সারিকাইত জমিদার বাড়ি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সারিকাইত জমিদার বাড়ি
বিকল্প নামপুলিন চন্দ্র গুহের জমিদার বাড়ি
সাধারণ তথ্য
ধরনবাসস্থান
অবস্থানসন্দ্বীপ উপজেলা
ঠিকানাসারিকাইত ইউনিয়ন
শহরসন্দ্বীপ উপজেলা, চট্টগ্রাম জেলা
দেশবাংলাদেশ
নির্মাণকাজের আরম্ভ১৩৪৮ বঙ্গাব্দ
নির্মাণকাজের সমাপ্তিঅজানা
বন্ধ১৯৪৭
স্বত্বাধিকারীপ্রাণ হরি গুহ
কারিগরী বিবরণ
উপাদানইট, সুরকি ও রড

সারিকাইত জমিদার বাড়ি বাংলাদেশ এর চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি[১]

ইতিহাস[সম্পাদনা]

জমিদার বাড়িটি বাংলা ১৩৪৮ সালে জমিদার প্রাণ হরি গুহ প্রতিষ্ঠা করেন। এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা প্রাণ হরি গুহের নাতি পুলিন চন্দ্র গুহের জমিদার বাড়ি নামেই বেশ পরিচিত।

বর্তমান অবস্থা[সম্পাদনা]

জমিদার বাড়ির বংশধররা অনেকে এখনো এখানে বসবাস করেন। জমিদারী প্রথা বিলুপ্ত হওয়ার পর ও দেশ ভাগের পর অনেকেই ভারতে চলে গেলেও পুলিন গুহ ও ক্ষিতিশ গুহের বংশধররা এখনো এখানে বসবাস করেন। একাধারে সাগরের ভাঙ্গণের কারণে জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের মুখে। তবে আশার কথা হচ্ছে, বর্তমানে ভাঙ্গণ বন্ধ হয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে চর জেগে উঠেছে।

তথ্যসূত্র[সম্পাদনা]