ললিত কুমার দলে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
ললিত কুমার দলে
সংসদ সদস্য, লোকসভা
কাজের মেয়াদ
১৯৭৭ – ১৯৮০
সংসদীয় এলাকালখিমপুর
আসাম বিধানসভার সদস্য
কাজের মেয়াদ
১৯৬২ – ১৯৬৭
সংসদীয় এলাকাDhakuakhana
President, Assam Pradesh Congress Committee
কাজের মেয়াদ
N/A – N/A
ব্যক্তিগত বিবরণ
জন্ম(১৯২৭-০৫-২৫)২৫ মে ১৯২৭
মৃত্যু১৬ মার্চ ১৯৮৬(1986-03-16) (বয়স ৫৮)
জাতীয়তাভারতীয়
রাজনৈতিক দলভারতীয় জাতীয় কংগ্রেস
দাম্পত্য সঙ্গীSmt. Amili Doley
সন্তান4 daughters and 3 sons
প্রাক্তন শিক্ষার্থীCotton College
পেশারাজনীতিবিদ

ললিত কুমার দলে (২৫ মে ১৯২৭ - ১৬ মার্চ ১৯৮৬) একজন ভারতীয় রাজনীতিবিদ এবং আসামের ভারতীয় জাতীয় কংগ্রেস রাজনৈতিক দলের একজন নেতা ছিলেন।

১৯৭২ সালে এবং আবার ১৯৮০ সালে মিশিংদের মধ্যে আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সভাপতি হিসেবে প্রথম নির্বাচিত হন। তাকে সাধারণত মিশিং সম্প্রদায়ের সবচেয়ে বিশিষ্ট নেতা হিসেবে গণ্য করা হয়। তাঁর জীবদ্দশায় আসামের জনগণের প্রতি তাঁর নিঃস্বার্থ ভক্তি তাঁকে ব্যাপক জনপ্রিয় করে তোলে।

ব্যক্তিগত জীবন[সম্পাদনা]

তার মেয়ে শকুন্তলা গামলিন একজন ১৯৮৪-ব্যাচের অরুণাচল প্রদেশ - গোয়া - মিজোরাম - কেন্দ্রশাসিত অঞ্চল (AGMUT) ক্যাডারের IAS অফিসার। তিনি প্রতিবন্ধী ব্যক্তিদের ক্ষমতায়ন বিভাগ, সরকারের সচিব হিসাবে অবসর গ্রহণ করেন। ভারতের তিনি অরুণাচল প্রদেশের মুখ্য সচিব হিসেবেও কাজ করেছেন। তিনি উত্তর-পূর্ব থেকে প্রথম মহিলা আইএএস যিনি কেন্দ্রীয় মন্ত্রকের সচিব স্তরের পদে পৌঁছেছেন। তিনি আসামের মিশিং উপজাতির প্রথম মহিলা আইএএস অফিসার। শকুন্তলা গ্যামলিন ছিলেন অরুণাচল প্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী, জারবোম গ্যামলিনের স্ত্রী যিনি সেন্ট স্টিফেন কলেজ, নয়াদিল্লির প্রাক্তন ছাত্র।[১][২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. "Gamlin held in 'high esteem'"The Indian Express। ১৯ মে ২০১৫। সংগ্রহের তারিখ ৩০ মে ২০১৫ 
  2. "Shakuntala Gamlin at the heart of Kejriwal-Jung turf war: All you need to know about Delhi's chief secy"Firstpost (ইংরেজি ভাষায়)। ২০১৫-০৫-১৮। সংগ্রহের তারিখ ২০১৭-১০-২৮