সিরিয়ায় ধর্মের স্বাধীনতা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

সিরিয়া আরব প্রজাতন্ত্রের সংবিধান ধর্মীয় স্বাধীনতার নিশ্চয়তা দেয়। সিরিয়ায় দুটি সংবিধান রয়েছে: একটি ১৯৭৩ সালে পাস হয়েছিল এবং অপরটি ২০১২ সালে সিরিয়ার সাংবিধানিক গণভোটের মাধ্যমে সংকলিত। তবে, ভোট কারচুপির অভিযোগে বিরোধী দল এই গণভোট প্রত্যাখ্যান করেছে।[১]

সিরিয়ার সুন্নিদের প্রতি তার সাম্প্রদায়িক নীতি, যিহোবার সাক্ষীদের মতো ধর্মীয় গোষ্ঠীর উপর নিষেধাজ্ঞা, প্রোটেস্ট্যান্ট গীর্জাকে দমন করা এবং রাষ্ট্রীয় প্রচার মাধ্যমে ইহুদি-বিরোধী দলগুলিকে স্বাভাবিক করার জন্য সিরিয়া আন্তর্জাতিকভাবে নিন্দার মুখে পড়েছে।[২] [৩] [৪]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Phil Sands (২৮ ফেব্রুয়ারি ২০১২)। "Referendum was 'rigged', Syria opposition groups claim"। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৬ 
  2. "Syria"U.S. Department of State। ৮ অক্টোবর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৪ মে ২০১৬ 
  3. "Protestant Christianity in Syria"Harvard.edu। ২১ অক্টোবর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "Don't try too hard: Protestant Christians are under rare fire"The Economist। ১৮ নভেম্বর ২০২০। ২০ নভেম্বর ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা।