রূপালী রেপালে

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
সাগর কন্যা[১]

রূপালী রেপালে
A woman receiving an award
যুব বিষয়ক ও ক্রীড়া মন্ত্রণালয় মন্ত্রী উমা ভারতীর হাত থেকে রেপালে জাতীয় অ্যাডভেঞ্চার অ্যাওয়ার্ড গ্রহণ করছেন। নতুন দিল্লি, ১৯৯৯ সাল।[২]
জন্ম (1982-02-03) ৩ ফেব্রুয়ারি ১৯৮২ (বয়স ৪২)
জাতীয়তাভারত
পেশা
আত্মীয়বিশাল হিঙ্গে (পত্নী), স্বরাজ হিঙ্গে (পুত্র), হিন্দবী হিঙ্গে (কন্যা)
ওয়েবসাইটwww.rupaliaqua.com

রূপালী রামদাস রেপালে (জন্ম ৩রা ফেব্রুয়ারী ১৯৮২ মুম্বাই) হলেন একজন ভারতীয় দীর্ঘ-দূরত্বের সাঁতারু। তিনি খোলা জলে সাঁতার কাটেন এবং তিনি একজন ট্রায়াথলিট (সাঁতার, সাইকেল চালানো এবং দৌড়ানো)। তিনি ১৯৯৪ সালের ১৫ই আগস্ট তারিখে একক সাঁতারের বিভাগে ইংলিশ চ্যানেল সাঁতার কেটে পার হয়েছিলেন, তাঁর সময় লেগেছিল ১৬ ঘন্টা ৭ মিনিট।[৪][৫] তিনি ১৯৯৪ সালের জন্য সর্বকনিষ্ঠ সফল সাঁতারু (১২ বছর বয়সী) হিসাবে ইংলিশ চ্যানেল অতিক্রম করেছিলেন।[৬] তিনি তার সাঁতারের জীবনে মোট সাতটি প্রণালীতে সাঁতার কেটেছেন, জিব্রাল্টার প্রণালী, পক প্রণালী, ব্যাস প্রণালী, কুক প্রণালী,[৭] রবেন আইল্যান্ড চ্যানেল এবং মুম্বাই-ধর্মাতার চ্যানেল[৮]

প্রারম্ভিক জীবন এবং পটভূমি[সম্পাদনা]

রূপালী রেপালে মুম্বাইতে জন্মগ্রহণ করেন, তিনি রামদাস রেপালে এবং রেখা রেপালের কন্যা, তাঁরা একটি সাধারণ আর্থিক পটভূমির ছোট-মাপের ব্যবসার মালিক ছিলেন। তাঁর বাবা-মা গ্রামীণ পুনেতে জন্মগ্রহণ করেছিলেন, উভয়েই তাঁদের বিয়ের কিছু আগে ১৯৭০-এর দশকে মুম্বাই শহরে চলে আসেন এবং মুম্বাইয়ের শহরতলী ভান্দুপে বসতি স্থাপন করেন। রূপালী ব্রাইট হাই স্কুল অ্যান্ড জুনিয়র কলেজ ভান্দুপ-(পশ্চিম) থেকে তাঁর বিদ্যালয় শিক্ষা শেষ করেন এবং মুম্বাই বিশ্ববিদ্যালয় থেকে সমাজবিজ্ঞানে স্নাতক হন।[৯]রূপালী অল্প বয়সে সাঁতার কাটা শুরু করেছিলেন এবং সেই বয়সেই এর প্রতি তাঁর ঝোঁক তৈরি হয়ে গিয়েছিল। তিনি খুব কম বয়সেও অসাধারণ সহনশীলতা দেখিয়েছিলেন এবং একটানা ঘন্টার পর ঘন্টা সাঁতার কাটতে পারতেন। তিনি প্রশিক্ষকদের নজরে পড়ে যান। পরে তাঁর বাবার সমর্থনে, তিনি শীঘ্রই দীর্ঘ-দূরত্বের ইভেন্টগুলির জন্য এবং পরে খোলা জলে প্রশিক্ষণ শুরু করেন। সাঁতার ছাড়াও, তিনি ট্রায়াথলন ইভেন্টগুলিতেও অংশ নেন এবং এতে অনেক প্রশংসাও অর্জন করেছেন।[১০]

সাঁতারের জীবন[সম্পাদনা]

পুরস্কার ও সম্মাননা[সম্পাদনা]

বর্তমান কার্যক্রম[সম্পাদনা]

রূপালী ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা এবং পরিচালক হলেন রূপালী,[১৮] এটি একটি জল পরিশোধন ভিত্তিক গৃহস্থালি জিনিসপত্রের (হোম অ্যাপ্লায়েন্স) কোম্পানি। তাঁর অবসর সময়ে তিনি স্থানীয় সুইমিং পুলে তরুণ প্রতিভাদের কোচিং করতে পছন্দ করেন।[তথ্যসূত্র প্রয়োজন]

রূপালীর উপর লেখা বই[সম্পাদনা]

  • জীবনীমূলক বই জল আকরামাইল ( মারাঠি ) সুমেধ ভড়াবালা রচিত এবং রাজহংস প্রকাশন দ্বারা প্রকাশিত।[১৯]
  • খেলাধুলায় যুবকদের সম্পৃক্ততাকে উৎসাহিত করার জন্য রূপালীর বই থেকে উদ্ধৃতাংশ মহারাষ্ট্র রাজ্যের স্কুল পাঠ্যক্রমে অন্তর্ভুক্ত করা হয়েছে।

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. http://mcomments.outlookindia.com/story.aspx?sid=4&aid=205437[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  2. "Untitled Page" 
  3. "Home"rupaliaqua.com 
  4. "Rupali Ramdas Repale 1994 | Channel Swimming Association" 
  5. https://www.dover.uk.com/channel-swimming/swims/1994-08-15/rupali-ramdas-repale
  6. "CSA Awards | Channel Swimming Association" 
  7. "Cook Strait Swim - History"। ৮ ডিসেম্বর ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৫-১১-৩০ 
  8. "Water Nymph | Outlook India Magazine"। ৬ ফেব্রুয়ারি ২০২২। 
  9. "The Telegraph - Calcutta : Careergraph"। ৩ জুলাই ২০১৫ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  10. "'I win them all' | Pune News - Times of India"The Times of India। ৮ এপ্রিল ২০০০। 
  11. "CSA Awards | Channel Swimming Association" 
  12. "Cruce a Nado Ida Reglamentario"। ১৫ অক্টোবর ২০১৩ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ২০১৩-১০-১৪ 
  13. Darpan, Pratiyogita (জুন ২০০০)। "Competition Science Vision" 
  14. "Cook Strait swimming record smashed"। ৩১ জানুয়ারি ২০০৯। 
  15. "Archived copy"। ৬ মার্চ ২০১৬ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৬ 
  16. "National Adventure Awards, Indira Gandhi NSS Awrads to be presented" (সংবাদ বিজ্ঞপ্তি)। Press Information Bureau, India। ৪ জুন ১৯৯৯। সংগ্রহের তারিখ ১৮ সেপ্টেম্বর ২০২০ 
  17. http://mcomments.outlookindia.com/story.aspx?sid=4&aid=205437[স্থায়ীভাবে অকার্যকর সংযোগ]
  18. "Home"rupaliaqua.com 
  19. "Jal Akramile-जल आक्रमिले"। ১০ অক্টোবর ২০১৯ তারিখে মূল থেকে আর্কাইভ করা। সংগ্রহের তারিখ ১৯ ফেব্রুয়ারি ২০১৬ 

বহিঃসংযোগ[সম্পাদনা]