শাম্মাইয়া মাদ্রাসা

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
শাম্মাইয়া মাদ্রাসা
مدرسة الشماعية
মাদ্রাসার স্মারক ফলক
মাদ্রাসার স্মারক ফলক
ধরনমাদ্রাসা
প্রতিষ্ঠাতাআবু যাকারিয়া ইয়াহিয়া
ধর্মীয় অধিভুক্তি
ইসলাম
ঠিকানা,
মানচিত্র

শাম্মাইয়া মাদ্রাসা (আরবি: مدرسة الشماعية) তিউনিশিয়ার তিউনিসে অবস্থিত একটি মাদ্রাসা

অবস্থান[সম্পাদনা]

মাদ্রাসাটি সুক এচামাইন এর নিকটবর্তী শাম্মাইয়া আল মাদ্রাসা গলিতে অবস্থিত। যা পরে সউক এল ব্লাগগিয়া হয়ে ওঠে।

ইতিহাস[সম্পাদনা]

শাম্মাইয়া প্রথম হাফসিদ সুলতান আবু যাকারিয়া ইয়াহইয়ের নির্দেশ অনুসারে মাগরেব অঞ্চলের প্রথম মাদ্রাসা হিসাবে নির্মিত হয়। আলি ইবনে মোহাম্মদ ইবনে আল-কাসেম এই নির্মাণকাজের দেখাশুনার দায়িত্বে পালন করেন।[১]

সমাজে মাদ্রাসাটির একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। এর বেশিরভাগ শিক্ষার্থী পরবর্তীকালে আল-জায়তুনা মসজিদের ইমাম হয়েছেন।[২]

কয়েক দশক ধরে মাদ্রাসাটি বিকশিত হয়। ১৭ তম শতাব্দীতে মাদ্রাসার সম্পত্তির ব্যবস্থাপক আবু আল-গাইথ আল কাচাচ মাদ্রাসাটিকে পুননির্মাণ করেন।

মাদ্রাসাটির বর্তমান স্থাপত্যটি ১৬৪০ এবং ১৬৪৭ সালের মধ্যবর্তী সময়ে তিউনিসের বেগ আহমেদ খোদজার পুননির্মাণের পরবর্তী ফলাফল।

স্থাপত্য[সম্পাদনা]

এছ চামাইয়া গলির ধাতব ফলক
এছ চামাইয়া মাদ্রাসার প্রবেশপথ

হাফসিদ যুগের অন্যান্য কীর্তিস্তম্ভের তুলনায় মাদ্রাসাটির সজ্জা এবং শৈলী সাধারণ।

বর্তমান পরিস্থিতি[সম্পাদনা]

নব্বইয়ের দশকে মাদ্রাসা পুননির্মাণ করা হয়। বর্তমানে চামড়া ও জুতার কারিগরদের প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ব্যবহার হয়।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://www.discoverislamicart.org/database_item.php?id=monument;ISL;tn;Mon01;13;fr
  2. Mohamed Béji Ben Mami, Monuments de la médina de Tunis à travers les âges