সাঙ্গা বৌদ্ধবিহার

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাঙ্গা বৌদ্ধবিহার
বৌদ্ধবিহার এর সম্মুখ ভাগ
চীনা নাম
সরলীকৃত桑阿寺
PinyinSāngāsì
সাঙ্গা বৌদ্ধবিহার তিব্বত-এ অবস্থিত
সাঙ্গা বৌদ্ধবিহার
সাঙ্গা বৌদ্ধবিহার
তিব্বতে অবস্থান
মঠের তথ্য
অবস্থানডাগজি, লাসা, তিব্বত, চীন
ধরনতিব্বতি বৌদ্ধধর্ম
ধর্মীয় গোষ্ঠীগেলুগ

সাঙ্গা বৌদ্ধবিহার একটি ছোট তিব্বতি বৌদ্ধ মঠ যা চীনের লাসায় ডাগজি কাউন্টির ডাগজি শহরে অবস্থিত।

অবস্থান[সম্পাদনা]

সাঙ্গা বৌদ্ধবিহারটি প্রাচীন ডাগজি শহরের মাঝখানে অবস্থিত।.[১] মন্দিরের আয়তন প্রায় ১৫ একর (৬.১ হেক্টর) জায়গা নিয়ে, এবং মূল ভবনটি প্রায় ২,৩৪৩ বর্গমিটার (২৫,২২০ ফু)। বিহারের পিছন দিক থেকে লাসা নদী দেখা যায়।[২] মঠের উপরের পর্বতমালায় একটি পাহাড়ি দুর্গের ধ্বংসাবশেষ রয়েছে।[৩]  ইহা ডাগসি দেজং বা ডেচান দেজং এর ধ্বংসাবশেষ, দেজং মানে "দুর্গ"।.[৪]

ইতিহাস[সম্পাদনা]

বৌদ্ধবিহারটি ১৪১৯ সালের দিকে গোং-মা-গ্রাগ্স-পা-র্গ্যাল-ম্ত্শানের দ্বারা নির্মিত হয়েছিল। এটা গেলুক  (Gelug) সেক্টরের অংশ এবং দ্গা'-ল্দান বৌদ্ধবিহার এর এখতিয়ারভুক্ত। এটি নির্মাণের পর এতে প্রায় একশত সন্ন্যাসীর বাসভবন ছিল।[৫] সাংস্কৃতিক বিপ্লব এর সময় মন্দির থেকে অনেক নিদর্শন হারিয়ে যায় ও  ভবনটি ধ্বংসপ্রাপ্ত হয়।[২] ১৯৮৬ এর নভেম্বরে  বিহারটি পুনঃ নির্মাণ করে উন্মুক্ত করে দেয়া হয়। ২০১২ সালেও এতে ৩০এর অধিক সন্ন্যাসী বাস করেছেন।[৫] সে বছরই প্রথমবারের মত একটি গোসলখানা সংযুক্ত করা হয়। বিহারটিতে একটি  গ্রিনহাউজ রয়েছে।[১] 

তথ্যসূত্র[সম্পাদনা]