সিজিএফ-ভুক্ত দেশের কোডের তালিকা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

কমনওয়েলথ গেমস ফেডারেশন ( সিজিএফ) কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ক্রীড়াবিদদের প্রতিটি গ্রুপকে উল্লেখ করতে তিন-অক্ষরের সংক্ষিপ্ত দেশ কোড ব্যবহার করে। প্রতিটি কোড নির্দিষ্ট কমনওয়েলথ গেমস অ্যাসোসিয়েশনকে চিহ্নিত করে।

বেশ কিছু সিজিএফ কোড স্ট্যান্ডার্ড আইএসও ৩১৬৬-১ আলফা-৩ কোড হতে ভিন্ন হয়ে থাকে। অন্যান্য ক্রীড়া সংস্থা, যেমন আন্তর্জাতিক অলিম্পিক কমিটি বা ফিফা, তাদের নিজ নিজ দলকে উল্লেখ করার জন্য অনুরূপ দেশের কোড ব্যবহার করে।

বর্তমান সিজিএ[সম্পাদনা]

কমনওয়েলথ গেমসে অংশগ্রহণকারী ১২০টি বর্তমান সিজিএ রয়েছে। নিম্নলিখিত সারণীগুলিতপ প্রতিটি এজিএ-এর জন্য বর্তমানে ব্যবহৃত কোড ও অতীতের গেমগুলিতে ব্যবহৃত বিভিন্ন কোডগুলি দেখানো হলো৷ অতীতের কিছু কোড ব্যবহার নিম্নলিখিত অংশে বিস্তারিত ব্যাখ্যা করা হয়েছে।

বিষয়বস্তু: বি সি ডি এফ জি এইচ আই জে কে এল এম এন পি আর এস টি ইউ ভি জেড

[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
এআইএ  এ্যাঙ্গুইলা এএনজি (১৯৯৮-২০১০)
এএনটি  অ্যান্টিগুয়া ও বার্বুডা
এইউএস  অস্ট্রেলিয়া

বি[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
বিএএইচ  বাহামা দ্বীপপুঞ্জ
বিএএন  বাংলাদেশ
বিএআর  বার্বাডোস
বিইআর  বারমুডা
বিআইজেড  বেলিজ এইচবিআর (১৯৬২-১৯৬৬)
বিওটি  বতসোয়ানা
বিআরইউ  ব্রুনাই

সি[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
সিএএন  কানাডা
সিএওয়াই  কেইম্যান দ্বীপপুঞ্জ
সিএমআর  ক্যামেরুন
সিওকে  কুক দ্বীপপুঞ্জ
সিওয়াইপি  সাইপ্রাস

ডি[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
ডিএমএ  ডোমিনিকা

[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
ইএনজি  ইংল্যান্ড জিবি

এফ[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
এফএলকে  ফকল্যান্ড দ্বীপপুঞ্জ এফএআই (১৯৮২-২০১০)
এফআইজে  ফিজি1

জি[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
জিএএম  গাম্বিয়া
জিজিওয়াই  গার্নসি জিইউই (১৯৭০-২০১০)
জিএইচএ  ঘানা জিসিও (১৯৫৪)
জিআইবি  জিব্রাল্টার
জিআরএন  গ্রেনাডা
জিইউওয়াই  গায়ানা বিজিইউ (১৯৩০-১৯৬২)

আই[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
আইএনডি  ভারত
আইওএম  আইল অব ম্যান
আইভিবি  ব্রিটিশ ভার্জিন দ্বীপপুঞ্জ

জে[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
জেএএম  জ্যামাইকা
জেইওয়াই  জার্সি জেইআর (১৯৫৮-২০১০)

কে[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
কেইএন  কেনিয়া
কেআইআর  কিরিবাস কেআরআই (২০০২)

এল[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
এলসিএ  সেন্ট লুসিয়া
এলইএস  লেসোথো

এম[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
এমএএস  মালয়েশিয়া এমএএল (১৯৫০-১৯৬২)
এমএডাব্লু  মালাউই
এমডিভি  মালদ্বীপ
এমএলটি  মাল্টা
এমওজেড  মোজাম্বিক
এমআরআই  মরিশাস
এমএসআর  মন্টসেরাট এমএনটি (১৯৯৪-২০১০)

এন[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
এনএএম  নামিবিয়া
এনএফকে  নরফোক দ্বীপ এনএফআই (১৯৮৬-২০১০)
এনজিআর  নাইজেরিয়া
এনআইআর  উত্তর আয়ারল্যান্ড
এনআইইউ  নিউই
এনআরইউ  নাউরু
এনজেডএল  নিউজিল্যান্ড

পি[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
পিএকে  পাকিস্তান
পিএনজি  পাপুয়া নিউগিনি

আর[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
আরএসএ  দক্ষিণ আফ্রিকা এসএএফ (১৯৩০—১৯৫৮)
আরডব্লিউএ  রুয়ান্ডা

এস[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
এসএএম  সামোয়া
এসসিও  স্কটল্যান্ড
এসইওয়াই  সেশেলস
এসএইচএন  সেন্ট হেলেনা এসএইচই (২০০২)
এসজিপি  সিঙ্গাপুর এসআইএন
এসকেএন  সেন্ট কিট্‌স ও নেভিস এসসিএন (১৯৭৮)
এসএলই  সিয়েরা লিওন
এসওএল  সলোমন দ্বীপপুঞ্জ
এসআরআই  শ্রীলঙ্কা সিইওয়াই (১৯৩৪—১৯৭০)
এসভিজি  সেন্ট ভিনসেন্ট ও গ্রেনাডাইন
এসডাব্লুজেড  সোয়াজিল্যান্ড (now Eswatini)

