সাহানা আখতার রহমান

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ডা. সাহানা আখতার রহমান
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়
কাজের মেয়াদ
৭ মার্চ ২০১৮ – চলমান
পূর্বসূরীঅধ্যাপক এ এস এম জাকারিয়া স্বপন
ব্যক্তিগত বিবরণ
জন্মঢাকা
নাগরিকত্ব বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
দাম্পত্য সঙ্গীড. আতিউর রহমান
বাসস্থানঢাকা
পেশাবিশ্ববিদ্যালয়ের শিক্ষকতা
জীবিকাঅধ্যাপনা
ধর্মমুসলিম

অধ্যাপক ডা. সাহানা আখতার রহমান একজন বিশ্ববিদ্যালয় শিক্ষক। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য (শিক্ষা) হিসেবে ৭ মার্চ, ২০১৮ তারিখে নিয়োগ পেয়েছেন। তিনিই বাংলাদেশের একমাত্র মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রথম নারী উপ-উপাচার্য।[১] উপ-উপাচার্যের দায়িত্ব নেয়ার পূর্বে তিনি একই বিশ্ববিদ্যালয়ের শিশু বিভাগের চেয়ারম্যান (বিভাগীয় প্রধান) হিসেবে কর্মরত ছিলেন। [২]

জন্ম ও পারিবারিক জীবন[সম্পাদনা]

ডা. সাহানা আখতার রহমানের জন্ম ঢাকায়। তার বাবার নাম শাহ্ হাবিবুর রহমান এবং মায়ের নাম রওশন আরা বেগম।

শিক্ষাজীবন ও কর্মজীবন[সম্পাদনা]

কামরুন্নেসা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক এবং হলিক্রস কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করেন ডা. সাহান আখতার রহমান। এরপর তিনি ১৯৮২ সালে ঢাকা মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন। ১৯৯০ সালে তিনি এফসিপিএইচ (শিশু) এবং ১৯৯৫ সালে এম.এড (মেডিক্যাল এডুকেশন) ডিগ্রি অর্জন করেন।[৩]

গবেষণা[সম্পাদনা]

১৯৯১ সাল থেকে চিকিৎসা শিক্ষা, চিকিৎসা ও গবেষণার সঙ্গে জড়িত আছেন ডা. সাহানা। দেশি ও বিদেশি বিভিন্ন জার্নালে তার শতাধিক গবেষণাপত্র প্রকাশিত হয়েছে এবং থিসিস গাইড হিসেবে তিনি ২৫টিরও বেশি এম. ডি এবং এফ.সি.পি.এস গবেষণা কাজ তত্ত্বাবধান করেছেন।

প্রকাশনা[সম্পাদনা]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

পারিবারিক জীবন[সম্পাদনা]

তিন কন্যার জননী অধ্যাপক ডা. সাহানা আখতার রহমানের স্বামী বিশিষ্ট অর্থনীতিবিদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর এবং বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ড. আতিউর রহমান

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বিএসএমএমইউ'র প্রথম নারী উপ-উপাচার্য ডা. সাহানা আখতার রহমান | banglatribune.com"Bangla Tribune। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৭ [স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "বিএসএমএইউ তে বিভিন্ন বিভাগে নতুন চেয়ারম্যানের নিয়োগ"প্ল্যাটফর্ম (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৭-০৯। সংগ্রহের তারিখ ২০১৮-০৩-০৭ 
  3. "বিএসএমএমইউ'র প্রথম নারী উপ-উপাচার্য সাহানা আখতার রহমান"Sarabangla.net। ২০১৮-০৩-০৭T১৪:২৭:১৭+০০:০০। সংগ্রহের তারিখ 2018-03-07  এখানে তারিখের মান পরীক্ষা করুন: |তারিখ= (সাহায্য)

বহি:সংযোগ[সম্পাদনা]