শ্রিয়া পিলগাঁওকর
শ্রিয়া পিলগাঁওকর | |
---|---|
জন্ম | শ্রিয়া শচীন পিলগাঁওকর |
জাতীয়তা | ভারতীয় |
পেশা | |
কর্মজীবন | ২০১৩–বর্তমান |
পরিচিতির কারণ | ফ্যান |
পিতা-মাতা |
শ্রিয়া পিলগাঁওকার হলেন একজন ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী, পরিচালক, প্রযোজক এবং মঞ্চ অভিনেত্রী। তিনি অভিনেতা শচীন পিলগাঁওকর ও সুপ্রিয়া পিলগাঁওকরের মেয়ে।[১]
প্রারম্ভিক জীবন
[সম্পাদনা]ছোটবেলায় পিলগাঁওকর পেশাদার সাঁতারু হওয়ার জন্য প্রশিক্ষণ গ্রহণ করেছিলেন এবং বিদ্যালয়ে থাকাকালীন তিনি সাঁতারে বেশ কয়েকটি পদকও জয়লাভ করেছিলেন।[২] তিনি যখন ছোট ছিলেন তখন জাপানি ভাষায় ক্লাস করতেন, কেননা বড় হয়ে তিনি একজন অনুবাদক বা ভাষাবিদ হওয়ার ইচ্ছা পোষণ করেছিলেন। পরবর্তীতে তাঁর সিদ্ধান্ত বদল হয়ে যায় এবং তিনি মুম্বইয়ের সেন্ট জেভিয়ার'স কলেজের সমাজবিজ্ঞান বিভাগ থেকে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পিলগাঁওকর ছোটবেলায় কত্থক নৃত্যও শিখেছিলেন।[৩]
পেশা
[সম্পাদনা]অভিনয়
[সম্পাদনা]মাত্র পাঁচ বছর বয়সে, পিলগাঁওকর হিন্দি টেলিভিশন ধারাবাহিক তু তু মে মে-এ একটি ছেলের চরিত্রে অভিনয় করেছিলেন।[৪] পিলগাঁওকর ২০১২ সালে করণ শেঠীর ১০ মিনিটের স্বল্পদৈর্ঘ্যের নাটক ফ্রিডম অফ লাভ এ অভিনয় করার মধ্য দিয়ে মঞ্চ নাটকে আত্মপ্রকাশ করেছিলেন। নাটকটি এনসিপিএ-এর সংক্ষিপ্ত এবং মিষ্টি উৎসবের একটি অংশ ছিল। এই নাটকটিতে, তিনি একাধারে অভিনয় করেছেন, গান গেয়েছিলেন এবং একই সাথে নৃত্য পরিবেশনও করেছেন।[৫]
ফ্রিডম অফ লাভ এ অভিনয়ের পরে, পিলগাঁওকার ২০১৩ সালে মারাঠি চলচ্চিত্র একুল্টি এক এর মাধ্যমে বড় পর্দায় আত্মপ্রকাশ করেছিলেন; এই চলচ্চিত্রে তিনি স্বরার চরিত্রে অভিনয় করেছেন, যিনি অরুণ দেশপাণ্ড (শচীন পিলগাঁওকর) এবং নন্দিনীর (সুপ্রিয়া পিলগাঁওকর) মেয়ে। তাঁর বাবা (শচীন পিলগাঁওকার) তাঁকে এই চলচ্চিত্রে স্বরার চরিত্রে অভিনয় করার জন্য বলেছিলেন; তিনিই এই চলচ্চিত্রটি রচনা, পরিচালনা এবং প্রযোজনা করেছিলেন। শ্রিয়া এক সাক্ষাৎকারে বলেছিলেন, "আমার মা-সহ বেশ কয়েকজন অভিনয়শিল্পীর অভিষেক করানোর কৃতিত্ব রয়েছে তাঁর (বাবার)। তিনি যখন আমাকে ছবিটির প্রস্তাব দিয়েছিলেন, তখম আমি তাঁর কাছ থেকে কোন আনুকূল্য চাইনি। তবে তিনি আমাকে সংশোধন করে বলেছিলেন, 'আমি বিনা কারণে সম্পদ বিনিয়োগ করার মত বোকা নই"।"[২] তিনি আরও যোগ করেছেন, "অভিজ্ঞতার ভিত্তিতে আমি একজন শিক্ষানবিস তবে আমি মনে করি এই শিল্পে (চলচ্চিত্রে) আমার সংযোজনের এটিই দুর্দান্ত সময়। অনেক কিছু ঘটছে, অনেক পরিবর্তন হচ্ছে। আমি গর্ব বোধ করি যে আমি আমার বাবার সাথে প্রথম ছবিটি করেছি।"