রিকিতা নন্দিনী শিমু

উইকিপিডিয়া, মুক্ত বিশ্বকোষ থেকে
রিকিতা নন্দিনী শিমু
জাতীয়তাবাংলাদেশী
পেশাঅভিনেত্রী

রিকিতা নন্দিনী শিমু একজন বাংলাদেশী অভিনেত্রী। তিনি তারেক মাসুদ, রুবাইয়াত হোসেনআদিত্য বিক্রম সেনগুপ্তের মতো অনেক উল্লেখযোগ্য চলচ্চিত্র নির্মাতার চলচ্চিত্রে অভিনয় করেছেন। তিনি ২০১৯ সালের মেড ইন বাংলাদেশ চলচ্চিত্রে তার প্রধান ভূমিকার জন্য ফ্রান্সের ফেস্টিভাল ডি সেন্ট-জিন-ডি-লুজ-এ সেরা অভিনেত্রীর পুরস্কার পান।[১] ‘শিমু’ চলচ্চিত্রের জন্য তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে শ্রেষ্ঠ অভিনেত্রীর (যৌথ) পুরস্কার পেয়েছেন।[২]

তথ্যসূত্র[সম্পাদনা]

  1. ""Shimu wins French award for her portrayal of a RMG worker""Dhaka Tribune (ইংরেজি ভাষায়)। সংগ্রহের তারিখ ২০২২-০৪-০৮ 
  2. "জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সেরা অভিনেতা চঞ্চল, অভিনেত্রী জয়া–শিমু"এনটিভি। ২০২৩-১১-০১। সংগ্রহের তারিখ ২০২৩-১২-০৯