সাঁওতালি রোমান লিপি
অবয়ব
সাঁওতালি রোমান লিপি হলো একটি লিখন পদ্ধতি যেটি সাঁওতালি ভাষায় ব্যবহার করা হয়। রোমান লিপি থেকে কিছু ডায়াক্রিটিক চিহ্নের সহায়তায় এই লিপি তৈরি করা হয়েছে। খ্রিস্টান মিশনারী লার্স ওলসেন স্ক্রেফস্রুড সান্তালি রোমান লিপি তৈরি করেছিলেন। পরবর্তীতে পল ওলাফ বোডিং এই লিপির আদর্শমান তৈরি করেন।
সাঁওতালি রোমান লিপিতে মোট ৫৯ টি বর্ণ রয়েছে। এদের মধ্যে ১৮ টি স্বরবর্ণ, ৩৬ টি ব্যঞ্জন বর্ণ এবং ৫ টি অনুচ্চারিত ব্যঞ্জন রয়েছে।