সালমা কে. ফরিদ একাডেমি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সালমা কে. ফরিদ একাডেমি
স্থাপিত২০০৮ (2008)
প্রতিষ্ঠাতাতারিক ফরিদ
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
ঠিকানা
হামদেন
, ,
ওয়েবসাইটwww.skfacademy.org
মানচিত্র

সালমা কে. ফরিদ একাডেমি (এসকেএফ একাডেমি) মার্কিন যুক্তরাষ্ট্রের কানেটিকাট অঙ্গরাজ্যের হামদেনে অবস্থিত একটি বেসরকারি ইসলামি প্রাক-প্রাথমিক এবং প্রাথমিক বিদ্যালয়।

অলাভজনক সহশিক্ষামূলক বিদ্যালয়ের মূল নীতি, পাঠ্যক্রম এবং দৈনন্দিন অনুশীলনগুলি শুধুমাত্র নবী মুহাম্মদের সুন্নাহর ও কুরআন উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। স্কুলটি দিনের বেলায় ৩ থেকে ১২ বছর বয়সী বাচ্চাদের এবং স্কুলের পরে ১৮ বছর বয়সীদের পাঠদান করে। এটি সন্ধ্যায় প্রাপ্তবয়স্কদের পাঠদান করে।

শিক্ষায়তনিক[সম্পাদনা]

সালমা কে. ফরিদ একাডেমি(এসকেএফ)-এর লক্ষ্য হল একটি মনোরম এবং উৎসাহপূর্ণ ইসলামিক পরিবেশে সর্বোত্তম যত্ন নেওয়া এবং শিক্ষা প্রদান করা। ছাত্রদের মধ্যে ইসলামী আচরণ গড়ে তোলাও একটি অন্যতম লক্ষ্য। একাডেমির পাঠ্যক্রমটিতে কুরআন, আরবি, ইসলামিক স্টাডিজ, ভাষা, কলা, গণিত, বিজ্ঞান এবং সামাজিক সম্পর্কিত বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। স্কুলটি উত্তর আমেরিকার প্রথম ইসলামিক গ্রন্থাগার ও পাঠগার পাওয়ার আশা করছে।[১]

ইতিহাস[সম্পাদনা]

২০০৮ সালের অক্টোবরে স্কুলটি উদ্বোধন করা হয়। তারিক ফরিদ এবং তার পরিবারের পৃষ্ঠপোষকতায় স্কুলটি নির্মিত হয়েছে। স্কুলটি ফরিদের মা, সালমা কে ফরিদের সম্মানে তার নাম অনুসারে নামকরণ করা হয়েছে। যিনি ২০০৫ সালে মারা গিয়েছেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Michael P. Mayko and Marian Gail Brown, Muslim population is growing[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ], Connecticut Post, October 18, 2008
  2. Both sides adamant in mosque dispute ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ২০১৬-০৩-০৩ তারিখে, by Jeffery Kurz, Meriden Record-Journal, July 6, 2008

বহিঃসংযোগ[সম্পাদনা]