শেখপাড়া দুঃখী মাহমুদ কলেজ
ধরন | এমপিও ভুক্ত কলেজ |
---|---|
স্থাপিত | ৯ সেপ্টেম্বর ১৯৯৪ |
প্রতিষ্ঠাতা | বাংলাদেশ সরকার |
অধিভুক্তি | উচ্চ মাধ্যমিক: মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড, যশোর ডিগ্রি: জাতীয় বিশ্ববিদ্যালয় |
ইআইআইএন | ১১৬৮২৮ |
অধ্যক্ষ | আসাদুর রহমান শাহিন |
শিক্ষায়তনিক ব্যক্তিবর্গ | ৪০+ |
শিক্ষার্থী | ২০০০+ |
ঠিকানা | শেখপাড়া, শৈলকূপা উপজেলা, ঝিনাইদহ জেলা , |
নিকটস্থ স্থান | ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ |
ক্রীড়া | ফুটবল, ক্রিকেট, ভলিবল |
ওয়েবসাইট | ডিএম কলেজ |
শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজ ঝিনাইদহ জেলার শৈলকূপা উপজেলায় অবস্থিত একটি কলেজ।[১][২][৩][৪] তবে কলেজটি সংক্ষেপে ডিএম কলেজ নামেই অধিক পরিচিতি পেয়েছে।[৫] প্রাতিষ্ঠানিক মান ও উচ্চ শিক্ষার সুযোগের দিক থেকে এই কলেজের সুনাম রয়েছে।[৬] কলেজটি খুব ইসলামী বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের নিকটে অবস্থিত। বর্তমানে এই কলেজের অধ্যক্ষের নাম আসাদুর রহমান শাহিন[১] কলেজটি ১৯৯৪ সালের ৯ সেপ্টেম্বর প্রতিষ্ঠা হয়েছে।[৭]
শিক্ষা ব্যবস্থা
[সম্পাদনা]দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে ১১ থেকে ভর্তি নেওয়া হয়। এই কলেজে এইচএসসি শ্রেণীতে বিজ্ঞান, বাণিজ্য ও মানবিক বিভাগ চালু রয়েছে। এবং এরপরে শিক্ষার্থীদের ডিগ্রি করার সুযোগ রয়েছে।
ভর্তি কার্যক্রম
[সম্পাদনা]বর্তমানে কলেজটিতে ডিজিটাল পদ্ধতিতে ভর্তি করা হয়ে থাকে। ষষ্ঠ শ্রেণীতে ভর্তি হবার সুযোগ থাকে, আবার একাদশ-দ্বাদশ শ্রেণির ভর্তির জন্য প্রথমে অনলাইনে আবেদন করতে হয়। পরবর্তীতে আবেদন অনলাইনেই যাচাই-বাছাই এর পর যাদের আবেদন গৃহীত হয় শুধুমাত্র তারাই ভর্তি হতে পারে। ভর্তির এ কার্যক্রমটিও অনলানেই হয়ে থাকে।
পোশাক
[সম্পাদনা]- ছেলেদের পোশাক:
- নীল শার্ট
- কালো প্যান্ট
- কালো জুতা
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "শৈলকুপার শেখপাড়া দুঃখী মাহমুদ ডিগ্রি কলেজে মতবিনিময় সভা"। শৈলবার্তা (ইংরেজি ভাষায়)। ২০২০-০২-১৫। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯।[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
- ↑ "Sheikhpara Dukhi Mahmud College | Khulna Division"। BizSouthAsia (ইংরেজি ভাষায়)। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯।
- ↑ "Sheikhpara Dukhi Mahmud College"। sheikhparadukhimahmudcollege.jessoreboard.gov.bd। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯।
- ↑ "শেখপাড়া দুঃখী মাহমুদ (ডি, এম) কলেজ"। সরকারি ওয়েবসাইট। ৯ জুলাই ২০২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ৯ জুলাই ২০২১।
- ↑ "শেখপাড়া ডিএম কলেজে আব্দুস সালাম খোকন স্মরণে দোয়া মাহফিল"। newssonarbangla (ইংরেজি ভাষায়)। ২০২১-০৫-২৪। ২০২১-০৭-০৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯।
- ↑ "আনন্দে ভাসছে শিক্ষক, অভিভাবক,কর্মচারীরা"। বিজনেস বাংলাদেশ (ইংরেজি ভাষায়)। ২০২১-০৪-১১। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯।
- ↑ "Sheikh Para Dukhi Mahamud Degree College - Sohopathi | সহপাঠী" (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২১-০৭-০৯।