শ্রীচৈতন্য মহাবিদ্যালয়

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শ্রীচৈতন্য মহাবিদ্যালয়
ধরনবিশ্ববিদ্যালয় কলেজ
স্থাপিত১৯৬৫ (1965)
অধিভুক্তিপশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয়
অধ্যক্ষসুব্রত চট্টোপাধ্যায় [১]
অবস্থান
হাবড়া-প্রফুল্লনগর
, ,
ওয়েবসাইটwww.scmhabra.org

শ্রীচৈতন্য মহাবিদ্যালয় পশ্চিমবঙ্গে রাজ্যের হাবড়ার একটি কলেজ।‌ এটি ১৯৬৫ সালে প্রতিষ্ঠা করা হয়।[২] এটি বিজ্ঞান, বাণিজ্য ও কলা বিষয়ে স্নাতক সম্মান ও সাধারণ ডিগ্রি প্রদান করে। এটি বাণিজ্যে স্নাতকোত্তর ডিগ্রিও প্রদান করে। এটি পশ্চিমবঙ্গ রাষ্ট্রীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত।[৩]

বিভাগ এবং কোর্স[সম্পাদনা]

কলেজটি বিভিন্ন স্নাতক ও স্নাতকোত্তর কোর্স অফার করে এবং এর লক্ষ্য হাবরা ও এর পার্শ্ববর্তী অঞ্চলের নিম্ন ও মধ্যবিত্ত শ্রেণির লোকেদের অস্নাতক শিক্ষা প্রদান করে।[৪]

বিজ্ঞান[সম্পাদনা]

বিজ্ঞান অনুষদ রসায়ন, পদার্থবিদ্যা, গণিত, কম্পিউটার সায়েন্স, খাদ্য ও পুষ্টি, মাইক্রোবায়োলজি, ফিজিওলজি এবং ইকোনমিক্স বিভাগ নিয়ে গঠিত।।

কলা ও বাণিজ্য[সম্পাদনা]

কলা ও বাণিজ্য অনুষদ বাংলা, ইংরেজি, সংস্কৃত, ইতিহাস, শারীরিক শিক্ষা, শিক্ষা এবং বাণিজ্য বিভাগ নিয়ে গঠিত।

স্বীকৃতি[সম্পাদনা]

শ্রীচৈতন্য মহাবিদ্যালয়কে এনএএসি দ্বারা এ গ্রেড (সাইকেল-২-এ) প্রদান করা হয়েছে। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) কর্তৃক স্বীকৃত।[২] শ্রীচৈতন্য মহাবিদ্যালয়ও একটি 'ISO-9001-2015' প্রত্যয়িত প্রতিষ্ঠান।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Sree Chaitanya Mahavidyalaya"www.scmhabra.org। ১৯ এপ্রিল ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৭ ডিসেম্বর ২০২৩ 
  2. Colleges in West Bengal, University Grants Commission
  3. "Affiliated College of West Bengal State University"। ২০১২-১০-২৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। 
  4. "Courses Offered, Sree Chaitanya Mahavidyalaya"। সংগ্রহের তারিখ ১২ নভেম্বর ২০২৩