রেয়াজুদ্দীন মাশহাদী আহমদ

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেয়াজুদ্দীন মাশহাদী আহমদ
জন্ম১৮৫২ (1852)
চারান, রতনগঞ্জ, টাঙ্গাইল জেলা, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু২০ সেপ্টেম্বর ১৯১৮(1918-09-20) (বয়স ৬৫–৬৬)
ছদ্মনামফকির আবদুল্লাহ বিন এসমাইল অল কোরেশী অল হিন্দি
পেশালেখক, অধ্যাপক, প্রকাশক
ভাষাবাংলা
উল্লেখযোগ্য রচনাসমাজ ও সংস্কারক, অগ্নিকুক্কুট, প্রবন্ধ কৌমুদী, সুরিয়া বিজয়

রেয়াজুদ্দীন আহমদ মাশহাদী  ছিলেন একজন বাঙালি মুসলিম লেখক, দার্শনিক ও চিন্তাবিদ। [১]

প্রাথমিক জীবন[সম্পাদনা]

মাশহাদী ১৮৫২ সালে চরণ, রতনগঞ্জ, টাঙ্গাইল জেলা, বাংলার প্রেসিডেন্সী, ব্রিটিশ রাজ্যে জন্মগ্রহণ করেন। তিনি বাংলা, ইংরেজি, সংস্কৃত এবং উর্দু বিষয়ে পারদর্শী ছিলেন। [২]

কর্মজীবন[সম্পাদনা]

মাশহাদী ১৮৮৬ সালে বাঙালি ও সংস্কৃত বিভাগের অধ্যাপক হিসেবে কলকাতা আলিয়া মাদ্রাসায় যোগ দেন। ১৮৯২ সালে তিনি কুমুদি প্রবন্ধ প্রকাশ করেন। তিনি আলিয়া মাদ্রাসায় ৭ বছর শিক্ষকতা করেন। তিনি কলকাতার সাহিত্য কর্মের সাথে জড়িত ছিলেন এবং মীরজাউদ্দীন আহমদ, মুহাম্মদ রেজাউদ্দীন আহমদ ও শেখ আবদুর রহিমের সাথে কাজ করেন। একসঙ্গে তারা বাংলায় একটি ইসলামী সাহিত্য দৃশ্য তৈরি। তিনি ইসলামের তত্ত্ব প্রকাশ করেছেন: ১৮৮৮ সালে ভলিউম ও প্রকাশিত ১৮৮৯ সালে ভলিউম দুটি প্রকাশ করেছিলেন। [২][৩]

১৮৮৯ সালে মাশহাদী সমাজ ও সংস্কৃত প্রকাশ করেন এবং মুসলমানদের রূপান্তর রোধের উদ্দেশ্যে মুসলিমদের সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে ১৮৯০ সালে অগ্নিকুকুট প্রকাশ করেন। তার গ্রন্থ সমাজ ও সংসারক ছিলেন ব্রিটিশ ঔপনিবেশিক সরকার কর্তৃক নিষিদ্ধ প্যান-ইসলামবাদী জামাল আল-দীন আল আফগানীর জীবন। তিনি ১৮৯৫ সালে সুরিয়া বিজয়ের রচনা করেন। তিনি একটি সাপ্তাহিক, সুধাকার প্রকাশনায় জড়িত ছিলেন। ১৯০০ সালে সাবেক ম্যানেজার ও লেখক মীর মোশাররফ হোসেনের পরিবর্তে তিনি আবদুল করিম গজনভির সম্পত্তিতে যোগ দেন। তিনি সিদ্ধান্ত পাঞ্জিকা নামে একটি পত্রিকা প্রকাশ করেন। [২][৪][৫]

মৃত্যু[সম্পাদনা]

১৯১৮ সালের ২০ সেপ্টেম্বর মাশহাদী মৃত্যুবরণ করেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Chakraborty, Ashoke Kumar; Study, Indian Institute of Advanced (২০০২)। Bengali Muslim literati and the development of Muslim community in Bengal (ইংরেজি ভাষায়)। Indian Institute of Advanced Study। পৃষ্ঠা 30। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮ 
  2. খোন্দকার সিরাজুল হক (২০১২)। "আহমদ, রেয়াজুদ্দীন মাশহাদী"ইসলাম, সিরাজুল; মিয়া, সাজাহান; খানম, মাহফুজা; আহমেদ, সাব্বীর। বাংলাপিডিয়া: বাংলাদেশের জাতীয় বিশ্বকোষ (২য় সংস্করণ)। ঢাকা, বাংলাদেশ: বাংলাপিডিয়া ট্রাস্ট, বাংলাদেশ এশিয়াটিক সোসাইটিআইএসবিএন 9843205901ওএল 30677644Mওসিএলসি 883871743। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮ 
  3. Journal of the Asiatic Society of Bangladesh: Humanities (ইংরেজি ভাষায়)। Asiatic Society of Bangladesh। ১৯৯৮। পৃষ্ঠা 47–49। 
  4. Ahmed, Rafiuddin (১৯৮১)। The Bengal Muslims, 1871-1906: a quest for identity (ইংরেজি ভাষায়)। Oxford University Press। পৃষ্ঠা 99। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮ 
  5. Bangladesh Quarterly (ইংরেজি ভাষায়)। Department of Films & Publications, Government of Bangladesh.। ২০০২। পৃষ্ঠা 54। সংগ্রহের তারিখ ১২ আগস্ট ২০১৮