ফুটবল ক্লাব জুরিখ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
জুরিখ
পূর্ণ নামফুসবলক্লাব জুরিখ
ডাকনামএফসিজেড / জুরিখ
প্রতিষ্ঠিত১ আগস্ট ১৮৯৬; ১২৭ বছর আগে (1896-08-01)
মাঠলেৎসিগ্রন্ড[১]
ধারণক্ষমতা২৬,১০৪
সভাপতিসুইজারল্যান্ড আনচিল্লো কানেপা
ম্যানেজারসুইজারল্যান্ড লুদোভিক মানিয়্যাঁ[২]
লিগসুইস সুপার লীগ
২০১৮–১৯৭ম
ওয়েবসাইটক্লাব ওয়েবসাইট
বর্তমান মৌসুম

ফুসবলক্লাব জুরিখ (জার্মান: Fussballclub Zürich, ইংরেজি: FC Zürich; এছাড়াও ফুটবল ক্লাব জুরিখ, এফসি জুরিখ, এফসিজেড অথবা শুধুমাত্র জুরিখ নামে পরিচিত) হচ্ছে জুরিখ ভিত্তিক একটি সুইস পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে সুইজারল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ সুইস সুপার লীগে খেলে। এই ক্লাবটি ১৮৯৬ সালের ১লা আগস্ট তারিখে প্রতিষ্ঠিত হয়েছে। এফসি জুরিখ তাদের সকল হোম ম্যাচ জুরিখের লেৎসিগ্রন্ডে খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ২৬,১০৪। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন লুদোভিক মানিয়্যাঁ এবং সভাপতির দায়িত্ব পালন করছেন আনচিল্লো কানেপা। সুইস গোলরক্ষক ইয়ানিক ব্রেখার এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]

ঘরোয়া ফুটবলে, এফসি জুরিখ এপর্যন্ত ২৩টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ১২টি সুইস সুপার লীগ, ১০টি সুইস কাপ এবং ১টি সুইস লীগ কাপ শিরোপা রয়েছে। অন্যদিকে ইউরোপীয় এবং আন্তর্জাতিক প্রতিযোগিতায়, এফসি বাজেলের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে ১৯৬৩–৬৪ এবং ১৯৭৬–৭৭ ইউরোপিয়ান কাপের সেমি-ফাইনালে পৌঁছানো।

অর্জন[সম্পাদনা]

ঘরোয়া[সম্পাদনা]

ইউরোপীয়[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "স্টেডিয়াম"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 
  2. "কর্মকর্তা"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 
  3. "ক্লাবের অবস্থান"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 
  4. "ফুটবল ক্লাব জুরিখ: বর্তমান দল"ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১২ জুলাই ২০২০ 

বহিঃসংযোগ[সম্পাদনা]

টেমপ্লেট:ফুটবল ক্লাব জুরিখ টেমপ্লেট:সুইস সুপার লীগ