শাহজাহান মিয়া (পটুয়াখালীর রাজনীতিবিদ)
এ্যাডভোকেট শাহজাহান মিয়া | |
---|---|
বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী | |
কাজের মেয়াদ ২৪ জানুয়ারি ২০০৯ – ২১ নভেম্বর ২০১৩ | |
পূর্বসূরী | এ. এফ. হাসান আরিফ |
উত্তরসূরী | মুজিবুল হক মুজিব |
পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য | |
কাজের মেয়াদ ৬ জানুয়ারি ২০১৯ – ২১ অক্টোবর ২০২৩ | |
পূর্বসূরী | এবিএম রুহুল আমিন হাওলাদার |
উত্তরসূরী | আফজাল হোসেন |
কাজের মেয়াদ ৬ জানুয়ারি ২০০৯ – ২৪ জানুয়ারি ২০১৪ | |
পূর্বসূরী | আলতাফ হোসেন চৌধুরী |
উত্তরসূরী | এবিএম রুহুল আমিন হাওলাদার |
কাজের মেয়াদ ১২ জুন ১৯৯৬ – ১ অক্টোবর ২০০১ | |
পূর্বসূরী | আলতাফ হোসেন চৌধুরী |
উত্তরসূরী | আলতাফ হোসেন চৌধুরী |
ব্যক্তিগত বিবরণ | |
জন্ম | মো. শাহজাহান মিয়া ১৭ জানুয়ারি ১৯৪০ পটুয়াখালী, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত। (বর্তমান বাংলাদেশ) |
মৃত্যু | ২১ অক্টোবর ২০২৩ বিএসএমএমইউ, ঢাকা |
সমাধিস্থল | পটুয়াখালী পৌর কবরস্থান |
জাতীয়তা | ব্রিটিশ ভারত (১৯৪৭ সাল পর্যন্ত) পাকিস্তান (১৯৭১ সালের পূর্বে) বাংলাদেশ |
রাজনৈতিক দল | বাংলাদেশ আওয়ামী লীগ |
সন্তান | ৩ ছেলে, ১ মেয়ে |
প্রাক্তন শিক্ষার্থী | সরকারি ব্রজমোহন কলেজ |
পেশা | আইনজীবী ও রাজনীতিবিদ |
শাহজাহান মিয়া (১৭ জানুয়ারি ১৯৪০ — ২১ অক্টোবর ২০২৩) বাংলাদেশের একজন রাজনীতিবিদ ও আইনজীবী ছিলেন। তিনি পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য ও শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় ধর্ম প্রতিমন্ত্রী ছিলেন।[১][২]
প্রাথমিক জীবন
[সম্পাদনা]শাহজাহান মিয়া ১৭ জানুয়ারি ১৯৪০ সালে পটুয়াখালী জেলায় জন্মগ্রহণ করেন।
কর্মজীবন
[সম্পাদনা]শাহজাহান মিয়া পটুয়াখালী জেলা আইনজীবী সমিতির সভাপতি ছিলেন।
রাজনৈতিক জীবন
[সম্পাদনা]শাহজাহান মিয়া ষাটের দশকে বিএম কলেজ থেকে ছাত্রাবস্থায় রাজনৈতিক জীবন শুরু করেন।
১৯৬৭ সালে মহকুমা আওয়ামী লীগের প্রচার সম্পাদক, ১৯৬৯ সালে পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সদস্য ও ১৯৯১ সাল থেকে ডিসেম্বর ২০১৯ পর্যন্ত পটুয়াখালী জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্ব পালন করেন।[৩][৪]
১৯৭৩ সালে পটুয়াখালী পৌরসভার সাবেক চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলেন।
তিনি ১২ জুন ১৯৯৬ সালের সপ্তম, ২০০৮ সালের নবম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন।[১][৫][৬][৭]
১৯৯১ সালের পঞ্চম ও ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে অংশগ্রহণ করে পরাজিত হন।[১]
শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভায় তিনি ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।[২]
পারিবারিক জীবন
[সম্পাদনা]বিবাহিত জীবনে অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়ার তিন ছেলে, এক মেয়ে। বড় ছেলে আখতারুজ্জামান বাচ্চু জেলা আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশবিষয়ক সম্পাদক। মেজ ছেলে মো. তারিকুজ্জামান মনি জেলা আওয়ামী লীগের সদস্য ও পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক।
মৃত্যু
[সম্পাদনা]শাহজাহান মিয়া ২১ অক্টোবর ২০২৩ শনিবার সকাল ৬টার দিকে ঢাকার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ।[৮]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ গ "শাহজাহান মিয়া"। প্রথম আলো। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ ক খ "ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ে কর্মরত মন্ত্রী/প্রতিমন্ত্রী/উপমন্ত্রী/উপদেষ্টাগণের নাম ও কর্মকাল"। বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন। ২৮ ডিসেম্বর ২০২০ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২৮ ডিসেম্বর ২০২০।
- ↑ "পটুয়াখালী জেলা আ.লীগের সভাপতি আলমগীর, সম্পাদক মন্নান"। Barta24 (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৮-৩০।
- ↑ "পটুয়াখালী-১: নৌকায় ভোট চাইলেন শাহজাহান মিয়া"। দৈনিক যুগান্তর। সংগ্রহের তারিখ ৩১ ডিসেম্বর ২০১৮।
- ↑ "৭ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা" (পিডিএফ)। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখে মূল (পিডিএফ) থেকে আর্কাইভ করা।
- ↑ "৯ম জাতীয় সংসদে নির্বাচিত মাননীয় সংসদ-সদস্যদের নামের তালিকা"। জাতীয় সংসদ। বাংলাদেশ সরকার। ২০১৬-১১-২৭ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০২০-১২-২৮।
- ↑ "১১তম সংসদের সদস্যবৃন্দ"। জাতীয় সংসদ। ২১ ফেব্রুয়ারি ২০১৯। ২০১৯-১০-১৪ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৪ অক্টোবর ২০১৯।
- ↑ "পটুয়াখালী-১ আসনের সংসদ সদস্য শাহজাহান মিয়া আর নেই"। Jugantor (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২৩-১০-২১।
- ১৯৪০-এ জন্ম
- ২০২৩-এ মৃত্যু
- পটুয়াখালী জেলার রাজনীতিবিদ
- পটুয়াখালী জেলার আইনজীবী
- সপ্তম জাতীয় সংসদ সদস্য
- নবম জাতীয় সংসদ সদস্য
- একাদশ জাতীয় সংসদ সদস্য
- শেখ হাসিনার দ্বিতীয় মন্ত্রিসভার সদস্য
- বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতিবিদ
- সরকারি ব্রজমোহন কলেজ, বরিশালের প্রাক্তন শিক্ষার্থী
- বাংলাদেশের সাবেক প্রতিমন্ত্রী
- বাংলাদেশের ধর্ম প্রতিমন্ত্রী