সাদা ভ্রূ কাঠঠোকরা
অবয়ব
সাদা ভ্রূ কাঠঠোকরা | |
---|---|
![]() | |
বৈজ্ঞানিক শ্রেণীবিন্যাস | |
জগৎ: | প্রাণী জগৎ |
পর্ব: | কর্ডাটা |
শ্রেণী: | পক্ষী |
বর্গ: | পিসিফর্মিস |
পরিবার: | কাঠঠোকরা |
গণ: | সাসিয়া |
প্রজাতি: | S. ochracea |
দ্বিপদী নাম | |
Sasia ochracea হজসন, ১৮৩৬ |
সাদা ভ্রূ কাঠঠোকরা (Sasia ochracea) হল একধরনের পাখি যারা প্রধানত কাঠঠোকরা পরিবারের অন্তর্ভুক্ত।
এদেরকে প্রধানত পাওয়া যায় বাংলাদেশ, ভুটান, কম্বোডিয়া, ভারত, লাওস, মায়ানমার, নেপাল, থাইল্যান্ড, এবং ভিয়েতনামে। এদের স্বাভাবিক বাসস্থান হল বন জঙ্গল এবং ক্রান্তীয় ও উপক্রান্তীয় এলাকার বিভিন্ন বনভূমি।
এই পাখিগুলো প্রধানত বাঁশ ব্যবহার করে তাদের বাসা বাধবার জন্য। এরা প্রধানত তাদের পায়ের সাহায্যে ভাঙ্গা বাঁশগুলোকে তোলে এবং তাদের ঠোঁটের সাহায্যে প্রধানত আংশিক ভাঙ্গা বাঁশগুলোকে পুরোপুরি ছেড়ে দেয়।
গ্যালারি
[সম্পাদনা]-
Sasia ochracea, White-browed Piculet - থাইল্যান্ড
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ BirdLife International (২০১২)। "Sasia ochracea"। বিপদগ্রস্ত প্রজাতির আইইউসিএন লাল তালিকা। সংস্করণ 2013.2। প্রকৃতি সংরক্ষণের জন্য আন্তর্জাতিক ইউনিয়ন। সংগ্রহের তারিখ ২৬ নভেম্বর ২০১৩।