রেইনকোট (চলচ্চিত্র)
রেইনকোট | |
---|---|
পরিচালক | ঋতুপর্ণ ঘোষ |
প্রযোজক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
রচয়িতা | ঋতুপর্ণ ঘোষ ঊষা গাঙ্গুলি |
উৎস | ও হেনরি কর্তৃক দ্য গিফট অব দ্য ম্যাজাই |
শ্রেষ্ঠাংশে | অজয় দেবগন ঐশ্বর্যা রাই বচ্চন আন্নু কাপুর |
সুরকার | দেবজ্যোতি মিশ্র |
চিত্রগ্রাহক | অভীক মুখোপাদ্ধ্যায় |
সম্পাদক | অর্ঘকমল মিত্র |
পরিবেশক | শ্রী ভেঙ্কটেশ ফিল্মস |
মুক্তি |
|
স্থিতিকাল | ১২০ মিনিট |
দেশ | ভারত |
ভাষা | হিন্দি |
নির্মাণব্যয় | ₹৫০ মিলিয়ন[১] |
আয় | ₹৪৮.৭৬ মিলিয়ন[১] |
রেইনকোট ২০০৪ সালে নির্মিত ভারতীয় হিন্দি চলচ্চিত্র, যা পরিচালনা করেছেন ঋতুপর্ণ ঘোষ। চলচ্চিত্রটিতে অভিনয় করেছেন অজয় দেবগন, ঐশ্বর্যা রাই বচ্চন এবং আন্নু কাপুর। চলচ্চিত্রটি নির্মিত হয়েছে ও হেনরি কর্তৃক রচিত দ্য গিফট অব দ্য ম্যাজাই (১৯০৬) ছোট গল্প অবলম্বনে বলে ঋতুপর্ণ ঘোষ দাবী করলেও এটি মনোজ বসুর "প্রতিহিংসা" ছোটগল্পের পূ্ঙ্খানুপুঙ্খ চিত্ররূপ। জীবদ্দশায় পরিচালক কেন এটি স্বীকার করেননি বা কেনই বা তথ্যগোপন করে মিথ্যাচার করেছিলেন তা আর জানার কোন উপায় নেই।
কাহিনী
[সম্পাদনা]বেকার মনোজ (অজয় দেবগন) ব্যবসা করার জন্য তার পুরনো বন্ধুদের কাছে সাহায্য চাইতে কলকাতায় আসে। এক বৃষ্টিভেজা দিনে সে দেখা করতে যায় পুরনো প্রেমিকা নীরজার (ঐশ্বরিয়া রাই বচ্চন) সাথে। প্রেমের বেদনাদায়ক গল্পগুলো ঠিক যেমন হয়, এটিও তার ব্যতিক্রম নয়। মনোজের চেয়ে বিত্তবান পরিবার পাওয়ায় দূর শহর কলকাতায় বিয়ে হয়ে গিয়েছিল নীরজার। বেচারা মনোজ কোনোভাবে ঠেকাতে পারেনি সেই বিয়ে। কিন্তু প্রেম কি এত সহজে মরে যায়? বহু বছর পরেও তার শুধু একবার দেখা করবার সাধ জাগে। অবশেষে দেখা হলেই তাদের স্মৃতিময়তার দেয়ালে আঘাত লাগে। মুহূর্তেই দুজন দুজনের কাছে সেই পুরনো মান্নু এবং নীরু হয়ে ওঠে।
তথ্যসূত্র
[সম্পাদনা]- ↑ ক খ "Raincoat - Movie - Box Office India"। www.boxofficeindia.com।
বহিঃসংযোগ
[সম্পাদনা]- শ্রেষ্ঠ হিন্দি পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র বিভাগে জাতীয় চলচ্চিত্র পুরস্কার (ভারত) বিজয়ী
- ভারতীয় প্রণয়ধর্মী চলচ্চিত্র
- কলকাতার পটভূমিতে চলচ্চিত্র
- ২০০০-এর দশকের নাট্য চলচ্চিত্র
- ২০০০-এর দশকের হিন্দি ভাষার চলচ্চিত্র
- ভারতীয় চলচ্চিত্র
- ২০০৪-এর চলচ্চিত্র
- ঋতুপর্ণ ঘোষ পরিচালিত চলচ্চিত্র
- ছোট কল্পকাহিনী অবলম্বনে চলচ্চিত্র
- ভারতীয় প্রণয়ধর্মী নাট্য চলচ্চিত্র
- এসভিএফ এন্টারটেইনমেন্টের চলচ্চিত্র