সিদ্ধিরগঞ্জ থানা
সিদ্ধিরগঞ্জ | |
---|---|
থানা | |
বাংলাদেশে সিদ্ধিরগঞ্জ থানার অবস্থান | |
স্থানাঙ্ক: ২৩°৪১′ উত্তর ৯০°৩১′ পূর্ব / ২৩.৬৮৩° উত্তর ৯০.৫১৭° পূর্ব | |
দেশ | বাংলাদেশ |
বিভাগ | ঢাকা বিভাগ |
জেলা | নারায়ণগঞ্জ জেলা |
সরকার | |
• মহানাগরিক | সেলিনা হায়াত আইভি |
আয়তন | |
• মোট | ২২.৭১ বর্গকিমি (৮.৭৭ বর্গমাইল) |
জনসংখ্যা | |
• মোট | ২,৫৬,৭৬০ |
• জনঘনত্ব | ১১,০০০/বর্গকিমি (২৯,০০০/বর্গমাইল) |
সময় অঞ্চল | বিএসটি (ইউটিসি+৬) |
পোস্ট কোড | ১৪৩০ |
ওয়েবসাইট | দাপ্তরিক ওয়েবসাইট ![]() |
সিদ্ধিরগঞ্জ বাংলাদেশের নারায়ণগঞ্জ জেলার অন্তর্গত একটি থানা। সিদ্ধিরগঞ্জ বাংলাদেশের অন্যতম এক ঐতিহাসিক শিল্পনগরী মুঘল আমলেরও পূর্বে সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ সদর , কদমরসুল বাণিজ্যিক অঞ্চল এবং আন্তর্জাতিক নদীবন্দর ছিল নরসিংদীর টোকবর্গী থেকে মুন্সীগঞ্জের মোহনা পর্যন্ত দীর্ঘ ৬৫ মাইল শীতলক্ষ্যা নদী নারায়ণগঞ্জের ওপর দিয়ে প্রবাহিত।
ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এ অঞ্চলকে আধুনিক শিল্প বাণিজ্যিক নগরী হিসেবে গড়ে তোলার উদ্দেশ্যে ১৮৭৬ সালের ৮ সেপ্টেম্বর লক্ষ্যা নদীর পূর্ব পাড় কদমরসুল, বন্দর ও মদনগঞ্জ এবং পশ্চিম পাড়ের মোট ৪.৫ বর্গমাইল এলাকা নিয়ে নারায়ণগঞ্জ পৌরসভা ঘোষণা দেয়া হয়। প্রথম পৌর চেয়ারম্যান নির্বাচিত হন মি. এইচটি ইউলসন।[১]
অবস্থান
[সম্পাদনা]রাজধানী ঢাকা থেকে ১৬ কিলোমিটার পূর্বে নারায়ণগঞ্জ মহানগরীর একটি থানা সিদ্ধিরগঞ্জ।
প্রশাসনিক এলাকা
[সম্পাদনা]নারায়ণগঞ্জ-৪ আসন মোট দশটি ওয়ার্ড নিয়ে গঠিত সিদ্ধিরগঞ্জ থানা, যা শীতলক্ষ্যা নদীর তীরে অবস্থিত।
ওয়ার্ড নং | এলাকা | সীমানা | আয়তন | জনসংখ্যা |
---|---|---|---|---|
০১ | পাইনাদী (পূর্ব), মিজমিজি বাতান পাড়া | উত্তরে- ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, দক্ষিণে-তিতাস গ্যাস লাইন, পূর্বে- নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক, পশ্চিমে- ধনুহাজী রোড | ৩.৭০ বর্গ কিলোমিটার | ৩৬,৫৯২ জন |
০২ | পাইনাদী (পশ্চিম), মিজমিজি (দক্ষিণ পাড়া), মিজমিজি (পশ্চিম পাড়া), মিজমিজি (সাহেব পাড়া) | উত্তরে- ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, দক্ষিণে-পানি উন্নয়ন বোর্ডের ক্যানাল পাড়/উত্তর কদমতলি, পূর্বে- ধনুহাজী রোডের পশ্চিম পাড়, পশ্চিমে- ফতুল্লাহ্ থানার ভূইগড় মৌজা | ৩.৫০ বর্গ কিলোমিটার | ২৫,৫৮৫ জন |
০৩ | নিমাই কাশারি, নয়া আটি, বাগমারা, সানার পাড় | উত্তরে- ঢাকা জেলার ডগাইর ও জোকা মৌজা, দক্ষিণে-ঢাকা চট্টগ্রাম মহাসড়ক, পূর্বে- নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক, পশ্চিমে- ঢাকা জেলার ডগাইর মৌজা | ২.১০ বর্গ কিলোমিটার | ৩৫,৯৪৭ জন |
০৪ | শিমরাইল, আটি, উত্তর আজিবপুর | উত্তরে- ঢাকা জেলারজোকা মৌজা, দক্ষিণে-আজিবপুর রোড (শীতলক্ষ্যা নদী পর্যন্ত), পূর্বে- শীতলক্ষ্যা নদী, পশ্চিমে- নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক | ৩.৬৫ বর্গ কিলোমিটার | ২৩,৩৮৫ জন |
