সাইফুল হাসান বাদল

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাইফুল হাসান বাদল
সচিব
স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ
কাজের মেয়াদ
৪ জানুয়ারি ২০২২ – ১৪ ফেব্রুয়ারি ২০২৩
পূর্বসূরীআলী নূর
উত্তরসূরীআজিজুর রহমান
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1964-02-15) ১৫ ফেব্রুয়ারি ১৯৬৪ (বয়স ৬০)
সদর উপজেলা, মাদারীপুর, বাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
প্রাক্তন শিক্ষার্থীঢাকা বিশ্ববিদ্যালয়
বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট
নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ
পেশাসরকারি কর্মকর্তা, সচিব

সাইফুল হাসান বাদল (জন্ম: ১৫ ফেব্রুয়ারি ১৯৬৪ খ্রি.) বাংলাদেশ সিভিল সার্ভিসের একজন অবসরপ্রাপ্ত কর্মকর্তা যিনি সর্বশেষ স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন। পূর্বে তিনি বরিশাল বিভাগের বিভাগীয় কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।[১][২]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

সাইফুল হাসান ১৯৬৪ খ্রিষ্টাব্দের ১৫ ফেব্রুয়ারি মাদারীপুর জেলার সদর উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি কালীগঞ্জ উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি ও কালকিনি কলেজ থেকে এইচএসসি পাস করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগ থেকে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভ করেন। এছাড়া তিনি বাংলাদেশ ইনস্টিটিউট অফ ম্যানেজমেন্ট থেকে ডিপ্লোমা-ইন-কম্পিউটার সায়েন্স এবং নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ থেকে মানবসম্পদ ব্যবস্থাপনা বিষয়ে এমবিএ সম্পন্ন করেন।[৩]

কর্মজীবন[সম্পাদনা]

সাইফুল হাসান বাদল বাংলাদেশ সিভিল সার্ভিসের (প্রশাসন) ক্যাডারের একাদশ ব্যাচের একজন কর্মকর্তা হিসেবে ১৯৯৩ খ্রিষ্টাব্দে সরকারি চাকরিতে যোগ দেন। তিনি মাঠ প্রশাসনে বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন। তিনি সহকারী কমিশনার, সহকারী কমিশনার (ভূমি), উপজেলা নির্বাহী কর্মকর্তা, জেলা প্রশাসক এবং বিভাগীয় কমিশনার হিসেবে কর্মরত ছিলেন।[৪] তিনি বিভিন্ন মন্ত্রণালয়েও দায়িত্ব পালন করেছেন।[৩] এছাড়া তিনি বাংলাদেশ টেলিভিশনের উপ-মহাপরিচালক, বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক ছিলেন।[৫] তিনি স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব হিসেবে দায়িত্ব পালন করেছেন।[৬][৭][৮] ২০২৩ খ্রিষ্টাব্দের ফেব্রুয়ারি মাসে তিনি সরকারি চাকরি থেকে অবসর লাভ করেন।[৯]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

তার অর্জিত পুরস্কার ও সম্মাননার মধ্যে রয়েছে–[৩]

  • জাতীয় প্রাথমিক শিক্ষা পদক, ২০১৩
  • জাতীয় আইসিটি পদক, ২০১৪
  • পরিবেশ পদক, ২০১৫
  • অতীশ দীপঙ্কর আন্তর্জাতিক স্বর্ণ পদক, ২০১৬
  • শ্রেষ্ঠ বিভাগীয় কমিশনার পুরস্কার, ২০২১

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "বরিশালের নতুন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান"বাংলানিউজটোয়েন্টিফোর.কম। ২৩ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 
  2. "সচিব হিসেবে পদোন্নতি পেলেন পাঁচ কর্মকর্তা"কালের কণ্ঠ। ২১ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 
  3. "সাইফুল হাসান বাদলের জীবনবৃত্তান্ত"স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। ১৪ আগস্ট ২০২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 
  4. "বরিশালের নতুন বিভাগীয় কমিশনার সাইফুল হাসান"জাগোনিউজ২৪.কম। ২৩ ফেব্রুয়ারি ২০২১। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 
  5. "বোয়েসেলের এমডি হলেন সাইফুল হাসান বাদল"যুগান্তর। ১৬ ডিসেম্বর ২০১৯। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 
  6. "মো. সাইফুল হাসান বাদল : স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগে সচিব হিসেবে যোগদান"ভোরের কাগজ। ৫ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 
  7. "স্বাস্থ্য শিক্ষা বিভাগের আলী নূর অবসরে, নতুন সচিব সাইফুল"ডক্টর টিভি। ৪ জানুয়ারি ২০২২। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 
  8. "সচিব হলেন ৫ কর্মকর্তা বদলি হলেন ৬ জন"আমাদের সময়। ২০ ডিসেম্বর ২০২১। সংগ্রহের তারিখ ২ ফেব্রুয়ারি ২০২৩ 
  9. "অবসরে যাচ্ছেন স্বাস্থ্য শিক্ষা সচিব"ঢাকাটাইমস। ১২ ফেব্রুয়ারি ২০২৩। সংগ্রহের তারিখ ১৭ ফেব্রুয়ারি ২০২৩