[৫] এই চলচ্চিত্রে আত্মপ্রকাশ করে তিনি ছয়টি পুরস্কার জিতেছিলেন। এর মধ্যে সেরা অভিষেক অভিনেত্রীর জন্য মহারাষ্ট্র রাজ্য সরকার পুরস্কার ছিল অন্যতম, যা তিনি ৫১তম মহারাষ্ট্র রাজ্য চলচ্চিত্র পুরস্কারে অনুষ্ঠানে গ্রহণ করেছিলেন।[৬][৭][৮] এই চলচ্চিত্রটি সমালোচকদের কাছ থেকে ইতিবাচক পর্যালোচনা পেয়েছিল। টাইমস অফ ইন্ডিয়ার একজন সমালোচক এই চলচ্চিত্রটিকে ৩/৫ তারামার্কা দিয়েছিলেন এবং বলেছিলেন "এটি তাঁর (শচীন পিলগাঁওকর) কন্যা শ্রিয়াকে চলচ্চিত্রে আনার নিখুঁত সময় এবং তিনি আমাদের সকলকে হতাশ করেননি।"[৯]
ফিল্মোগ্রাফি
[সম্পাদনা]টেলিভিশন ধারাবাহিকগুলি
[সম্পাদনা]বছর | শো | ভূমিকা | পরিচালক | দৃষ্টিপট |
---|---|---|---|---|
২০১৫ | স্টুপিড কিউপিড | ঈশানবী | রেশু নাথ | |
২০১৮ | ১৩ মুসৌরি | অদিতি বিশ্ত | টেলিভিশন ধারাবাহিক, ভিউ অ্যাপ এ প্রচারিত | |
২০১৮ | মির্জাপুর | সুইটি গুপ্ত | করণ আংশুমান, গুরমিত সিং এবং মিহির দেসাই | টেলিভিশন ধারাবাহিক, অ্যামাজন প্রাইম ভিডিও তে প্রচারিত |
২০১৯ | বীচাম হাউস | চঞ্চল | গুরিন্দর চাড্ডা | |
২০২০ | দ্য গন গেম | সুহানি গুজরাল | নিখিল ভাট | ভুট এর ছোট ধারাবাহিক |
২০২০ | ক্র্যাকডাউন | দিব্যা শিরোদকর | অপূর্ব লাখিয়া | ভুট |
২০২২ | গিল্টি মাইন্ডস | কাশফ কোয়াজ | শেফালী ভূষণ | অ্যামাজন অ্যামাজন প্রাইম ভিডিও তে প্রচারিত |
নাটকগুলি
[সম্পাদনা]বছর | শো | ভূমিকা | পরিচালক | দৃষ্টিপট | সূত্র |
---|---|---|---|---|---|
১৯৯৬ | ফ্রীডম অব লাভ | করণ শেঠি | ১০ মিনিটের ইংরেজি ভাষার নাটক | [১০] | |
২০১৪ | ইন্টার্নাল অ্যাফেয়ার্স | রিয়া | আধার খুরানা | ইংরেজি ভাষার নাটক | [১০] |
২০১৪ | কমন পিপল | মায়া | আকর্ষ খুরানা | ইংরেজি ভাষার নাটক | [২] |
২০১৬ | বোম্বে ডায়িং | আকর্ষ খুরানা | ইংরেজি ভাষার নাটক | [১০] |
চলচ্চিত্রগুলি
[সম্পাদনা]বছর | শো | ভূমিকা | দৃষ্টিপট |
---|---|---|---|
২০১৩ | একুল্টি এক | স্বরা | শ্রেষ্ঠ অভিষেক অভিনেত্রী মহারাষ্ট্র রাজ্য সরকার পুরস্কার |
২০১৫ | আন প্লাস উনে | আয়না | ২০১৫ টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব এ প্রদর্শিত |
২০১৬ | ফ্যান | নেহা সিংহ | |
২০১৭ | জয় মাতা দি | অনু | সংক্ষিপ্ত চলচ্চিত্র |
২০১৯ | হাউস অ্যারেস্ট | সায়রা | নেটফিক্সের চলচ্চিত্র |
২০২২ | ভাংড়া পা লে | নিম্মো | |
২০২১ | কাদন | অরুন্ধতী | ত্রিভাষিক চলচ্চিত্র (হিন্দি, তামিল, এবং তেলুগু)[১১] |
পরিচালক ও প্রযোজক হিসেবে
[সম্পাদনা]Year | Show | Notes | Refs. |
---|---|---|---|
২০১২ | দ্য পেইনটেড সিংনাল | সংক্ষিপ্ত চলচ্চিত্র | [১০] |
২০১৩ | ড্রেসওয়ালা | সংক্ষিপ্ত চলচ্চিত্র | [১০] |
২০১৫ | পঞ্চগব্য | তথ্যচিত্র | [১২] |
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "RELATIVE VALUE: THE THREE 'BESTIES'"। Mumbai Mirror। ২০ মার্চ ২০১৬। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৬।
- ↑ ক খ গ "ALMOST FAMOUS"। Mumbai Mirror। ৮ মার্চ ২০১৫। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৬।
- ↑ "Making an impact"। The Hindu। ৭ মে ২০১৬। সংগ্রহের তারিখ ১ জুন ২০১৬।
- ↑ "Reaction to my performance in 'Fan' overwhelming: Shriya Pilgaonkar"। The Indian Express। ১৮ এপ্রিল ২০১৬। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৬।
- ↑ ক খ "'It is more difficult to make an impact in a short role'"। The Hindu। ৩ মে ২০১৬। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৬।
- ↑ "Sachin Pilgaonkar's daughter to debut in dad's directorial"। Zee News। ১ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১২ মে ২০১৬।
- ↑ "Shriya bags Most Promising Newcomer award"। The Times of India। ২১ জানুয়ারি ২০১৪। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৬।
- ↑ "Winners at the 51st Maharashtra State Awards"। The Times of India। সংগ্রহের তারিখ ৮ মে ২০১৬।
- ↑ "Ekulti Ek Movie Review"। The Times of India। ২৪ মে ২০১৩। সংগ্রহের তারিখ ১১ মে ২০১৬।
- ↑ ক খ গ ঘ ঙ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;WATCH OUT FOR SHRIYA PILGAONKAR
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি - ↑ "Shriya Pilgaonkar on bagging Haathi Mere Saathi: Its subject is something I feel strongly about"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৯-০১-১৪। সংগ্রহের তারিখ ২০১৯-০১-১৪।
- ↑ উদ্ধৃতি ত্রুটি:
<ref>
ট্যাগ বৈধ নয়;Sinners and superstars
নামের সূত্রটির জন্য কোন লেখা প্রদান করা হয়নি
বহিঃসংযোগ
[সম্পাদনা]- ইন্টারনেট মুভি ডেটাবেজে শ্রিয়া পিলগাঁওকর (ইংরেজি)
- ১৯৮৯-এ জন্ম
- ২১শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- মুম্বইয়ের চলচ্চিত্র প্রযোজক
- ভারতীয় নারী চলচ্চিত্র প্রযোজক
- ২০শ শতাব্দীর ভারতীয় অভিনেত্রী
- হিন্দি টেলিভিশনের অভিনেত্রী
- ভারতীয় মঞ্চ অভিনেত্রী
- ভারতীয় নারী চলচ্চিত্র পরিচালক
- মুম্বইয়ের চলচ্চিত্র পরিচালক
- মারাঠি ব্যক্তি
- মুম্বইয়ের অভিনেত্রী
- ভারতীয় টেলিভিশন অভিনেত্রী
- ভারতীয় চলচ্চিত্র অভিনেত্রী
- হিন্দি চলচ্চিত্র অভিনেত্রী
- মারাঠি চলচ্চিত্র অভিনেত্রী
- জীবিত ব্যক্তি
- মহারাষ্ট্রের নারী ব্যবসায়ী