সালমা মুমতাজ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সালমা মুমতাজ
জন্ম
জাতীয়তাপাকিস্তানি
পেশাঅভিনেত্রী
আত্মীয়সাদাফ কানওয়াল (কন্যা)
নিদা মুমতাজ (বোন)

সালমা মুমতাজ (১৯২৬ – ২০ জানুয়ারি ২০১২) ছিলেন একজন পাকিস্তানি ফিল্ম অভিনেত্রী, পরিচালক ও প্রযোজক।[১]

প্রারম্ভের জীবন ও কর্মজীবন[সম্পাদনা]

সালমা মুমতাজ ১৯৬০ সালে উর্দু ভাষার চলচ্চিত্র "নিলুফার" (১৯৬০) -এ অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটান।[১][২] একজন অভিনেত্রী ছাড়াও তিনি একজন নৃত্যশিল্পী, মুমতাজ তার কর্মজীবনের সময়কালে তিনশত এর বেশি চলচ্চিত্রে অভিনয় করেছেন, বেশিরভাগ পাঞ্জাবি ভাষার চলচ্চিত্রগুলিতে।[২]

তিনি ওয়াহিদ মুরাদ, মোহাম্মদ আলী, শহীদ, পাঞ্জাবি ভাষার চলচ্চিত্র অভিনেতা আকমল এবং সুপরিচিত পাকিস্তানি ও ভারতীয় অভিনেতাদের বিপরীতে মায়ের ভূমিকায় অভিনয়ের জন্য বিখ্যাত হন।[২] তার কিছু সেরা চলচ্চিত্রের মধ্যে রয়েছে দিল মেরা দারকান তেনি (১৯৬৮), পুত্তার দা পিয়ার, হার রাঞ্জহা (১৯৭০), এবং শেহরান দি যোদি। মুমতাজ চলচ্চিত্র পরিচালক এবং প্রযোজক হিসেবেও ক্যামেরার পিছনে কাজ করেছেন।[১]

সালমা মুমতাজ ১৯২৬ সালে বর্তমান ভারতের জলন্ধর-এ জন্মগ্রহণ করেন।[২] মুমতাজের ভাই, 'পারভেজ নাসির' একজন চলচ্চিত্র প্রযোজক ছিলেন।[২] ১৯৪৭ সালে পাকিস্তানের স্বাধীনতা লাভের পর মুমতাজ তার পরিবারসহ পাকিস্তানের লাহোর শহরে চলে যান।[১]

চলচ্চিত্রের তালিকা[সম্পাদনা]

শিরোনাম বছর
মৌজ মেলা[৩] ১৯৬৩
দাচি ১৯৬৪
হের সিয়াল ১৯৬৫
দিয়া অর তুফান ১৯৬৯
রাঙ্গিলা[৪] ১৯৭০
মান পুত্তার ১৯৭০
হার রাঞ্জা ১৯৭০
রুটি ১৯৮৮

মৃত্যু ও উত্তরসূরি[সম্পাদনা]

ডায়াবেটিস নিয়ে দীর্ঘ দিন লড়াই করে ২১শে জানুয়ারী ২০১২-এ ৮৫ বছর বয়সে লাহোরে মারা যান সালমা মুমতাজ ।[২] তার উত্তরসূরির মধ্যে রয়েছে তার মেয়ে, টেলিভিশন অভিনেত্রী নিদা মুমতাজ। ১৯৫০ দশকের খ্যাতিমান পাকিস্তানি অভিনেত্রী শাম্মীর বড় বোন তিনি।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://www.dawn.com/news/689631/actress-salma-mumtaz-passes-away, Profile of Salma Mumtaz on Dawn newspaper, Published 20 Jan 2012, Retrieved 26 Nov 2016
  2. http://www.hindustantimes.com/india/veteran-actor-salma-mumtaz-passes-away/story-0RfDpQ91zhqaSJziD4wFbN.html, Hindustan Times newspaper, Published 23 Jan 2012, Retrieved 26 Nov 2016
  3. http://www.dawn.com/news/1256664, Salma Mumtaz in film 'Mauj Mela' (1963) on Dawn Newspaper, Published 8 May 2016, Retrieved 26 Nov 2016
  4. https://www.imdb.com/title/tt0247654/?ref_=fn_tt_tt_1, Salma Mumtaz in film 'Rangeela' (1970) on IMDb website, Retrieved 26 Nov 2016

বহিঃসংযোগ[সম্পাদনা]