লোরিস বেনিতো

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
লরিস বেনিতো
২০১৪ সালে সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১ দলের হয়ে বেনিতো
ব্যক্তিগত তথ্য
পূর্ণ নাম লরিস বেনিতো সুতো
জন্ম (1992-01-07) ৭ জানুয়ারি ১৯৯২ (বয়স ৩২)
জন্ম স্থান আরাউ, সুইজারল্যান্ড
উচ্চতা ১.৮৪ মিটার (৬ ফুট  ইঞ্চি)
মাঠে অবস্থান রক্ষণভাগের খেলোয়াড়
ক্লাবের তথ্য
বর্তমান দল
বর্দো
জার্সি নম্বর ২৩
যুব পর্যায়
২০০০–২০০৯ আরাউ
জ্যেষ্ঠ পর্যায়*
বছর দল ম্যাচ (গোল)
২০০৯–২০১২ আরাউ ৪৭ (২)
২০১২–২০১৪ জুরিখ ৫৮ (০)
২০১৪–২০১৫ বেনফিকা (০)
২০১৫ বেনফিকা বি (০)
২০১৫–২০১৯ ইয়াং বয়েজ ৭১ (২)
২০১৯– বর্দো ২৪ (১)
জাতীয় দল
২০১০–২০১১ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ ১২ (১)
২০১১–২০১২ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২০ (০)
২০১৪ সুইজারল্যান্ড অনূর্ধ্ব-২১ (০)
২০১৮– সুইজারল্যান্ড (১)
* কেবল ঘরোয়া লিগে ক্লাবের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা গণনা করা হয়েছে এবং ১১:১৮, ২৩ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সকল তথ্য সঠিক।
‡ জাতীয় দলের হয়ে ম্যাচ ও গোলসংখ্যা ১১:১৮, ২৩ জুন ২০২১ (ইউটিসি) তারিখ অনুযায়ী সঠিক।

লরিস বেনিতো সুতো (স্পেনীয়: Loris Benito; জন্ম: ৭ জানুয়ারি ১৯৯২; লরিস বেনিতো নামে সুপরিচিত) হলেন একজন সুইজারল্যান্ডীয় পেশাদার ফুটবল খেলোয়াড়। তিনি বর্তমানে ফ্রান্সের পেশাদার ফুটবল লিগের শীর্ষ স্তর লিগ ১-এর ক্লাব বর্দো এবং সুইজারল্যান্ড জাতীয় দলের হয়ে রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেলেন। তিনি মূলত বাম পার্শ্বীয় রক্ষণভাগের খেলোয়াড় হিসেবে খেললেও মাঝেমধ্যে কেন্দ্রীয় রক্ষণভাগের খেলোয়াড় এবং বাম পার্শ্বীয় মধ্যমাঠের খেলোয়াড় হিসেবে খেলে থাকেন।

২০১০ সালে, বেনিতো সুইজারল্যান্ড অনূর্ধ্ব-১৯ দলের হয়ে সুইজারল্যান্ডের বয়সভিত্তিক পর্যায়ে অভিষেক করেছিলেন। প্রায় ৪ বছর যাবত সুইজারল্যান্ডের বয়সভিত্তিক দলের হয়ে খেলার পর, তিনি ২০১৮ সালে সুইজারল্যান্ডের হয়ে আন্তর্জাতিক পর্যায়ে অভিষেক করেছেন; সুইজারল্যান্ডের জার্সি গায়ে তিনি এপর্যন্ত ৫ ম্যাচে ১টি গোল করেছেন। তিনি সুইজারল্যান্ডের হয়ে এপর্যন্ত ১টি উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে (২০২০) অংশগ্রহণ করেছেন।

দলগতভাবে, বেনিতো এপর্যন্ত ৬টি শিরোপা জয়লাভ করেছেন, যার মধ্যে ৩টি বেনফিকার হয়ে, ১টি জুরিখের হয়ে এবং ২টি ইয়াং বয়েজের হয়ে জয়লাভ করেছেন।

প্রারম্ভিক জীবন[সম্পাদনা]

লরিস বেনিতো সুতো ১৯৯২ সালের ৭ই জানুয়ারি তারিখে সুইজারল্যান্ডের আরাউয়ে জন্মগ্রহণ করেছেন এবং সেখানেই তার শৈশব অতিবাহিত করেছেন। তিনি স্পেনীয় (ভালেন্সীয়) বংশোদ্ভূত। তিনি সুইজারল্যান্ডীয় সাবেক গোলরক্ষক ইভান বেনিতোর ভাগ্নে।[১] বেনিতো জার্মান, ইতালীয়, স্পেনীয়, ইংরেজি, পর্তুগিজ এবং ফরাসি ভাষায় সাবলীলভাবে কথা বলতে পারেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Wiederkehr, David (৪ আগস্ট ২০১৩)। "Auf dem Lehrpfad nach oben"Tages-Anzeiger (German ভাষায়)। সংগ্রহের তারিখ ৬ সেপ্টেম্বর ২০২০ 
  2. admin (২০১৯-১০-১১)। "Football: Loris Benito looking for a new challenge … linguistics – News Sports: Football"News1 English (ইংরেজি ভাষায়)। ২০১৯-১২-২১ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৯-১১-১৮ 

বহিঃসংযোগ[সম্পাদনা]