সিরাজ উদ্দিন মিয়া
সিরাজ উদ্দিন মিয়া | |
---|---|
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব প্রধান উপদেষ্টার কার্যালয় | |
দায়িত্বাধীন | |
অধিকৃত কার্যালয় ৩ অক্টোবর ২০২৪ | |
প্রধান উপদেষ্টা | মুহাম্মদ ইউনূস |
পূর্বসূরী | তোফাজ্জল হোসেন মিয়া |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | ১৯৫৫ (বয়স ৬৮–৬৯) পলাশ উপজেলা, নরসিংদী জেলা, বাংলাদেশ |
জাতীয়তা | বাংলাদেশী |
প্রাক্তন শিক্ষার্থী | চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ওয়েলস বিশ্ববিদ্যালয়, যুক্তরাজ্য |
পেশা | মুখ্য সচিব, সরকারি কর্মকর্তা |
ডাকনাম | সিরাজ উদ্দিন সাথী |
সিরাজ উদ্দিন মিয়া (জন্ম: ১৯৫৫), যিনি সিরাজ উদ্দিন সাথী নামে সমধিক পরিচিত, একজন বাংলাদেশী লেখক ও বাংলাদেশ সিভিল সার্ভিসের অবসরপ্রাপ্ত কর্মকর্তা। বর্তমানে তিনি বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে দায়িত্ব পালন করছেন।[১]
প্রাথমিক জীবন ও শিক্ষা
[সম্পাদনা]সিরাজ ১৯৫৫ সালে নরসিংদী জেলার পলাশ উপজেলায় জন্মগ্রহণ করেন। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে তিনি অর্থনীতিতে বিএ (অনার্স) ও এমএ এবং এলএলবি ডিগ্রি লাভ করেন। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক ও শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী অর্থনীতিবিদ মুহাম্মদ ইউনূসের সরাসরি ছাত্র ছিলেন। পরবর্তীকালে তিনি যুক্তরাজ্যের ওয়েলস বিশ্ববিদ্যালয় থেকে এমএসসি ডিগ্রি অর্জন করেন।[২][৩][৪]
কর্মজীবন
[সম্পাদনা]সিরাজ উদ্দিন মিয়া ১৯৮২ ব্যাচের বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তিনি ২০০৯ সালে যুগ্ম সচিব থাকাকালীন ওএসডি হন এবং ২০১৬ সালে অবসরে যান। অবসরের ৮ বছর পর ২০২৪ সালের অক্টোবর মাসে তিনি মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হিসেবে নিয়োগ লাভ করেন।[৫][৬]
প্রকাশিত গ্রন্থ
[সম্পাদনা]তিনি আমলাতন্ত্র, মুক্তিযুদ্ধ, সমাজ বিবর্তন, ধর্ম চিন্তা, অর্থনীতি প্রভৃতি বিষয়ে ৩০টির বেশি বই রচনা করেছেন।[১] তার লেখা সংবলিত প্রথম প্রকাশিত গ্রন্থ বেলতৈল গ্রামের জরিমন ও অন্যান্য বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূস সম্পাদনা করেছিলেন। বইটি ১৯৮১ সালে গ্রামীণ ব্যাংক কর্তৃক প্রকাশিত হয়। তার রচিত অন্যান্য বইয়ের মধ্যে রয়েছে:[৩][৭]
- মুক্তিযুদ্ধে নরসিংদী: কিছু স্মৃতি কিছু কথা (২০০৯)
- পবিত্র মক্কা নগরীর ইতিকথা (২০১১)
- মানুষের পৃথিবী: আদিম মানুষের কথা (২০১১)
- দ্য হোলি সিটি মক্কা (২০১২)
- দাস প্রথা (২০১৩)
- দাস বিদ্রোহের কথা (২০১৩)
- বাংলার সাহসী মানুষের কথা (২০১৩)
- কোরআনের কথা ও কাহিনী (২০১৪)
- সক্রেটিস (২০১৫)
- শীতলক্ষ্যার লাশ (২০১৫)
- ইউরোপ ও আমেরিকায় (২০১৫)
- পেশোয়ার থেকে কন্যাকুমারী (২০১৫)
- গ্রামীণ ব্যাংক: দ্য স্ট্রাগল অব ড. মুহাম্মদ ইউনূস (২০১৬)
- বাংলাদেশের আমলাতন্ত্র: রাজনীতিকীকরণ ও দলীয়করণের আবর্তে (২০১৭)
- আমলাতন্ত্রের অন্দর মহলে বত্রিশ বছর (২০১৮)
- রোহিঙ্গাদের বিষাদ-সিন্ধু (২০১৯)
- ভাই গিরিশচন্দ্র সেন (২০২০)
- বাংলাদেশের অর্থনীতির কালো জগৎ (২০২০)
- কিশোর বিদ্রোহ ২০১৮: উই ওয়ান্ট জাস্টিস (২০২০)
- করোনাকালের দিবা-রাত্রি (২০২১)
- দ্য গ্র্যান্ড ডিজাইন (২০২১, অনুবাদ)
- বাংলাদেশে মিলিটারি ক্যু (২০২১, অনুবাদ)
- পলাশ শিমুলের জীবন আমার (২০২২)
- আমলাপুরাণ (২০২৪)
- পবিত্র নগরীর লড়াই: রক্তে ভেজা জেরুজালেম (২০২৪)
- ফ্যাসিবাদ: অতীত ও বর্তমান ভারত বাংলাদেশ প্রেক্ষাপট (২০২৪)
- বাংলাদেশে বামপন্থি রাজনীতি: মওলানা ভাসানী ও বেহাত বিপ্লব (২০২৪)
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "প্রধান উপদেষ্টার মুখ্য সচিব কে এই সিরাজ উদ্দিন মিয়া?"। যুগান্তর। ৩ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "প্রধান উপদেষ্টার মুখ্য সচিব হলেন সিরাজ উদ্দিন মিয়া"। ভোরের কাগজ। ২ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ ক খ "সিরাজ উদ্দিন সাথী এর বই সমূহ"। বইফেরী। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "ড. ইউনূসের মুখ্য সচিব কে এই সিরাজ মিয়া"। আরটিভি নিউজ। ৩ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "ড. ইউনূসের মুখ্য সচিব কে এই সিরাজ মিয়া"। ইত্তেফাক। ৩ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "৮ বছর আগে অবসরে যাওয়া সিরাজ উদ্দিন মিয়া নতুন মুখ্য সচিব"। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম। ২ অক্টোবর ২০২৪। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।
- ↑ "সিরাজ উদ্দিন সাথী এর বই সমূহ"। রকমারি। সংগ্রহের তারিখ ৪ অক্টোবর ২০২৪।