑ ক খ "বিস্ফোরণের শব্দে ভয়ে কেঁদে ওঠে আশপাশের বাড়ির শিশুরা"। Prothom Alo। ৫ জুন ২০২২।
- ↑ "সীতাকুণ্ডের কন্টেইনার ডিপোতে বিপুল কেমিক্যাল থেমে থেমে বিস্ফোরণ"। Daily Inqilab। ৫ জুন ২০২২।
- ↑ "সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে আগুন, বিস্ফোরণে নিহত ৪৯"। ডয়েচে ভেলে। ঢাকা, বাংলাদেশ। 05.06.2022। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২২। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য) - ↑ "সীতাকুণ্ডে বিস্ফোরণে নিহতের সংখ্যা বেড়ে ৪৯, আগুন এখনও জ্বলছে"। প্রথম আলো। ঢাকা,বাংলাদেশ। ৫ জুন ২০২২। সংগ্রহের তারিখ ৫ জুন ২০২২।
- ↑ "সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ, পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন"। Prothom Alo। ৫ জুন ২০২২।
- ↑ "সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে বিস্ফোরণ, পুলিশ সদস্যের পা বিচ্ছিন্ন"। Prothom Alo। ৫ জুন ২০২২।
- ↑ "সীতাকুণ্ড অগ্নিকাণ্ড : মৃত্যু বেড়ে ৪৯"। Naya Diganta। ৫ জুন ২০২২।
- ↑ Firoz, Gazi (৫ জুন ২০২২)। "মালিকপক্ষ আসেনি, কী কেমিক্যাল জানতে পারছে না উদ্ধারকারীরা"। Prothom Alo।
- ↑ "বিএম ডিপোর ধ্বংসস্তূপে পাওয়া গেল মাথার খুলি, হাড়"। ডেইলি স্টার। ঢাকা, বাংলাদেশ। জুন ৮, ২০২২। সংগ্রহের তারিখ ১০জুন, ২০২২। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|সংগ্রহের-তারিখ=
(সাহায্য) - ↑ "Worker who died during Facebook live at Sitakunda depot"। www.dhakatribune.com (ইংরেজি ভাষায়)। ২০২২-০৬-০৫। সংগ্রহের তারিখ ২০২২-০৬-০৬।
- ↑ "সীতাকুণ্ডে হতাহতের ঘটনায় প্রধানমন্ত্রীর শোক"। সমকাল। ৫ জুন ২০২২।
- ↑ "সীতাকুণ্ডে অগ্নিকাণ্ড: নরেন্দ্র মোদির শোক"। বাংলা ট্রিবিউন। ৭ জুন ২০২২। ৮ জুন ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৮ জুন ২০২২।
- ↑ "সীতাকুণ্ডে কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড : ৮ জনের বিরুদ্ধে মামলা"। দৈনিক নয়াদিগন্ত। ঢাকা, বাংলাদেশ। ০৮ জুন ২০২২। সংগ্রহের তারিখ ১০ জুন ২০২২। এখানে তারিখের মান পরীক্ষা করুন:
|তারিখ=
(সাহায্য)