শি সেস ইন্ডিয়া
শি সেস ইন্ডিয়া একটি এনজিও যা ভারতের মুম্বাইতে অবস্থিত, এই সংস্থাটি লিঙ্গ সমতা এবং মহিলাদের বিভিন্ন বিষয়ের ওপর কাজ করে। এদের সংস্থার ওয়েবসাইটটি বিভিন্ন আঞ্চলিক এবং আন্তর্জাতিক ভাষাতে পড়া যায়, যাতে বিভিন্ন সম্প্রদায়ের মানুষ এটি পড়তে এবং লিঙ্গ ভিত্তিক সংসিতার প্রতিবিধান মেকানিসম ও আইনগুলি জানতে পারেন।[১] এটি প্রতিষ্ঠা ও প্রতিনিধিত্ত করেন বিশিষ্ট আইনজীবী ও সমাজ সেবী শ্রীমতি ত্রিশা সেটটি।[২]
ভিশন ও মিশন
[সম্পাদনা]শি সেস ইন্ডিয়ার লক্ষ্য যুব সমাজকে লিঙ্গ ভিত্তিক বৈষ্যম দূর করা এবং সমাজে মহিলাদের বিষয় আলোচনা করতে শেখানো যাতে তারা ইউএন-এর সাস্টয়েনএবেল ডেভেলপমেন্ট গোলস পরিপূর্ণ করতে সক্ষম হয়। এনজিও যৌন সহিংসতা; শিক্ষা; স্বাস্থ্যসেবা ও স্বাস্থ্যব্যবস্থা; নিরাপত্তা ও জনগনের নীতি কার্যক্ষেত্র নিয়ে কাজ করে।[১]
কাজ
[সম্পাদনা]এই ওয়েবসাইটটি ভারতের যৌন্য সহিংসতার ভিষয়ে সহজ ভাষায় তথ্য প্রদান করে।[৩] এটি এক এক করে এফএইআর করা, পুলিশ স্টেশনে, হাসপাতালে গিয়ে এবং আদালতে গিয়ে কি কি করতে এবং মনে রাখতে হবে সেটি বোঝায়।[৪] এই তথ্যগুলি হিন্দি, মারাঠি ও জার্মান ভাষায় ওয়েবসাইটটিতে উপস্থিত।[৫]
এরা গ্লোবাল সিটিজেন নামক একটি সংস্থার ভারতীয় শাখার সাথে যুক্ত হয়ে স্যানিটারি ন্যাপকিনকে কর মুক্ত করার আবেদন জানায়।[২] এই এনজিওটি সেই সব মহিলাদের কাউন্সেল্লিং করতে সাহয্য করে যারা যৌন্য হিংসার শিকার।[৫] এর জন্য এরা নিকটবর্তী থানা, হাসপাতাল ও মনস্তাত্ত্বিকের ঠিকানা প্রদান করেন। এরা এদের ডিরেক্টরিতে আইনজীবী ও স্ত্রীরোগবিশারদদের সংখ্যা বাড়ানোর চেষ্টা করছেন, যাতে এরা এই সব প্রতারিত মহিলাদের সাহয্য করতে পারেন।[৩]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "She Says | About"। www.shesays.in (ইংরেজি ভাষায়)। ২০১৭-০৪-২২ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৭।
- ↑ ক খ "Remove VAT from sanitary napkins | Latest News & Updates at Daily News & Analysis"। dna (ইংরেজি ভাষায়)। ২০১৬-১১-২০। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৭।
- ↑ ক খ "Soon, one-stop portal to combat sexual crimes"। The Indian Express (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৪-২০। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৫।
- ↑ "Latin American Herald Tribune - Young Indian Woman Takes Fight against Sexual Violence Online"। www.laht.com। ২০১৭-০৫-১৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৫।
- ↑ ক খ "Now, a one-stop online portal for women affected by sexual abuse | Latest News & Updates at Daily News & Analysis"। dna (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৮-১৭। সংগ্রহের তারিখ ২০১৭-০৪-১৫।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- অফিসিয়াল ওয়েবসাইট ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ৩০ এপ্রিল ২০১৭ তারিখে