বিষয়বস্তুতে চলুন

সা’দ ইবনে খাইসামা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সা’দ ইবনে খাইসামা
(আরবি): সা’দ
জন্ম
সা’দ ইবনে খাইসামা

মৃত্যুদ্বিতীয় হিজরী
বদর প্রান্তর
অন্যান্য নামআবু আব্দুল্লাহ, আবু খাইসামা
সন্তানআব্দুল্লাহ ইবনে সা’দ
পিতা-মাতাপিতা-খাইসাম ইবনে হারেস
মাতা- হিন্দ বিনতে আউস

সা’দ ইবনে খাইসামা (আরবী:سعد بن خیثمة) । দ্বিতীয় আকাবায় অংশগ্রহণকারী এবং বদরের যুদ্ধের শহীদদের মধ্যে অন্যতম। হিজরতের সময় মুহাজিরদের যেসব আনসার সাহাবী মেহমানদারী করেছিলেন সা’দ ইবনে খাইসামা তাদের অন্যতম।

নাম ও বংশ

[সম্পাদনা]

বংশধারা- সা’দ ইবনে খাইসামা ইবনে হারেস ইবনে মালিক ইবনে সাআব ইবনুন নুহাত ইবনে কা’ব ইবনে হারেসা ইবনে গানাম ইবনে সালাম ইবনে ইমরাউল কায়েস ইবনে মালিক ইবনে আউস আল-আনসারী। উপনাম-আবু খাইসাম বা আবু আবদুল্লাহ। তার পিতা খাইসামা সাহাবী ছিলেন। তিনি উহুদ যুদ্ধে শহীদ হয়ে ছিলেন। তাকে আমর বিন আউফের আমির হিসাবে প্রেরণ করা হয়েছিল। []

কোবায় মেযবান

[সম্পাদনা]

নবী করীম যখন মদীনা এসেছিলেন তখন তিনি আমর ইবনে আওফ গোত্রের বাসিন্দা হন এবং প্রথমে কুলসুম ইবনুল হাদামের বাড়িতে অবস্থান করেন। ঐ সময়ে তিনি সা’দের বাড়ীতে আসেন এবং মুহাজিরআনসারদের সাথে সাক্ষাত করেন। এই জন্য সা’দ ইবনে খাইসামার বাড়ী মনজিল আল-আযাব নামে পরিচিত ছিল। মক্কা থেকে আগত মুহাজির প্রথম এই বাড়ীতেই অবস্থান করতেন।[]

বদরের যুদ্ধে অংশগ্রহন

[সম্পাদনা]

দ্বিতীয় হিজরীতে যখন বদর যুদ্ধের সময় চলে আসে তখন তার বাবা সিদ্ধান্ত নিলেন একজন ঘরে থাকবেন আরেকজন যুদ্ধে অংশগ্রহণ করবেন। কে যুদ্ধে যাবে এ নিয়ে তাদের মধ্যে মতপার্থক্য দেখা দিল। মতপার্থক্য দূর করার জন্য লটারী করল, লটারীতে ছেলের নাম আসল। পিতা বললেন, আমাকে তোমার অধিকারটি দিয়ে দাও। কিন্তু সা’দ বলেছিলেন যে জান্নাত ব্যতীত অন্য কিছু থাকলে আমি আমার অধিকার দিয়ে দিতাম। সুতরাং সা’দ বদরে যুদ্ধে অংশগ্রহণ করেন। [][]

মৃত্যু

[সম্পাদনা]

তিনি দ্বিতীয় হিজরী বদর যুদ্ধে শাহাদাত বরণ করেছেন। তাকে তুআইমা ইবনে আদী বা আমর ইবনে আবদুদ শহীদ করেছে।

তথ্যসূত্র

[সম্পাদনা]
  1. "إسلام ويب - سير أعلام النبلاء - الصحابة رضوان الله عليهم - سعد بن خيثمة- الجزء رقم1"islamweb.net (আরবি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২০-০৪-১৭ 
  2. "سعد بن خيثمة"ويكيبيديا (আরবি ভাষায়)। ২০১৯-০৯-০৫। 
  3. طبقات ابن سعد، جلد 2 صفحہ379- ناشر : دار الاشاعت اردو بازار کراچی پاکستان
  4. اسد الغابہ جلد 1 صفحہ 887 حصہ چہارم،مؤلف: ابو الحسن عز الدين ابن الاثير ،ناشر: المیزان ناشران و تاجران کتب لاہور