রেণুকা দাশগুপ্ত

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রেণুকা দাশগুপ্ত
১৯৪৮ সালে রেণুকা দাশগুপ্ত
১৯৪৮ সালে রেণুকা দাশগুপ্ত
প্রাথমিক তথ্য
জন্ম(১৯১০-০৮-২২)২২ আগস্ট ১৯১০
কোন্নগর, হুগলী, বেঙ্গল প্রেসিডেন্সি, ব্রিটিশ ভারত
মৃত্যু১ জানুয়ারি ১৯৯১
কলকাতা, পশ্চিমবঙ্গ, ভারত
ধরনঅতুলপ্রসাদী, থুমারী, নজরুল গীতি, রবীন্দ্রসঙ্গীত, ভজন
পেশাগায়িকা
কার্যকাল১৯২৫ – ১৯৭২
লেবেলহিন্দুস্তান রেকর্ডস (INRECO), এইচএমভি (Saregama)

রেণুকা দাশগুপ্ত (২২ আগস্ট ১৯১০ — ১ জানুয়ারি ১৯৯১) একজন বাঙালি গায়িকা ছিলেন, যিনি অতুলপ্রসাদ সেনের সেরা পরিচিত গায়িকা হিসেবে বিবেচিত ছিলেন। তিনি অতুলপ্রসাদ সেন, কাজী নজরুল ইসলামদিলীকুমার রায়ের সরাসরি শিষ্য ছিলেন।

প্রথম জীবন[সম্পাদনা]

রেণুকা দাশগুপ্ত পশ্চিমবঙ্গের কোন্ননগরে জন্মগ্রহণ করেন। তিনি গয়া, ঢাকাকলকাতায় বসবাস করতেন। তিনি সাহানা দেবী, অতুলপ্রসাদ সেন, কনক বিশ্বাসের খুডতুতো ভাই। [১] রেণুকা দাশগুপ্ত ১৯২০ এর দশকের শেষদিকে ঢাকায় টিকাটুলিতে কামরুন্নেসা গার্লস হাই স্কুলে সঙ্গীত শিক্ষা নেন। তিনি হীরেন্দ্র চন্দ্র দাশগুপ্তকে বিয়ে করেন। তিনি ১৯৩০ দশকের প্রথম দিকে ভারতীয় প্রকৌশল বিজ্ঞান এবং প্রযুক্তিবিদ্যা প্রতিষ্ঠান, শিবপুরে স্নাতক প্রকৌশলী সম্পূর্ণ করেন এবং কলকাতায় স্থায়ীভাবে বসবাস করেন। তিনি কলকাতার বিমান বাহিনীর রেডিও অডিশন কমিটির সাথে যুক্ত ছিলেন।

প্রারম্ভিক কাজ[সম্পাদনা]

তের বৎসর বয়সে রেণুকা প্রথম শ্যামাসংগীতের রেকর্ড করেন। অধিকাংশ রেকর্ড ছিল কীর্তনের। তার কণ্ঠে গীত অতুলপ্রসাদী- পাগলা মনটারে তুই বাঁধ এবং কীর্তনগান - যদি গোকুলচন্দ্র ব্রজে নাহি এল এক সময় বাংলা গানে আলোড়ন এনেছিল। রবীন্দ্রসঙ্গীত ও নজরুল গীতিতে তিনি স্বাচ্ছন্দ্যে ছিলেন। তবে একসময় খ্যাতির অন্তরালে চলে যান।[২]

রবীন্দ্রসংগীত[সম্পাদনা]

  1. দিনের পরে দিন যে ছিল (১৯৩৫)
  2. আমার কি বেদনা (১৯৩৫)
  3. বসন্তে বসন্তে তোমার কবিরে দাও ডাক
  4. কত কথা তারে ছিল বলিতে [৩]
  5. তোমার সুরের ধারা ঝরে যেথায়

নজরুলগীতি[সম্পাদনা]

  1. কোন রস-যমুনার কূলে
  2. শুকসারী সম তনুমন মম

অতুল প্রসাদ[সম্পাদনা]

  1. পাগলা মনটারে তুই বাঁধ (১৯৩২)
  2. এমনও বাদলে তুমি কোথা
  3. নিদ নাহি আখিপাতে
  4. এসো দুজনে খেলি
  5. ওহে জগৎ কারণ (১৯৬৯/৭০)
  6. চাঁদনী রাতে
  7. আমর চোখ বেঁধে ভবের খেলায়
  8. যদি তোর হৃদ-যমুনা
  9. কে গো গাহিলে
  10. ওগো সাথি মম সাথি
  11. শুকতারা তোমার ছলো ছলো আখি
  12. আমারও প্রাণ কোথা যায়
  13. সে ডাকে আমারে
  14. কি আর চাহিব বল
  15. তব অন্তরও এত মন্থর
  16. শ্রাবণ ঘনঘটা
  17. আজ আমার শূন্য ঘরে
  18. ক্রন্দসী পথচারিণী

অন্যান্য গান (তালিকা অসম্পূর্ণ)[সম্পাদনা]

  1. যদি গোকুলচন্দ্র ব্রজে না এলো - কীর্তন
  2. আয়ে ভিকরিন প্রেম নাগর কি
  3. কী রূপ দেখিনু কালা - জ্ঞানদাস - কীর্তন
  4. দিনে দিনে দিন যে চলে যায় - ভাটিয়ালী
  5. নন্দনান্দন চন্দে চন্দনা - কীর্তন
  6. মাধব তুনু রাহালি আবার মধুপুর - কীর্তন
  7. ক্ষমিও হে শিব

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. Interview with Renuka Dasgupta by Subhas Chowdhury
  2. অঞ্জলি বসু সম্পাদিত, সংসদ বাঙালি চরিতাভিধান, দ্বিতীয় খণ্ড, সাহিত্য সংসদ, কলকাতা, জানুয়ারি ২০১৯ পৃষ্ঠা ৩৫৬, আইএসবিএন ৯৭৮-৮১-৭৯৫৫-২৯২-৬
  3. Abismaraniyo Rabindrasangeet vol 1
  • Gulati, Leela (২০০৫), "Matriliny within Patriliny", A Space of Her Own :Personal Narratives of Twelve Women, Sage Publications (CA), Renuka Dasgupta, who took Bengali listeners by storm with her one song *Jodi Gokulochandra Braje Na Elo* that is still remembered by generations even after a passage of eight decades. She shot into fame and became virtually a household name. 
  • Abismaraniyo Rabindrasangeet vol 1 (Audio CD/ Cassette)। Saregama। ২০০৩।