সাহায্য:তথ্যসূত্রের সাথে পরিচয় (উইকি মার্কআপ)/২

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে


যাচাইযোগ্যতা
তথ্যসূত্র কেন গুরুত্বপূর্ণ

একরেখায় উদ্ধৃতি
কীভাবে যুক্ত করতে হবে

তথ্যসূত্র সরঞ্জামদণ্ড
উদ্ধৃতির সহজ উপায়

নির্ভরযোগ্য সূত্র
কোন উৎস যথেষ্ঠ ভালো?

সারাংশ
কি শিখেছেন তার পর্যালোচনা



আপনি যদি উইকিপিডিয়ার প্রচুর নিবন্ধ পড়ে থাকেন তাহলে, আপনি প্রচুর পরিমানে একরেখায় উদ্ধৃতি দেখতে পেয়েছেন। এগুলো হলো সংখ্যা আকারে দেওয়া ছোট পাদটীকা যাতে ক্লিক করলে তথ্যসূত্র অনুচ্ছেদে পুরো লিংকে নিয়ে যায়; যেমন, এই রকম।[১] যদিও একরেখায় উদ্ধৃতি দেওয়ার ক্ষেত্রে মাঝে মাঝে অন্যান্য শৈলীও অনুসরণ করা হয়। এগুলো সাধারনত সরাসরি সমর্থনকারী বিষয়বস্তুর পরই বা বাক্যের শেষে যতিচিহ্নের পরে ব্যবহার করা হয়।


কোন পাতা সম্পাদনা করার সময় সবচেয়ে জনপ্রিয় পাদটীকা শৈলী হল একরেখার উদ্ধৃতি, যা <ref></ref> ট্যাগ দুটির মাঝে দিতে হয়। এভাবে,

  • <ref>আপনার উৎস</ref> - রেফ ট্যাগ আপনার সূত্রের দুদিকে দিয়ে দিন।


এরপর আপনার সকল তথ্যসূত্রের লিংক নিবন্ধের যে অংশে {{সূত্র তালিকা}} টেমপ্লেট বা <references /> ট্যাগ রয়েছে সেখানে প্রদর্শন করবে। ট্যাগ দুটির যে কোন একটি নিবন্ধে তথ্যসূত্র নামে একটি অনুচ্ছেদ যুক্ত করে ব্যবহার করুন, যেমনটি আপনি অন্যান্য উইকিপিডিয়া নিবন্ধে দেখতে পান। উইকিপিডিয়ার সম্পাদনা বক্স ব্যবহার করে উৎস যুক্ত করতে দেখুন, উইকিপিডিয়া:কীভাবে নিবন্ধে তথ্যসূত্র যোগ করবেন?। আপনার তৈরি নতুন কোন নিবন্ধে বা উৎস নেই এমন নিবন্ধে তথ্যসূত্র অনুচ্ছেদটি নিচের মত করে যুক্ত করুন,

== তথ্যসূত্র ==
{{সূত্র তালিকা}}


টীকা: এই সিস্টেমটি হলো তথ্যসূত্র যুক্ত করার এখন পর্যন্ত জনপ্রিয় পদ্ধতি কিন্তু মাঝে মাঝে আপনি কোন পাতায় অন্য অন্য শৈলীও দেখতে পারেন। সাধারন নিয়ম হলো নিবন্ধে প্রথম বড় কোন সম্পাদনাকারী যে শৈলীটি ব্যবহার করবেন তা ব্যবহার করা। যদি কোন নিবন্ধে অন্য শৈলীর একরেখায় উদ্ধৃতি থাকে, তাহলে সেই শৈলীটি অনুলিপি করে ব্যবহার করতে পারেন।

তথ্যসূত্র

  1. ওয়েলস, জে (২০১২)। এক রেখার উদ্ধৃতি কি?। উইকিপ্রকাশক। পৃষ্ঠা ৬।