আব্দুর রহমান বদি

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
মাননীয় সংসদ সদস্য
আব্দুর রহমান বদি
পূর্বসূরীশাহজাহান চৌধুরী
২৯৭ নং (কক্সবাজার-৪) আসন আসনের
সংসদ সদস্য
কাজের মেয়াদ
২৯ ডিসেম্বর ২০০৮ – ৩০ ডিসেম্বর ২০১৮
উত্তরসূরীশাহীন আক্তার
সংখ্যাগরিষ্ঠবাংলাদেশ আওয়ামী লীগ
ব্যক্তিগত বিবরণ
জন্ম (1970-01-04) ৪ জানুয়ারি ১৯৭০ (বয়স ৫৪)
কক্সবাজার
নাগরিকত্ববাংলাদেশ
জাতীয়তাবাংলাদেশী
রাজনৈতিক দলবাংলাদেশ আওয়ামী লীগ
দাম্পত্য সঙ্গীশাহীন আক্তার
পেশারাজনীতি
জীবিকাব্যবসা
ধর্মইসলাম

আব্দুর রহমান বদি (জন্ম: ৪ জানুয়ারি ১৯৭০) হলেন বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও ২৯৭ নং (কক্সবাজার-৪) আসন থেকে নির্বাচিত সাবেক জাতীয় সংসদ সদস্য।[১] তিনি ২০১৪ সালের ৫ জানুয়ারি তারিখে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে একজন “সংসদ সদস্য” হিসাবে নির্বাচিত হন।[২]

জীবনী[সম্পাদনা]

২০০২ সালে বদি টেকনাফ পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন।পরবর্তীতে ২০০৮ সালে জাতীয় সংসদের সদস্য নির্বাচিত হন।

বিতর্ক[সম্পাদনা]

বাংলাদেশের বিভিন্ন সংবাদমাধ্যমের খবর অনুযায়ী তাকে অনেক সময় বাংলাদেশের ইয়াবার মূল হোতা হিসেবে বিচেবনা করা হয়।[৩] বাংলাদেশের মাদকের পৃষ্ঠপোষক হিসেবে রাষ্ট্রীয় সংস্থাসমূহে যে তালিকা প্রণয়ন করে তাতে বদিকে পৃষ্ঠপোষক হিসেবে এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আধিদপ্তরের তালিকায় তার নাম শীর্ষে দেখানো হয়েছে।[৪][৫][৬]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "১০ম জাতীয় সংসদ সদস্য তালিকা (বাংলা)"www.parliament.gov.bd। বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। ২০১৯-০১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮ 
  2. বাংলাদেশ গেজেট : অতিরিক্ত সংখ্যা (পিডিএফ)ঢাকা: নির্বাচন কমিশন, বাংলাদেশ। ৮ জানুয়ারি ২০১৪। পৃষ্ঠা ২৩৩। ২৪ জানুয়ারি ২০১৪ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১০ ফেব্রুয়ারি ২০১৮ 
  3. "আ.লীগের মনোনয়ন ফরম নিলেন ৪ 'ইয়াবা ব্যবসায়ী'" 
  4. "সাংসদ বদি সৌদি গেছেন" 
  5. Pratidin, Bangladesh। "বদি কেন আলোচনায় - বাংলাদেশ প্রতিদিন" 
  6. (www.dw.com), Deutsche Welle। "মাদকবিরোধী অভিযান: আলোচনায় এমপি বদি - DW - 24.05.2018"DW.COM 

বহিঃসংযোগ[সম্পাদনা]