লহু বোলতা ভী হৈ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
'লহু বোলতা ভী হৈ'
লেখকসৈয়দ শাহ নওয়াজ আহমদ ও কৃষ্ণ কল্কি
বিষয়১৮৫৭ সনের মহা বিদ্রোহে নিহত মুসলিমদের আত্মত্যাগের বিষয়ে
প্রকাশনার তারিখ
হিন্দী সংস্করণ ২০১৭, উর্দূ সংস্করণ ২০১৯

লহু বোলতা ভী হৈ: সৈয়দ শাহ নওয়াজ কাদরীকৃষ্ণ কল্কি কর্তৃক লিখিত গ্রন্থ যেখানে ১৮৫৭ সালে মহা বিদ্রোহে নিহত অগণিত মুসলিমের আত্মত্যাগের ব্যাপারে আলোকপাত করা হয়েছে৷ বইটির হিন্দী সংস্করণে ১২৩৩ জন এবং উর্দূ সংস্করণে ১৭৬৮ জন মুসলিমদের পরিচয়কে বিধৃত করেছেন৷[১]

মন্তব্য[সম্পাদনা]

আউটলুক-এ লেখক বিমল কুমারের মতে, বইটিতে মুসলিম লিগের গঠনের ঐতিহাসিক পরিস্থিতি উল্লেখ করা হয়েছে এবং মুসলিমদের নিয়ে কংগ্রেসের অভ্যন্তরীণ নানান রাজনীতির বর্ণনাও রয়েছে। ১৮৫৭ সালের যুদ্ধ হিন্দু-মুসলমান একসাথে লড়েছিল এবং সেই যুদ্ধে "এক লক্ষ মুসলমান" নিহত হয়। কানপুর থেকে ফারুখাবাদের রাস্তার পাশে সমস্ত গাছে আলেমদের ফাঁসি দেওয়া হয়৷ একইভাবে দিল্লির চাঁদনি চক থেকে খাইবার পর্যন্ত সব গাছে ওলামাদের ফাঁসি দেওয়া হয়। ১৪ হাজার উলামায়ে কেরামকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছিল৷[২]

উর্দু সংবাদপত্র সিয়াসাত অনুসারে এই বইটিতে ৪৩ জন মহিলা এবং ১৭২৫ জন পুরুষ অবদানকে সংক্ষেপে তুলে ধরা হয়েছে। আমিনা তৈয়্যবজি, বেগম কুলসুম সিয়ানি, নিশাত আলনিসা-ই-বেগম (বেগম হাসরাত মোহানি), আবাদি বানো বেগম (বি আম্মান), রিহানা তৈয়্যবজি এবং অরুনা আসিফ আলী দের ভূমিকাও আলোচনা করা হয়েছে৷[৩]

আরও দেখুন[সম্পাদনা]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. क़ादरी, सैय्यद शाहनवाज़ अहमद; कल्कि, कृष्ण (২০১৭)। लहू बोलता भी है: जंगे-आज़ादी-ए-हिन्द के मुस्लिम किरदार (হিন্দি ভাষায়)। Lokabandhu Rājanārāyaṇa ke loga। আইএসবিএন 978-81-934539-0-2 
  2. विमल कुमार। "जंगे-आजादी में मुसलमानों की कुर्बानियां"https://www.outlookhindi.com/ (ইংরেজি ভাষায়)।  |ওয়েবসাইট= এ বহিঃসংযোগ দেয়া (সাহায্য)
  3. "Tabsara: کتاب : لہو بولتا بھی ہے جنگ ِآزادی ہند کے مسلم کردار" 

বহিঃসংযোগ[সম্পাদনা]