সন্তোষ তামাং

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সন্তোষ তামাং
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম সন্তোষ তামাং
জন্ম (1994-08-06) ৬ আগস্ট ১৯৯৪ (বয়স ২৯)
জন্ম স্থান ললিতপুর, নেপাল
মাঠে অবস্থান মধ্যমাঠের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বিরাটনগর সিটি
জার্সি নম্বর ১৪
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০১৮–২০২১ নেপাল সেনাবাহিনী
২০২১– বিরাটনগর সিটি
২০২১নেপাল সেনাবাহিনী (ধার)
জাতীয় দল
২০১৯– নেপাল ১৪ (০)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১৪:৫০, ১৭ সেপ্টেম্বর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১৩:০৩, ২৩ অক্টোবর ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

সন্তোষ তামাং (নেপালি: सन्तोष तामाङ, ইংরেজি: Santosh Tamang; জন্ম: ৬ আগস্ট ১৯৯৪) হলেন একজন নেপালি পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে নেপালি ক্লাব বিরাটনগর সিটি এবং নেপাল জাতীয় দলের হয়ে মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত আক্রমণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে রক্ষণাত্মক মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলেন।

২০১৮–১৯ মৌসুমে, নেপালি ক্লাব নেপাল সেনাবাহিনীর হয়ে খেলার মাধ্যমে তিনি তার জ্যেষ্ঠ পর্যায়ের খেলোয়াড়ি জীবন শুরু করেছেন; নেপাল সেনাবাহিনীর হয়ে ৩ মৌসুম অতিবাহিত করার পর ২০২১–২২ মৌসুমে তিনি বিরাটনগর সিটিতে যোগদান করেছেন। মাঝে তিনি এক মৌসুমে জন্য নেপাল সেনাবাহিনীর হয়ে ধারে খেলেছেন। সন্তোষ ২০১৯ সালে নেপালের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; নেপালের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ১৪ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

সন্তোষ তামাং ১৯৯৪ সালের ৬ই আগস্ট তারিখে নেপালের ললিতপুরে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন।

আন্তর্জাতিক ফুটবল[সম্পাদনা]

২০১৯ সালের ২১শে মার্চ তারিখে, ২৪ বছর, ৭ মাস ও ১৫ দিন বয়সে, ডান পায়ে ফুটবল খেলায় পারদর্শী সন্তোষ কুয়েতের বিরুদ্ধে অনুষ্ঠিত প্রীতি ম্যাচে অংশগ্রহণ করার মাধ্যমে আন্তর্জাতিক ফুটবলে নেপালের হয়ে অভিষেক করেছেন।[১] উক্ত ম্যাচের ৮০তম মিনিটে আক্রমণভাগের খেলোয়াড় ভরত খবাসের বদলি খেলোয়াড় হিসেবে তিনি মাঠে প্রবেশ করেছিলেন;[২] ম্যাচটি নেপাল ০–০ গোলে ড্র করেছিল।[৩] নেপালের হয়ে অভিষেকের বছরে সন্তোষ সর্বমোট ৮ ম্যাচে অংশগ্রহণ করেছেন।

পরিসংখ্যান[সম্পাদনা]

আন্তর্জাতিক[সম্পাদনা]

২৩ অক্টোবর ২০২১ পর্যন্ত হালনাগাদকৃত।
দল সাল ম্যাচ গোল
নেপাল ২০১৯
২০২১
সর্বমোট ১৪

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Kuwait - Nepal 0:0 (Friendlies 2019, March)"worldfootball.net (ইংরেজি ভাষায়)। ২৭ নভেম্বর ২০২০। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১ 
  2. "Kuwait - Nepal, Mar 21, 2019 - International Friendlies - Match sheet"Transfermarkt (ইংরেজি ভাষায়)। ২১ মার্চ ২০১৯। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১ 
  3. Strack-Zimmermann, Benjamin (২১ মার্চ ২০১৯)। "Kuwait vs. Nepal (0:0)"National Football Teams। সংগ্রহের তারিখ ১৭ সেপ্টেম্বর ২০২১ 

বহিঃসংযোগ[সম্পাদনা]