শাহ সুজা
শাহ সুজা | |
---|---|
মুঘল শাহজাদা | |
![]() শাহ সুজার তৈলচিত্র | |
জন্ম | ২৩ জুন ১৬১৬ |
মৃত্যু | ১৬৬০ (বয়স ৪৩–৪৪) |
বংশধর | সুলতান অইন-উদ-দিন, বুলন্দ আখতার, জয়নুল আবেদীন,গুলরুখ বানু,রোশনারা বেগম,আমিনা বেগম |
রাজবংশ | তৈমুর |
পিতা | শাহ জাহান |
মাতা | মুমতাজ মহল |
ধর্ম | ইসলাম |
শাহজাদা সুজা(শাহ সুজা হিসেবেও পরিচিত) বাংলার সুবাদার মোগল সম্রাট শাহজাহানের দ্বিতীয় ছেলে। তিনি বাংলার সুবাদার ছিলেন ১৬৩৯ থেকে ১৬৬০ খ্রিষ্টাব্দ পর্যন্ত।[১] তিনি আপন ভাই শাহ জামানকে সরিয়ে সাত বছর ধরে মসনদে অধিষ্ঠিত থাকেন।
স্থাপত্যানুরাগ[সম্পাদনা]
স্থাপত্যকর্মের প্রতি তার বিশেষ অনুরাগ ছিল। ঢাকা থেকে তিনি মুর্শিদাবাদে রাজধানী স্থানান্তর করলেও ঢাকা ও আশপাশের এলাকায় বেশ কিছু স্থাপনা নির্মিত হয়েছিল তার সময়ে। তন্মধ্যে সবচেয়ে বিখ্যাত স্থাপনাটি হলো বড় কাটরা, আরো আছে ধানমন্ডির শাহী ঈদগাহ এবং লালবাগ মসজিদ। এ ছাড়া কুমিল্লায় রয়েছে শাহ সুজা মসজিদ।[১]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ ক খ মোগল স্থাপত্য : মসজিদ তিন গম্বুজের স্মৃতি চার শতকের, আশীষ-উর-রহমান; দৈনিক প্রথম আলো; ১০ আগস্ট ২০১০ তারিখে ঢাকা থেকে প্রকাশিত।