শ্যামলী, ঢাকা

স্থানাঙ্ক: ২৩°৪৬′৩০″ উত্তর ৯০°২১′৫৬″ পূর্ব / ২৩.৭৭৪৮৯৯° উত্তর ৯০.৩৬৫৫৫৩° পূর্ব / 23.774899; 90.365553
উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে

শ্যামলী বাংলাদেশের রাজধানী ঢাকার একটি ব্যস্ততম এলাকা।

নামকরণ[সম্পাদনা]

এই এলাকায় শ্যামলী সিনেমা হল নামে একটি প্রেক্ষাগৃহ রয়েছে, যার নাম থেকে এই এলাকার নামকরণ করা হয়েছে “শ্যামলী”। তবে ২০০৭ সালে পুরনো সিনেমা হল ভবনটি ভেঙে শ্যামলী স্কয়ার মার্কেট কমপ্লেক্স নির্মাণ করা হলে নবনির্মিত ভবনে ২০১৪ সাল থেকে নতুনভাবে শ্যামলী সিনেমা হল চালু হয়।[১]

তথ্যসূত্র[সম্পাদনা]