বিষয়বস্তুতে চলুন

সাপটগ্রাম

স্থানাঙ্ক: ২৬°২০′ উত্তর ৯০°০৮′ পূর্ব / ২৬.৩৩° উত্তর ৯০.১৩° পূর্ব / 26.33; 90.13
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাপটগ্রাম
শহর
সাপটগ্রাম আসাম-এ অবস্থিত
সাপটগ্রাম
সাপটগ্রাম
সাপটগ্রাম ভারত-এ অবস্থিত
সাপটগ্রাম
সাপটগ্রাম
স্থানাঙ্ক: ২৬°২০′ উত্তর ৯০°০৮′ পূর্ব / ২৬.৩৩° উত্তর ৯০.১৩° পূর্ব / 26.33; 90.13
দেশ ভারত
রাজ্যআসাম
জেলাধুবড়ী
সরকার
 • শাসকসাপটগ্রাম পৌরসভা বোর্ড এলাকা
উচ্চতা২৭ মিটার (৮৯ ফুট)
জনসংখ্যা (২০১১)
 • মোট১২,১৬৩
ভাষা
 • প্রাতিষ্ঠানিকঅসমীয়া
সময় অঞ্চলআইএসটি (ইউটিসি+৫:৩০)
যানবাহন নিবন্ধনAS

সাপটগ্রাম ভারতের আসাম রাজ্যের ধুবড়ী জেলার একটি শহর।

অবস্থান

[সম্পাদনা]

শহরটি ব্রহ্মপুত্র নদের উপনদী সোনকোষের তীরে অবস্থিত। এটি সমুদ্রপৃষ্ঠ থেকে ২৭ (৮৮ ফুট) উচ্চতায় অবস্থিত।

জনসংখ্যা

[সম্পাদনা]

২০০১ সালের আদমশুমারি অনুসারে, সাপটগ্রামের মোট জনসংখ্যা ছিল ১২,০৪৬ জন (পুরুষ ৫১%, মহিলা ৪৯%)। ৫%-এর বেশি, পুরুষদের সাক্ষরতার হার ৮২% এবং মহিলাদের সাক্ষরতার হার ৭২%।

এই অঞ্চলের ভাষা

[সম্পাদনা]

সরকারী ভাষা হলো অসমীয়া। অন্যান্য সংযোগী ভাষাগুলি হল কামতাপুরি (রাজবংশী, গোয়ালপাড়িয়া, দেশি), বাংলা, হিন্দি, বিহারী, মারোয়ারি, নেপালি ইত্যাদি।

প্রধান ধর্ম

[সম্পাদনা]

সাপটগ্রাম অঞ্চলের প্রধান ধর্ম হিন্দু, ইসলাম ও জৈন ধর্ম।

প্রধান জাতিগোষ্ঠী

[সম্পাদনা]

কোচ-রাজবংশী, কলিতা, নাথ, বাঙালি হিন্দু, বিহারী, মারোয়ারি, অসমীয়া, বড়ো, নেপালি।

প্রধান শিক্ষা প্রতিষ্ঠান

[সম্পাদনা]
  • সাপটগ্রাম এমালগেমেটেড একাডেমী
    (প্রতিষ্ঠিত: ১৯৩৯)
  • সাপটগ্রাম বেঙ্গলী হাইস্কুল
    (প্রতিষ্ঠিত: ১৯৩৬)
  • সাপটগ্রাম কলেজ
    (প্রতিষ্ঠিত: ১৯৭২)
  • শংকরদেব শিশু নিকেতন, সাপটগ্রাম
    (প্রতিষ্ঠিত: ২০০৩)
  • ২২৩৫ নম্বর খুদনামারী এলপি স্কুল
    (প্রতিষ্ঠিত: ১৯৭৬)

তথ্যসূত্র

[সম্পাদনা]