লুডভিগ ফান বেটহোফেন
লুডভিগ ফান বেটহোফেন | |
---|---|
প্রাথমিক তথ্য | |
উপনাম | বেটহোফেন, বেঠোফেন, বিটোফেন |
জন্ম | বন (বর্তমান জার্মানিতে) | ১৭ ডিসেম্বর ১৭৭০
মৃত্যু | ২৬ মার্চ ১৮২৭ ভিয়েনা | (বয়স ৫৬)
ধরন | ধ্রুপদী/ক্লাসিক্যাল |
পেশা | সুরকার |
বাদ্যযন্ত্র | পিয়ানো, বেহালা |
লুডভিগ ফান বেটহোফেন[টীকা ১](জার্মান: [ˈluːtvɪç fan ˈbeːt.hoːfən] (; ১৭ ডিসেম্বর ১৭৭০ – ২৬ মার্চ ১৮২৭) একজন )জার্মান সুরকার এবং পিয়ানো বাদক। তাকে সর্বকালের শ্রেষ্ঠ সুরকারদের একজন মনে করা হয়। তিনি পাশ্চাত্য সঙ্গীতের ধ্রুপদী ও রোমান্টিক যুগের অন্তর্বর্তীকালীন সময়ের প্রভাবশালী ব্যক্তিত্ব। তাঁর খ্যাতি ও প্রতিভা পরবর্তী প্রজন্মের সুরকার, সঙ্গীতজ্ঞ ও শ্রোতাদের অনুপ্রাণিত করেছে।
জীবন
[সম্পাদনা]বেটহোফেনের জন্ম জার্মানির বন শহরে। তরুণ বয়সে তিনি সেখান থেকে অস্ট্রিয়ার ভিয়েনায় চলে আসেন ও সেখানেই বাকি জীবন কাটান। এখানে তিনি ইওসেফ হাইডেনের অধীনে দীক্ষা নেন এবং শিঘ্রই অসামান্যকৌশলী পিয়ানোবাদক হিসেবে খ্যাতিলাভ করেন। বয়স ত্রিশ ছোঁয়ার আগেই তিনি ধীরে ধীরে তাঁর শ্রবণশক্তি হারাতে থাকেন, কিন্তু এই ব্যক্তিগত বিপর্যয়ের মাঝেও তিনি বিশ্বকে বহুদিন ধরে অসাধারণ সব “মাস্টারপিস” উপহার দিয়ে যান। বেইটোভেন ছিলেন প্রথম “ফ্রি-ল্যান্স” সুরকারদের একজন — তিনি ভাড়ায় কনসার্ট পরিচালনা করতেন, তাঁর সুর প্রকাশকদের[১] কাছে বিক্রি করতেন ও কিছু সহৃদয় ধনীর কাছ থেকে ভাতা পেতেন — গির্জা বা কোন রাজকীয় সভায় স্থায়ী চাকরি করা তাঁর স্বভাবে ছিল না।
টীকা
[সম্পাদনা]- ↑ এই জার্মান ব্যক্তি বা স্থাননামটির বাংলা প্রতিবর্ণীকরণে উইকিপিডিয়া:বাংলা ভাষায় জার্মান শব্দের প্রতিবর্ণীকরণ শীর্ষক রচনাশৈলী নিদের্শিকাতে ব্যাখ্যাকৃত নীতিমালা অনুসরণ করা হয়েছে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ "কে ছিলেন বেটোফেন?"। DW.COM। সংগ্রহের তারিখ ২১ জুন ২০১৬।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- Beethoven-Haus Bonn ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১২ এপ্রিল ২০১৭ তারিখে, official website
- The Ira F. Brilliant Center for Beethoven Studies, The Beethoven Gateway ওয়েব্যাক মেশিনে আর্কাইভকৃত ১৯ এপ্রিল ২০১৭ তারিখে (San José State University)
- কার্লিতে লুডভিগ ফান বেটহোফেন (ইংরেজি)
- গুটেনবের্গ প্রকল্পে Ludwig van Beethoven-এর সাহিত্যকর্ম ও রচনাবলী (ইংরেজি)
- আন্তর্জাতিক সংগীত স্কোর লাইব্রেরি প্রকল্পে লুডভিগ ফান বেটহোফেন অনুযায়ী ফ্রি স্কোর
এই নিবন্ধটি অসম্পূর্ণ। আপনি চাইলে এটিকে সম্প্রসারিত করে উইকিপিডিয়াকে সাহায্য করতে পারেন। |