টি[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
টিএএন  তানজানিয়া
টিসিএ  টার্কস ও কেইকোস দ্বীপপুঞ্জ টিসিআই (১৯৭৮—২০১০)
টিজিএ  টোঙ্গা টিওএন (১৯৭৪—২০১০)
টিটিও  ত্রিনিদাদ ও টোবাগো টিআরআই (১৯৩৪—২০১০)
টিইউভি  টুভালু

ইউ[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
ইউজিএ  উগান্ডা

ভি[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
ভিএএন  ভানুয়াতু

ডব্লিউ[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
ডাব্লিউএএল  ওয়েল্‌স্‌

জেড[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) ব্যবহৃত অন্যান্য কোড
জেডএএম  জাম্বিয়া এবআরএইচ (১৯৫৪)

ঐতিহাসিক সিজিএ ও দলসমূহ[সম্পাদনা]

এখনও ব্যবহার করা হয় এমন কোড[সম্পাদনা]

কোড দেশ/দল ব্যবহৃত অন্যান্য কোড
এফএসএ  দক্ষিণ আরবের ফেডারেশন2
এইচকেজি  হংকং3
আইএফএস  আইরিশ মুক্ত রাজ্য4
আইআরই  আয়ারল্যান্ড
জেডআইএম  জিম্বাবুয়ে5 এসআরএইচ (১৯৩৪—১৯৫৮) এবং জেডআইএম (১৯৮২—২০০২)

অপ্রচলিত কোড[সম্পাদনা]

কোড দেশ (সিজিএ) সাল মন্তব্য
এডিএন  এডেন ১৯৬২ গঠনের আগে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছেন দক্ষিণ আরবের ফেডারেশন (FSA)
বিজিইউ  ব্রিটিশ গায়ানা ১৯৩০—১৯৬২ বর্তমানে  গায়ানা (GUY)
সিইওয়াই  সিলন ১৯৩৮—১৯৭৯ বর্তমানে

 শ্রীলঙ্কা (SRI)

এফআরএন  রোডেশিয়া ও নায়াসাল্যান্ড ১৯৬২ বর্তমানে মালাউই (MAW), জাম্বিয়া (ZAM) এবং জিম্বাবুয়ে (ZIM)
জিসিও  সোনালী উপকূল ১৯৫৪ এখন ঘানা (GHA)
এইচবিআর  ব্রিটিশ হন্ডুরাস ১৯৬২—১৯৬৬ এখন বেলিজ (BIZ)
এমএএল  মালায়া ১৯৫০—১৯৬২ ১৯৬২ সালে মালয়েশিয়া গঠনের আগে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।



বর্তমানে মালয়েশিয়া (MAS)
বিএনবি  ব্রিটিশ উত্তর বোর্নিও ১৯৫৮—১৯৬২
এসএআর  সারাওয়াক ১৯৫৮—১৯৬২
এনইডাব্লউ  নিউফাউন্ডল্যান্ড ১৯৩০—১৯৩৪ একটি প্রদেশ হওয়ার আগে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল কানাডা (CAN)
এনআরএইচ  উত্তরাঞ্চলীয় রোডেশিয়া ১৯৫৪ এখন জাম্বিয়া (ZAM)
এসএএফ  দক্ষিণ আফ্রিকা ১৯৩০–১৯৫৮ বর্তমানে দক্ষিণ আফ্রিকা (RSA)
এসসিএন  সেন্ট ক্রিস্টোফার–নেভিস–এ্যাঙ্গুইলা ১৯৭৮ বর্তমানে সেন্ট কিট্‌স ও নেভিস (SKN) এবং এ্যাঙ্গুইলা (AIA)
এসআরএইচ  দক্ষিণ রোডেশিয়া ১৯৩৪–১৯৫৮ বর্তমানে জিম্বাবুয়ে (ZIM)
টিএজি  ট্যাঙ্গানিকা ১৯৬২ ১৯৬৪ সালে তানজানিয়া গঠনের আগে স্বাধীনভাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিল।



বর্তমানে তানজানিয়া (TAN)

পাদটীকা[সম্পাদনা]

^1 Suspended from the Commonwealth on 8 December 2006 over the 2006 Fijian coup d'état.[১][২] Reinstated March 2014.[৩]
^2 Left the Commonwealth on 30 November 1967 when it formed part of South Yemen.
^3 Left the Commonwealth on 1 July 1997 when China resumed sovereignty.
^4 Withdrew from the Commonwealth on 18 April 1949 with passing the Republic of Ireland Act.[৪]
^5 Suspended from the Commonwealth on 19 March 2002.[৫] Withdrew voluntarily on 7 December 2003.[৬]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Ingram, Derek; Soal, Judith (ফেব্রুয়ারি ২০০৭)। "Commonwealth Update"। The Round Table96 (388): 2–28। ডিওআই:10.1080/00358530701189734 
  2. "Fiji suspended from the Commonwealth"। thecommonwealth.org। ১ সেপ্টেম্বর ২০০৯। ২৯ এপ্রিল ২০১১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১১ এপ্রিল ২০১১ 
  3. "Fiji reinstated to the Commonwealth" 
  4. "History of the Commonwealth"Commonwealth of Nations। সংগ্রহের তারিখ ১৫ ফেব্রুয়ারি ২০০৮ 
  5. Ingram, Derek (এপ্রিল ২০০২)। "Commonwealth Update"। The Round Table91 (364): 131–59। ডিওআই:10.1080/00358530220144148 
  6. "Editorial: CHOGM 2003, Abuja, Nigeria"। The Round Table93 (373): 3–6। জানুয়ারি ২০০৪। ডিওআই:10.1080/0035853042000188139