রোভানিয়েমেন পাল্লোসেওরা
![]() | |||
পূর্ণ নাম | রোভানিয়েমেন পাল্লোসেওরা | ||
---|---|---|---|
প্রতিষ্ঠিত | ১৯৫০ | ||
মাঠ | কেসকুসকেন্তা[১] | ||
ধারণক্ষমতা | ৪,০০০ | ||
সভাপতি | ![]() | ||
ম্যানেজার | ![]() | ||
লিগ | ভেইক্কাউসলিগা | ||
২০১৯ | ১০ম | ||
ওয়েবসাইট | ক্লাব ওয়েবসাইট | ||
| |||
রোভানিয়েমেন পাল্লোসেওরা (ফিনীয়: Rovaniemen Palloseura; এছাড়াও আরওপিএস নামে পরিচিত) হচ্ছে রোভানিয়েমি ভিত্তিক একটি ফিনীয় পেশাদার ফুটবল ক্লাব।[৩] এই ক্লাবটি বর্তমানে ফিনল্যান্ডের শীর্ষ স্তরের ফুটবল লীগ ভেইক্কাউসলিগায় খেলে। এই ক্লাবটি ১৯৫০ সালে প্রতিষ্ঠিত হয়েছে। আরওপিএস তাদের সকল হোম ম্যাচ রোভানিয়েমির কেসকুসকেন্তায় খেলে থাকে; যার ধারণক্ষমতা হচ্ছে ৪,০০০। বর্তমানে এই ক্লাবের ম্যানেজারের দায়িত্ব পালন করছেন ভেসা তাউরিয়াইনেন এবং সভাপতির দায়িত্ব পালন করছেন রিস্তো নিভা। ফিনীয় মধ্যমাঠের খেলোয়াড় এতু মুইনোনেন এই ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করছেন।[৪]
ঘরোয়া ফুটবলে, আরওপিএস এপর্যন্ত ৪টি শিরোপা জয়লাভ করেছে; যার মধ্যে ২টি ফিনীয় কাপ এবং ২টি ইক্কোনেন শিরোপা রয়েছে।
অর্জন[সম্পাদনা]
তথ্যসূত্র[সম্পাদনা]
- ↑ "স্টেডিয়াম"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- ↑ "কর্মকর্তা"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- ↑ "ক্লাবের অবস্থান"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
- ↑ "বর্তমান দল"। ট্রান্সফারমার্কেট। সংগ্রহের তারিখ ১৩ জুলাই ২০২০।
বহিঃসংযোগ[সম্পাদনা]
- প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (ফিনীয়)