০৫ | দক্ষিণ আজিবপুর, সিদ্ধিরগঞ্জ পূর্ব কলাবাগ, সিদ্ধিরগঞ্জ পশ্চিম কলাবাগ, সিদ্ধিরগঞ্জ পাওয়ার স্টেশন, সিদ্ধিরগঞ্জ সাইলো | উত্তরে-সিদ্ধিরগঞ্জ রেল লাইনের দক্ষিণাংশ শীতলক্ষ্যা নদী পর্যন্ত
দক্ষিণে-আদমজী ইপিজেড পূর্বে-শীতলক্ষ্যা নদী পশ্চিমে-নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক |
২.০৯ বর্গ কিলোমিটার | ১৮,৪২১ জন |
০৬ | শুমিলপাড়া (আদমজী ই পি জেড সহ), বাগপাড়া, মন্ডলপাড়া | উত্তরে-সিদ্ধিরগঞ্জ বিদ্যুৎ কেন্দ্র
দক্ষিনে-বাড়ৈ পাড়া পূর্বে-শীতলক্ষ্যা নদী পশ্চিমে-নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক |
৩.১৭ বর্গ কিলোমিটার | ২৫,১০০ জন |
০৭ | কদমতলি উত্তরপাড়া, কদমতলি দক্ষিণ পাড়া, নয়া পাড়া | উত্তরে-তিতাস গ্যাস লাইন
দক্ষিনে-নয়াপাড়া সড়ক পর্যন্ত পূর্বে-নারায়ণগঞ্জ-ডেমরা সড়ক পশ্চিমে-জালকুড়ি মৌজা |
২.৬২ বর্গ কিলোমিটার | ২১,৮৮৮ জন |
০৮ | ভূঁইয়াপাড়া, আরাম্বাগ, টাকখানা, বাড়ইপাড়া, এনায়েতনগর, ধনকুন্ডা | উত্তরে-বাঘপাড়া, ধনকুন্ডা সম্পূর্ণ মৌজা এবং নয়াপাড়া সড়ক
পর্যন্ত দক্ষিনে-পাঠানতলী, নতুন আইলপাড়া, নারায়ণগঞ্জ টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ সংলগ্ন রাস্তার উত্তর পার্শ্ব পর্যন্ত পূর্বে-২ নং ঢাকেশ্বরী কটন মিলস, আরামবাগ, রসুলবাগ , বাঘপাড়া, মীরপাড়া, চিত্তরঞ্জন কটন মিলস, আজিম মার্কেট কো-অপারেটিভ ও পাঠানতলী পশ্চিমে-জালকুড়ি মধ্যপাড়া এবং ফতুল্লা ও কুতুবপুর উনিয়নের পূর্ব পার্শ্ব |
৩.৪৩ বর্গ কিলোমিটার | ১০,৫৬৮ জন |
০৯ | জালকুড়ি পশ্চিম পাড়া, জালকুড়ি মধ্য পাড়া, জালকুড়ি উত্তর পাড়া |
উত্তরে-সিদ্ধিরগঞ্জ মৌজা দক্ষিনে-ফতুল্লা থানাধীন কুতুবপুর ও হাজীগঞ্জ মৌজা পূর্বে-কদমতলী দক্ষিণ, নয়াপাড়া, ধনকুন্ডা, তালতলা, এনায়েতনগর পশ্চিমে-ফতুল্লা থানাধীন কুতুবপুর উনিয়নের পূর্ব পার্শ্ব |
৬.১০ বর্গ কিলোমিটার | ২৭,১৩৮ জন |
জনসংখ্যার উপাত্ত
[সম্পাদনা]শিক্ষা
[সম্পাদনা]সিদ্ধিরগঞ্জ থানায় রয়েছে ৩টি বেসরকারি ও ১টি সরকারি কলেজ, ১২টি সরকারি উচ্চ বিদ্যালয়, ৭টি সরকারি প্রাথমিক বিদ্যালয়, ৮টি সরকারি মাদ্রাসা, ২টি ভোকেশনাল ট্রেনিং ইন্সটিটিউট, ১টি সার্ভে ইন্সটিউট।
অর্থনীতি
[সম্পাদনা]পৃথিবীর বৃহত্তর জুট মিল আদমজী জুট মিল(বর্তমানে বন্ধ) ছিল এই থানার অন্তর্ভুক্ত। আদমজী পাটকল বন্ধ হয়ে যাওয়ার পর বর্তমানে এটা বাংলাদেশর অন্যতম রপ্তানিকারক বাণিজ্য এলাকায় (AEPZ) পরিণত হয়।
বিবিধ
[সম্পাদনা]৩ নং ওয়ার্ড এর ভূমি অফিসের ঠিকানা নাম জারী করার জন্য ৯নং ওয়ার্ডের (জালকুড়ি) দশপাইপ এলাকায় তৈরী হচ্ছে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কঠিন বর্জ্য সংগ্রহ ও অপসারণ ব্যবস্থাপনা প্রকল্প।
আরও দেখুন
[সম্পাদনা]তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "সিদ্ধিরগঞ্জ, নারায়ণগঞ্জ বাংলাদেশের অন্যতম এক ঐতিহাসিক শিল্পনগরী"। Siddhirganjh.com। ১২ জানুয়ারি ২০১৮ তারিখে মূল থেকে আর্কাইভ করা।
বহিঃসংযোগ
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |