শ্যামলী সিনেমা হল
পরিভ্রমণে ঝাঁপ দিন
অনুসন্ধানে ঝাঁপ দিন
![]() | |
প্রেক্ষাগৃহ | |
শিল্প | চলচ্চিত্র |
প্রতিষ্ঠাকাল | ২৬ মার্চ ১৯৭৬[১] শ্যামলী, ঢাকা, বাংলাদেশ | ,
প্রতিষ্ঠাতা | এম এ গাফফার |
সদরদপ্তর | শ্যামলী স্কয়ার, শ্যামলী, মিরপুর, ঢাকা-১২০৭ |
ওয়েবসাইট | shyamolicinema |
শ্যামলী সিনেমা হল বাংলাদেশের রাজধানী ঢাকার মিরপুর থানার শ্যামলীতে অবস্থিত একটি চলচ্চিত্র প্রেক্ষাগৃহ। মূলত এই প্রেক্ষাগৃহের নামানুসারেই এলাকাটির নামকরণ করা হয়েছে "শ্যামলী"।
ইতিহাস[সম্পাদনা]
এম এ গাফফার ১৯৭৬ সালের ২৬ মার্চ শ্যামলী সিনেমা হল চালু করেন।[১][২] এর আসন সংখ্যা ছিল ১৩০০।[২] শ্যামলীতে প্রদর্শিত প্রথম সিনেমাটি ছিল জাল থেকে জ্বালা।[১] ২০০৭ সালে শ্যামলী সিনেমা হলের পুরোনো ভবনটি ভেঙে শ্যামলী স্কয়ার মার্কেট কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হয়। ফলে ঐ বছরের ৩১ আগস্ট শ্যামলী সিনেমা বন্ধ হয়ে যায়। পরবর্তীতে এম এ গাফফারের পাঁচ ছেলের উদ্যোগে ২০১৪ সালের ১৪ এপ্রিল শ্যামলী স্কয়ার কমপ্লেক্সের এক অংশে নতুন রূপে শ্যামলী সিনেমা হল চালু হয়।[২][৩] সিনেমা হলটিতে আধুনিক সুযোগ সুবিধা যোগ করা হয় এবং আসন সংখ্যা কমিয়ে ৩০৬টিতে নিয়ে আসা হয়।[২][৪]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ গ "দর্শকপ্রিয়তা পেয়েছে শ্যামলী সিনেমা হল"। দৈনিক প্রথম আলো। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৯।
- ↑ ক খ গ ঘ "শ্যামলী সিনেমা"। বাংলা মুভি ডেটাবেজ। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৯।
- ↑ "পাততাড়ি গুটাচ্ছে সিনেমা হলগুলো"। দৈনিক যুগান্তর। ২৩ ফেব্রুয়ারি ২০১৬। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৯।
- ↑ "Shyamoli Cineplex inaugerated" (ইংরেজি ভাষায়)। দ্য ডেইলি স্টার। ১৩ এপ্রিল ২০১৪। সংগ্রহের তারিখ ১৫ মার্চ ২০১৯।
বহিঃসংযোগ[সম্পাদনা]
![]() |
উইকিমিডিয়া কমন্সে শ্যামলী সিনেমা হল সংক্রান্ত মিডিয়া রয়েছে। |
![]() |
বাংলাদেশ বিষয়ক এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |