বিষয়বস্তুতে চলুন

সংবেদী স্নায়ুকোষ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

গ্রাহককোষ বা রিসেপ্টর : বাহ্যিক বা আভ্যন্তরীণ পরিবেশ সম্পর্কে খবরাখবর গ্রহণের জন্যে এক বিশেষ ধরনের কোষ দেহের বিভিন্ন স্থানে অবস্থান করে। এগুলিই গ্রাহককোষ। অন্তর্বাহ স্নায়ুর স্পন্দন প্রকৃতপক্ষে কোনো গ্রাহককোষের উপযুক্ত উদ্দীপনার ফলেই সৃষ্ট হয়। গ্রাহককোষ নির্দিষ্ট উদ্দীপনা গ্রহণ করে তা অন্তর্বাহ স্নায়ুর মাধ্যমে সুষুম্নাকাণ্ডে বা মস্তিষ্কে পাঠায়।

প্রকারভেদ ও কাজ[সম্পাদনা]

মানুষের বিভিন্ন ধরনের গ্রাহককোষের নাম ও কাজ নীচে বলা হল।

(১) দেহত্বকের গ্রাহককোষ: এই ধরনের গ্রাহককোষ দেহচর্মে অবস্থিত।

(ক) মেসনার কণিকা (Meissner's corpuscles) ও মারকেলের চাকতি (Merkel's disc)-এগুলি স্পর্শের অনুভূতি গ্রহণের জন্যে দায়ী।

(খ) রাফিনির যন্ত্র (Organ of Raffini)-উষ্ণতাসংক্রান্ত উদ্দীপনা গ্রহণ করে।

(গ) ক্রজের প্রান্তস্ফীতি (End bulb of Krause)- শৈত্য-সম্পর্কিত উদ্দীপনা গ্রহণ করে।

(ঘ) মুক্ত স্নায়ুপ্রান্ত- এগুলি চাপ, স্পর্শ ইত্যাদির সম্পর্কে আমাদের সচেতন করে তোলে।

(২) ইন্দ্রিয়ের গ্রাহককোষ:

(ক) রড ও কোণ (Rods & Cones) - চোখের অক্ষিপট বা রেটিনায় থাকে। এগুলি আলোকসংবেদনশীল এবং দর্শন অনুভূতির জন্যে দায়ী। (খ) করটি-যন্ত্র (Organ of Corti) - অন্তঃকর্ণের ককলিয়ায় এই গ্রাহককোষ দেখা যায়। এগুলি শ্রবণ অনুভূতির জন্যে দায়ী।

(৩) রাসায়নিক গ্রাহককোষ:

(ক) অলফ্যাক্টরী কোষ (Olfactory cells) -এগুলি নাসিকার আভ্যন্তরীণ স্তরে থাকে এবং গন্ধের অনুভূতির জন্যে দায়ী।

(খ) স্বাদমুকুল (Taste buds)- আমাদের জিহ্বার এই স্বাদমুকুল দেখা যায়। এগুলি স্বাদের অনুভূতি জাগায়।

(৪) আন্তরযন্ত্রের গ্রাহককোষ:

মুক্ত স্নায়ুপ্রান্ত (Free nerve endings)- এগুলি বিভিন্ন আন্তরযন্ত্রের মধ্যে ছড়িয়ে থাকে। এর উপস্থিতিতেই ক্ষুধা, অস্বাচ্ছন্দ্য, অবসাদ প্রভৃতির অনুভূতি জাগে।

(৫) রসায়ন গ্রাহককোষ ও আস্রবণ গ্রাহককোষ:

ক্যারোটিড ও অ্যাওটিক ধমনীতে সব চাইতে বেশী রসায়ন গ্রাহককোষ দেখা যায়। রক্তের কোনোরকম রাসায়নিক পরিবর্তন হলেই এগুলি উদ্দীপিত হয়। আস্রবণ গ্রাহককোষ মূলতঃ হাইপোথ্যালামাস ও মেডালাতে পাওয়া যায়। রক্তের আস্রবণ চাপের পরিবর্তনে এগুলি উদ্দীপিত হয়। এদের গঠন ঠিকমতো জানা যায়নি।

(৬) পেশীজ গ্রাহককোষ:

(ক) পেশী স্পিনডল (Muscle spindle)-কোনো পেশীর টানের অনুভূতির জন্যে এই গ্রাহক কোষগুলিই দায়ী।

(খ) পাসিনিয়ন কণিকা (Pacinian corpuscle)-পেশী প্রসারণ, চাপ প্রভৃতির ইন্দ্রিয়ানুভূতি এই গ্রাহককোষই গ্রহণ করে।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. টেমপ্লেট:বই উদ্ধৃতি=উচ্চমাধ্যমিক জীববিজ্ঞান