সারিকাইত জমিদার বাড়ি
অবয়ব
সারিকাইত জমিদার বাড়ি | |
---|---|
বিকল্প নাম | পুলিন চন্দ্র গুহের জমিদার বাড়ি |
সাধারণ তথ্যাবলী | |
ধরন | বাসস্থান |
অবস্থান | সন্দ্বীপ উপজেলা |
ঠিকানা | সারিকাইত ইউনিয়ন |
শহর | সন্দ্বীপ উপজেলা, চট্টগ্রাম জেলা |
দেশ | বাংলাদেশ |
নির্মাণ শুরু | ১৩৪৮ বঙ্গাব্দ |
সম্পূর্ণ | অজানা |
বন্ধ | ১৯৪৭ |
স্বত্বাধিকারী | প্রাণ হরি গুহ |
কারিগরি বিবরণ | |
উপাদান | ইট, সুরকি ও রড |
সারিকাইত জমিদার বাড়ি বাংলাদেশ এর চট্টগ্রাম জেলার সন্দ্বীপ উপজেলার সারিকাইত ইউনিয়নে অবস্থিত এক ঐতিহাসিক জমিদার বাড়ি।[১]
ইতিহাস
[সম্পাদনা]জমিদার বাড়িটি বাংলা ১৩৪৮ সালে জমিদার প্রাণ হরি গুহ প্রতিষ্ঠা করেন। এই জমিদার বাড়িটির প্রতিষ্ঠাতা প্রাণ হরি গুহের নাতি পুলিন চন্দ্র গুহের জমিদার বাড়ি নামেই বেশ পরিচিত।
বর্তমান অবস্থা
[সম্পাদনা]জমিদার বাড়ির বংশধররা অনেকে এখনো এখানে বসবাস করেন। জমিদারী প্রথা বিলুপ্ত হওয়ার পর ও দেশ ভাগের পর অনেকেই ভারতে চলে গেলেও পুলিন গুহ ও ক্ষিতিশ গুহের বংশধররা এখনো এখানে বসবাস করেন। একাধারে সাগরের ভাঙ্গণের কারণে জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের মুখে। তবে আশার কথা হচ্ছে, বর্তমানে ভাঙ্গণ বন্ধ হয়ে বিস্তীর্ণ এলাকা জুড়ে চর জেগে উঠেছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |