শালিগ্রামম
শালিগ্রামম சாலிகிராமம் | |
---|---|
চেন্নাইয়ের অঞ্চল | |
শালিগ্রামম | |
স্থানাঙ্ক: ১৩°০২′৫৩″ উত্তর ৮০°১২′০৫″ পূর্ব / ১৩.০৪৮১° উত্তর ৮০.২০১৪° পূর্ব | |
রাষ্ট্র | ভারত |
রাজ্য | তামিলনাড়ু |
জেলা | চেন্নাই |
মহানগর | চেন্নাই |
উচ্চতা | ১৭ মিটার (৫৬ ফুট) |
ভাষা | |
• দাপ্তরিক | তামিল |
সময় অঞ্চল | ভারতীয় প্রমাণ সময় (ইউটিসি+৫:৩০) |
পিন | ৬০০০৯৩[১] |
যানবাহন নিবন্ধন | TN 10 (টিএন ১০) |
শালিগ্রামম দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের চেন্নাই জেলার একটি আবাসিক অঞ্চল৷ ১৯৭৭ খ্রিস্টাব্দে চেন্নাই শহরের অনুভূত হওয়ার পূর্বে এটি পূর্বতন কাঞ্চীপুরম জেলার সঈদাপেট তালুকের অন্তর্ভুক্ত ছিল।[২]
অবস্থান
[সম্পাদনা]শালিগ্রামম লোকালয়ের পূর্ব দিকে বড়পালনি, পশ্চিম দিকে বৃকমবক্কম, দক্ষিণ দিকে কলাজ্ঞ করুণানিধি নগর ও উত্তর দিকে কোয়মবেড়ু রয়েছে। আর্কট রোডের উপর অবস্থিত এই লোকালয়ের নিকটতম রেলস্টেশন হল কোটমবক্কম রেলওয়ে স্টেশন। অতি নিকটে রয়েছে পোরূর সড়ক জংশন ও বড়পালনি মেট্রো স্টেশন। এটি কূবম নদীর দক্ষিণ তীরে অবস্থিত।
রামানুজ ও শালিগ্রামম
[সম্পাদনা]দক্ষিণ ভারতের প্রখ্যাত দার্শনিক রামানুজ আচার্য ১০১৭ খ্রিস্টাব্দে শ্রীপেরুম্বুদুরে জন্মগ্রহণ করেছিলেন। ছোটবেলায় তিনি তাঁর গুরু যাদব প্রকাশের কাছ থেকে বেদ শেখার জন্য কাঞ্চী যান। তিনি গৃহ ত্যাগ করেন এবং শ্রীরঙ্গমের জ্যোতিরাজ নামে এক সন্ন্যাসীর কাছ থেকে দীক্ষা নেন। রামানুজ মহীশূরের শ্রীরঙ্গম থেকে শালিগ্রামম নামক স্থানে চলে এসেছিলেন। রামানুজ সেই অঞ্চলে বারো বছর বৈষ্ণব মত প্রচার করেছিলেন। এর পরে বৈষ্ণব মত প্রচারের জন্য তিনি পুরো ভারত ভ্রমণ করেছিলেন। ১১৩৩ খ্রিস্টাব্দে তিনি ১২০ বছর পূর্ণ করেন এবং ব্রাহ্মণ হন।[৩][৪]
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ https://www.pincode.net.in/TAMIL_NADU/CHENNAI/S/SALIGRAMAM
- ↑ "Chennai Historical Timeline"। ExploCity। ২২ জানুয়ারি ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ সেপ্টে ২০১২।
- ↑ "Sri Ramanuja's gift to the Lord"। The Hindu। India। ২৪ ডিসেম্বর ২০১২।
- ↑ C. J. Bartley (২০১৩)। The Theology of Rāmānuja: Realism and Religion। Routledge। পৃষ্ঠা 1–4, 52–53, 79। আইএসবিএন 978-1-136-85306-7।